বিজিবির অভিযানে সাড়ে ৫ কোটি টাকার মাদক জব্দ, গ্রেপ্তার ২
বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন আসামিসহ ইয়াবা ট্যাবলেট, ক্রিস্টাল মেথ (আইস) ও বিয়ার উদ্ধার করেছে।
মঙ্গলবার (১৫ মার্চ) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিজিবির পৃথক পৃথক অভিযানে ৫ কোটি ৪৮ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গোপন সূত্র মতে আমরা জানতে পারি, রাতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধীনস্থ জীম্বংখালী বিওপির ১ কিলোমিটার দক্ষিণের ৬নং পোস্টের নিকটবর্তী নুর কবিরের মাছের ঘের এলাকায় মাদকের একটি বড় চালান রয়েছে। এসময় ওই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের ২টি বিশেষ টহলদল তাৎক্ষণিকভাবে তল্লাশী ও অভিযান পরিচালনা করে ৫ কোটি ৩৮ লক্ষ টাকা মূল্যমানের ১ কেজি ৭৬ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি বলেন, এসময় পাচারকারী কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘেরের মালিককে পলাতক আসামি দেখিয়ে জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) টেকনাফ মডেল থানায় মামলা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির টেকনাফের আরেকটি বিশেষ টহলদলের অভিযানে ১৪ হাজার ৫০০ টাকা মূল্যমানের ৫৮ ক্যান আন্দামান গোল্ড বিয়ার (মালিকবিহীন অবস্থায়) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালিকবিহীন বিয়ারগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ পরবর্তীকালে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
টেকনাফ ব্যাটালিয়নের পৃথক আরেক অভিযানে হোয়াইক্যং চেকপোস্ট হতে ১ জন আসামিসহ ৮ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যমানের ২ হাজার ৭৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত আসামি ও জব্দকৃত ইয়াবা ও মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট হতে কে নাইন ডগের মাধ্যমে ১ জন আসামিসহ ১ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা মূল্যমানের ৫৩০পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত আসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কেএম/টিটি