গণ উন্নয়ন প্রচেষ্টায় মোট ১শ ৪০টি পদে কর্মী নিয়োগ হবে
একটি জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন প্রচেষ্টা। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদপ্রাপ্ত।
যেসব এলাকায় উদ্যোগী কমী নিয়োগ করা হবে- গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল ও চট্টগ্রাম।
পদের নাম : এরিয়া কো-অর্ডিনেটর
পদ সংখ্যা : ৩টি।
বয়স : সবোচ্র্চ ৪২।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর।
অভিজ্ঞতা : ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচিতে ৫ বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফের অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রমে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন : শিক্ষানবীশকালে ৪০ হাজার ও নিয়মিত হওয়ার পর ৪৫ হাজার টাকা।
পদের নাম : সহ-অভ্যন্তরীন নিরীক্ষক।
পদ সংখ্যা : ৫টি।
বয়স : সবোচ্র্চ ৩৭ বছর।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর, হিসাব বিজ্ঞানে মাস্টার্স।
অভিজ্ঞতা : পিকেএসএফের অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রমে এই পদে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন : শিক্ষানবীশকালে ৩১ হাজার ও নিয়মিত হওয়ার পর ৩৯ হাজার ৯শ ৫০ টাকা।
পদের নাম : সহ-সমন্বয়কারী।
বিভাগ : মানব সম্পদ উন্নয়ন।
পদ সংখ্যা : ২টি।
বয়স : সবোচ্র্চ ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর।
অভিজ্ঞতা : মানব সম্পদ উন্নয়ন কাজে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন : শিক্ষানবীশকালে ৩১ হাজার ও নিয়মিত হওয়ার পর ৩৪ হাজার ৯শ ৫০ টাকা।
পদের নাম : শাখা ব্যবস্থাপক।
বয়স : সবোচ্র্চ ৩৭ বছর।
পদ সংখ্যা : ১০টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ও স্নাতকোত্তর।
অভিজ্ঞতা : পিকেএসএফের অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রমে এই পদে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন : শিক্ষানবীশকালে ৩১ হাজার ও নিয়মিত হওয়ার পর ৩৪ হাজার ৯শ ৫০ টাকা।
পদের নাম : শাখা হিসাব রক্ষক।
বয়স : সবোচ্র্চ ৩৫ বছর।
পদ সংখ্যা : ১০টি।
শিক্ষাগত যোগ্যতা : বি.কম।
অভিজ্ঞতা : এই পদে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন : শিক্ষানবীশকালে ২২ হাজার ও নিয়মিত হওয়ার পর ২৫ হাজার ৮শ টাকা।
পদের নাম : শাখা হিসাব রক্ষক, জুনিয়র।
বয়স : সবোচ্র্চ ৩৩ বছর।
পদ সংখ্যা : ১০টি।
শিক্ষাগত যোগ্যতা : বি.কম।
অভিজ্ঞতা : অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন : শিক্ষানবীশকালে ১৮ হাজার ও নিয়মিত হওয়ার পর ২৩ হাজার টাকা।
পদের নাম : ক্রেডিট অফিসার।
বয়স : সবোচ্র্চ ৩৫ বছর।
পদ সংখ্যা : ৫০টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক।
অভিজ্ঞতা : পিকেএসএফের অর্থায়নে পরিচালিত ঋণ কাযূক্রমে এই পদে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রাথীদের অগ্রাধিকার। বাই সাইকেল চালাতে পারতে হবে।
বেতন : শিক্ষানবীশকালে ২০ হাজার ৫শ টাকা ও নিয়মিত হওয়ার পর ২৪ হাজার ৫শ ৫০ টাকা।
পদের নাম : জুনিয়র ক্রেডিট অফিসার।
বয়স : সবোচ্র্চ ৩০ বছর।
পদ সংখ্যা : ৫০টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক।
অভিজ্ঞতা : বাই সাইকেল চালাতে পারতে হবে।
বেতন : শিক্ষানবীশকালে ১৬ হাজার টাকা ও নিয়মিত হওয়ার পর ২৪ হাজার ৫শ ৫০ টাকা।
সব পদে অন্যান্য সুবিধা : গণ উন্নয়ন প্রচেষ্টার স্থায়ী সব কর্মীকে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, গ্রাচুয়িটি, প্রভিডেন্ট ফান্ড ও মোটর সাইকেল জ্বালানি খরচ প্রদান করা হবে।
যেভাবে আবেদন করবেন : আগ্রহী সকল পদের প্রার্থীরা জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয় পত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিসহ সবকিছু সত্যায়িত করে নাগরিকত্ব সনদের মূল কপি এবং যোগাযোগের মোবাইল নম্বর দিয়ে আবেদন পত্র ২৫ মার্চ, ২০২২ সালের মধ্যে নির্বাহি পরিচালক গণ উন্নয়ন প্রচেষ্টা বরাবর পাঠাতে হবে।
আবেদনের ঠিকানা : ১৩-এ/৩-এ, বাবর রোড, ব্লক-বি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
ওএস।