বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ | ২১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

স্কলারশীপ সহ তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে চাকরির নিশ্চয়তা দিচ্ছে IsDB-BISEW

ভবিষ্যৎ পৃথিবী হবে তথ্যপ্রযুক্তি নির্ভর। আর সেই প্রযুক্তি নির্ভর পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) যৌথ উদ্যোগে ২০০৩ সাল থেকে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এক বছর মেয়াদী প্রশিক্ষণ দিয়ে আসছে IsDB-BISEW। এই প্রশিক্ষণে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জনপ্রতি প্রায় দুই লাখ টাকা সমপরিমান স্কলারশীপ প্রদান করে তথ্য ও প্রযুক্তিতে দক্ষ করে তুলছে। শিক্ষার্থীদেরকে ফ্রি প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার উপকরণসমূহ বিনামূল্যে প্রদান করা হবে। ভেন্ডর সার্টিফিকেশন খরচও বহন করে থাকে প্রতিষ্ঠানটি। প্রশিক্ষনার্থীরা সফলভাবে কোর্স সমাপ্ত করে দেশে ও বিদেশে চাকরীরত আছে।

IsDB-BISEW সম্প্রতি তাদের এক বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২১।

Conversion Course

এই কার্যক্রমের বেশির ভাগ কোর্সই Conversion কোর্স অর্থাৎ, যে কোন বিভাগ থেকে আইটি প্রফেশনাল হওয়ার সুযোগ। যে কোন বিভাগ (বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক) থেকে স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীরা গতানুগতিক ট্রেনিং ছেড়ে সম্ভাবনাময় আইটি ক্ষেত্রে তার জীবন শুরু করতে পারে।

যারা আবেদন করতে পারবেন

যে কোন বিষয়ে ¯œাতক, মাস্টার্স, ফাজিল ও কামিল পাশ প্রার্থীরা এবং মাস্টার্স বা কামিল অধ্যায়নরতরাও স্কলারশীপের জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, সিভিল, আর্কিটেকচার, সার্ভে ও কন্সট্রাকশন বিষয়ে ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ ২ থাকতে হবে। তবে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটারে ¯œাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন না। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত গ্রহনযোগ্য হবে। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা বা দক্ষতা না থাকলেও আবেদন করতে পারবেন। চাকরিজীবিদের আবেদনের সুযোগ নেই।

যে সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়

যুগের চাহিদার উপর বিবেচনা করে IsDB-BISEW স্কলারশীপ প্রকল্পে এখন ১২টি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি ক্লাস ৪ ঘন্টা করে, সপ্তাহে ৬দিন। কোর্সগুলো হলোঃ-
ডেটাবেইস ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট
গ্রাফিক্স এ্যানিমেশন ও ভিডিও এডিটিং
এন্টারপ্রাইজ সিস্টেমস্ এ্যানালাইসিস এ্যান্ড ডিজাইন JEE
এন্টারপ্রইজ সিস্টেমস্ এ্যানালাইসিস এ্যান্ড ডিজাইন C#.NET
নেটওয়ার্কিং টেকনোলজিস
ওয়েব এ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ PHP এ্যান্ড ফ্রেমওয়ার্কস
আর্কিটেকচারাল এ্যান্ড সিভিল ক্যাড
প্রফেশনাল ওয়েব এ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
নেটওয়ার্ক সিস্টেম এডমিনিষ্ট্রেশন
গ্রাফিক্স ভিডিও এডিটিং এ্যান্ড মোশন গ্রাফিক্স
ওয়েব এ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ই্উজিং ASP.NET
ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল এ্যাপ্লিকেশন এক্সপ্রেস

র্কমসংস্থানের সহযোগিতা

সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের দেশে ও বিদেশে চাকরি পাওয়ার ব্যাপারে IsDB-BISEW কতৃপক্ষ নিশ্চয়তা প্রদান করে থাকে। সফলভাবে সমপ্তকারী ৭,৫০০ জনেরও বেশি দেশ বিদেশের বিভিন্ন স¦নামধন্য আইটি প্রতিষ্ঠানে কর্মরত আছে।

যেভাবে আবেদন করা যাবে

অনলাইনে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (https://apply.idb-bisew.info/) আবেদন করতে হবে। আবেদনকারীকে বিকাশের মাধ্যমে ওয়েবসাইটে উল্লেখিত নির্দেশনা অনুসারে আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে।

প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া

বর্তমানে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মৌখিক পরীক্ষায় প্রার্থীর তথ্যপ্রযুক্তির প্রতি আগ্রহের বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। ঢাকা ও চট্টগ্রামে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।


দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের বেকারত্ব দূর করতে বছরে চারবার স্কলারশীপ প্রদান করা হয়। প্রতি তিন মাস অন্তর কমপক্ষে ৩০০ জন শিক্ষার্থীকে স্কলারশীপ প্রদান করা হয়। এভাবে বছরে ১,২০০ শিক্ষার্থীকে স্কলারশীপ প্রদান করা হয় । প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তির জ্ঞান আকর্ষণীয় ক্যারিয়ার গড়তে সহায়তা করে।

বিস্তারিত যোগাযোগ: আইডিবি ভবন (৫ম তলা), শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭। ফোন: ৯১৮৩০০৪-৫, ই-মেইল: intake@isdb-bisew.org ওয়েবসাইট: https://apply.idb-bisew.info/

এমআর/

Header Ad
Header Ad

প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৬ মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশে রওয়ানা দেবেন তিনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ ড. ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে।

চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ মার্চ বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। এরপর বাংলাদেশ সবুজ সংকেত দিলে সফরটি চূড়ান্ত হয়।

এর আগে ২০ থেকে ২৪ জানুয়ারিতে প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেই সফরের ধারাবাহিকতায় এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনে যাচ্ছেন।

Header Ad
Header Ad

রোজায় বেড়েছে আনারসের চাহিদা, দ্রুত পাকাতে রাসায়নিক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি

টাঙ্গাইলের মধুপুরে পাহাড়ি অঞ্চলের নানা জাতের আনারস চাষ ও রাসায়নিক ব্যবহার। ছবি : ঢাকাপ্রকাশ

পবিত্র মাহে রমজানে টাঙ্গাইলের মধুপুরের ‘জিআই’ পণ্য আনারসের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। বর্তমানে হাট-বাজারে যেসব আনারস পাওয়া যাচ্ছে, তার অধিকাংশই জলডুগি জাতের। তবে চাষিরা ন্যায্যমূল্য না পেলেও পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বেশি দামে আনারস বিক্রি করছেন, এমন অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা।

অপরদিকে, দ্রুত লাভের আশায় কৃষকরা ব্যাপক হারে রাসায়নিক ব্যবহার করছেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এতে একদিকে যেমন আনারস দ্রুত বড় ও পাকছে, অন্যদিকে এর স্বাদ, গুণগতমান এবং নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

 

ছবি : ঢাকাপ্রকাশ

মধুপুর উপজেলার বিভিন্ন বাগানে প্রানোফিক্স, সুপারফিক্স, রাইপেন, ইথোফন, জিব্রেলিক এসিডসহ নানা রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে, ৬০ পাতা হওয়ার আগেই কৃত্রিমভাবে ফল ধরানোর জন্য রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে।

এক চাষি আক্কাস আলী বলেন, “প্রাকৃতিকভাবে আনারস একসঙ্গে পাকে না, কিন্তু রাসায়নিক ব্যবহার করলে সব আনারস একসঙ্গে পেকে যায়। এ কারণে শিয়াল, বানর, টগা, কটাবানরও এখন আর আনারস খায় না। মানুষও খাওয়া কমিয়ে দিয়েছে, তবে দেশের বাজারে ঠিকই বিক্রি হচ্ছে।”

 

ছবি : ঢাকাপ্রকাশ

একজন ব্যবসায়ী আব্দুল বারেক জানান, “রমজানের আগে বাগান কিনে নেই। কিন্তু ক্রেতারা বড় ও উজ্জ্বল রঙের আনারস চান, তাই রাসায়নিক ব্যবহার করতে বাধ্য হই। এতে লাভও বেশি হয়।”

ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কৃষিবিদ আব্দুল লতিফ তালুকদার বলেন, “এভাবে রাসায়নিক ব্যবহারে মানবদেহে নানা জটিল রোগ সৃষ্টি হতে পারে, বিশেষ করে কিডনি ও লিভারের ক্ষতি হতে পারে। তাই অসময়ে রাসায়নিক মিশ্রিত আনারস না খাওয়াই ভালো।”

তিনি আরও বলেন, “টাঙ্গাইলের ঐতিহ্যবাহী আনারস ‘জিআই’ পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। কৃষি বিভাগকে আরও কঠোর মনিটরিং করতে হবে, যাতে চাষিরা রাসায়নিকের অপব্যবহার না করেন।”

মধুপুর উপজেলা কৃষি অফিসার রাকিব আল রানা জানান, “মধুপুরের আনারস সুস্বাদু ও রসালো। কিন্তু অনেকে দ্রুত পাকানোর জন্য রাসায়নিক ব্যবহার করছেন, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। আমরা কৃষকদের সচেতন করার পাশাপাশি বিভিন্ন ওষুধের দোকানও মনিটরিং করছি।”

 

ছবি : ঢাকাপ্রকাশ

রমজানে আনারসের চাহিদা বাড়লেও অতিরিক্ত রাসায়নিক ব্যবহারে এর গুণগতমান ও নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি মনিটরিং বৃদ্ধি এবং চাষিদের সচেতনতা বাড়ানো না গেলে আনারসের ঐতিহ্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

Header Ad
Header Ad

সন্তানের জন্য ‘ডন থ্রি’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন কিয়ারা

অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

কিয়ারা আদভানি, বর্তমানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। বর্তমানে নিজের ক্যারিয়ারের সোনালি সময় কাটাচ্ছেন। একের পর এক হিট সিনেমা দিয়ে তিনি দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি তিনি এক আনন্দের খবর শেয়ার করেছেন যে, তিনি মা হতে যাচ্ছেন এবং অন্তঃস্বত্ত্বা হওয়ার ঘোষণা দিয়েছেন।

তবে তার ভক্তদের জন্য একটি দুঃসংবাদও এসেছে। বলিউডের অন্যতম অপেক্ষিত সিনেমা ‘ডন ৩’ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কিয়ারা আদভানি। যদিও তিনি বর্তমানে ‘ওয়ার ২’ এবং ‘টক্সিক’ সিনেমার কাজ করছেন, যা তিনি আগেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। তবে, কিয়ারা বা ‘ডন ৩’-এর নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

গত বছর এক্সেল এন্টারটেইনমেন্ট সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিল যে কিয়ারা ‘ডন ৩’-তে অভিনয় করবেন। সেখানে লেখা হয়েছিল, “ডন ইউনিভার্সে স্বাগতম কিয়ারা আদভানি।” তবে তার মা হওয়ার ঘোষণার পরেই এই সিদ্ধান্ত আসে।

কিয়ারা এবং সিদ্ধার্থ মালহোত্রা সম্প্রতি তাদের সন্তান আসার সুখবরটি এক যৌথ পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন। পোস্টে ছোট মোজার ছবি দিয়ে ক্যাপশনে লেখা ছিল, “আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। শীঘ্রই আসছে।”

সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

বর্তমানে কিয়ারা ‘ওয়ার ২’ সিনেমার শুটিং শেষ করেছেন, যেখানে তিনি হৃতিক রোশনের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন। এছাড়া তিনি ‘টক্সিক’ সিনেমাতেও কাজ করছেন। তার পাশাপাশি ‘শক্তি শালিনী’ ও ‘ধুম ৪’ সিনেমায় অভিনয়ের কথাও শোনা যাচ্ছে, এবং এই দুটি সিনেমা ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা
রোজায় বেড়েছে আনারসের চাহিদা, দ্রুত পাকাতে রাসায়নিক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি
সন্তানের জন্য ‘ডন থ্রি’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন কিয়ারা
অস্থিরতার কারণে এ বছর নির্বাচন কঠিন হবে: রয়টার্সকে নাহিদ ইসলাম
চিকিৎসা শেষে বাসায় ফিরলেন মির্জা ফখরুল
বিয়ে বাড়িতে প্রবেশের আগমুহূর্তে বরের মৃত্যু
মুশফিক অযু ছাড়া ব্যাট-বল স্পর্শ করতেন না: মুশফিকের স্ত্রী
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো উন্নতি বাংলাদেশের
ছাত্র-জনতা কোথাও অভিযান চালাতে পারে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্রান্সে মুসলিম খেলোয়াড়দের রোজায় নিষেধাজ্ঞা
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আবরার ফাহাদসহ ৯ বিশিষ্ট ব্যক্তি
রাবিতে সভাপতি নিয়োগ নিয়ে দুই পক্ষের ধস্তাধস্তি
মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব
‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে পরীমণি, আলোচনায় শেখ সাদী
আতিউর, বারাকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কিশোরগঞ্জ বার নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়জয়কার
এনআইডি নির্বাচন কমিশনেই রাখা হোক: সিইসি
কুবি শাখা ছাত্রদলের উদ্যোগে নৈশপ্রহরীদের মাঝে সেহরি বিতরণ
পোশাক নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তা, কর্মচারী মোস্তফার জামিন
পুলিশ আইন প্রয়োগ করতে গিয়ে মানুষের আক্রমণের শিকার হচ্ছে: আইজিপি