ট্রাক থেকে ইয়াবা জব্দ, আটক ২
চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে ১৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শুক্রবার (১১ মার্চ) রাতে বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার (১২ মার্চ) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন–মো. মুক্তার হোসেন (২২) ও মো. রাসেল (২২)। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
মো. নুরুল আবছার বলেন, ‘ইয়াবা পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীতে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে একটি ট্রাক থেকে দুই জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের নিচের বক্সের ভেতরে লুকানো ১৯ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। ভেতরে ইয়াবাগুলো সাদা পলিথিনের ওপর স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। ট্রাকটিও জব্দ করা হয়েছে।’
এ র্যাব কর্মকর্তা আরও বলেন, ‘আসামিরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন মাদক কারবারি থেকে ইয়াবা সংগ্রহ করত। পরে তা চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করে আসছিল। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা।’ জব্দ করা ইয়াবা ও আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান তিনি।
কেএম/এসএ/