জঙ্গী মুন্সি ইকবাল আহমেদ গ্রেপ্তার
ঢাকা জেলার সাভার থানাধীন রাজাসন এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর অন্যতম সংগঠক মুন্সি ইকবাল আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) র্যাব-৪ এর বিশেষ এক অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১২ মার্চ) র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হুরকাতুল জিহাদ এর নেতা ছিলেন বলে জানা যায়। পরবর্তীকালে ২০০৪ সালের ২১শে মে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে হযরত শাহজালালের মাজারে গ্রেনেড হামলার ঘটনার পর তাদের উপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধির করলে তিনি আনসার আল ইসলাম এর সঙ্গে কাজ শুরু করেন।
জিয়া বলেন, গ্রেপ্তারকৃত আলোচিত জঙ্গি সংগঠন হুজিবি এর প্রধান মুফতি হান্নানের ভাই। মুফতি হান্নান ২০০৪ সালের তৎকালীন বৃটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলার প্রধান আসামি। যার পরবর্তীকালে ফাঁসি কার্যকর হয়। তার আরও ২ ভাই মৃত্যুদণ্ড আদেশপ্রাপ্ত।
গ্রেপ্তার ব্যক্তি বেশ কয়েকবছর যাবৎ নিষিদ্ধ ঘোষিত ‘আনসার আল ইসলাম’ এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য দেশে ও দেশের বাহিরে (আফগানিস্থান) পলাতক থেকে প্রশিক্ষণসহ নতুন নতুন কৌশল রপ্ত করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাস ও নাশকতা সংশ্লিষ্ট ৪টি মামলা রয়েছে।
মুন্সি ইকবাল আহমেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/টিটি