এফআইভিডিবি ‘সমন্বিত আর্থিক সেবা কমসূচি’ শুরু করলো
এনজিও’র নাম : এফআইভিডিবি।
নিয়োগ দেওয়া হবে : প্রত্যন্ত গ্রামাঞ্চলে শ্রমজীবি নারী ও পুরুষ দলগঠন, তাদের সঞ্চয় এবং ঋণদান কার্যক্রম পরিচালনা-‘সমন্বিত আর্থিক সেবা কমসূচি’।
১. পদের নাম : শাখা ব্যবস্থাপক।
পদের সংখ্যা : অনুল্লেখ্য তবে কিছু।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিভাগে অনার্স বা মাস্টার্স। তবে এডুকেশন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ এনজিও সংশ্লিষ্ট এই বিষয়গুলো থেকে অনার্স ও মাস্টার্স পাশ করলে আবেদনে অগ্রাধিকার লাভ করবেন।
কর্মযোগ্যতা : যেকোনো এনজিওতে অন্তত তিন বছরের শাখা ব্যবস্থাপক হিসেবে বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। এনজিওর নিয়মানুসারে রিপোর্ট রাইটিং, অনলাইন দাতা ও ভোক্তাদের সঙ্গে কাজ করতে পারার দক্ষতা, কর্মশালা পরিচালনা এবং প্রেজেন্টেশনের প্রয়োজনীয় দক্ষতাগুলো থাকতে হবে।
কম্পিউটার যোগ্যতা : অনলাইনে মেইল আদান প্রদান, অন্তত বাংলায় লেখার যোগ্যতা, ইংরেজিতে মেইল প্রদান, এক্সেলের কাজ জানতে হবে।
যানবাহন দক্ষতা : নারী পুরুষ নির্বিশেষে মোটর সাইকেল চালাতে পারতে হবে এবং নিজের বৈধ মোটর সাইকেল লাইসেন্স থাকতে হবে।
বয়স : সব্বোচ ৪০ বছর।
শিক্ষানবিশকালে বেতন : সর্বসাকুল্যে ২৭ হাজার ৭শ ৮০ টাকা বেতন দেওয়া হবে।
ছয় মাস চাকরির পর স্থায়ী প্রারম্ভিক বেতন : ৩০ হাজার ১শ ৩০ টাকা।
সুবিধাদি: স্থায়ী নিয়োগ লাভের পর এফআইভিডিবি থেকে মোটর সাইকেল প্রদান করা হবে। মাসে, মাসে তেল খরচ দেওয়া হবে। প্রতিষ্ঠানের নিয়মানুসারে আবাসন নচেৎ বাড়ি ভাড়া, চিকিৎসা, গ্রাচুয়িটি, প্রভিডেন্ট ফান্ড, মাতৃত্বকালীন স্ববেতনে ছুটি, দুটি উৎসব, একটি বৈশাখী, শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
আবেদন করবেন : একটি পূর্ণ ও বিস্তারিত আবেদন করতে হবে ইংরেজিতে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রযোজ্য নয়। নির্বাচিত কর্মকর্তাদের আন্তরিক, সৎ, কর্মদক্ষ ও পরিশ্রমী হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সকল তথ্য প্রদান করতে হবে বিস্তারিতভাবে। আবেদনের সঙ্গে দুই কপি সত্যায়িত ছবি প্রদান করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। সকল কর্মযোগ্যতা প্রদান করতে হবে এবং সব কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। কোনো প্রশিক্ষণ বা কর্মঅর্জন থেকে থাকলে আবেদনে ভালোভাবে উল্লেখ করতে হবে। আবেদনের সঙ্গে এই যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে বা প্রয়োজনীয় রেফারেন্স প্রদান করতে হবে। কোনো ধরণের সমাজসেবামূলক কাজে যুক্ত কখনো থেকে থাকলে প্রদান করতে হবে এবং রেফারেন্স বা সার্টিফিকেট প্রদান করতে হবে। নারী প্রাথী হলে স্বামী বা পিতার নাম উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় সকল তথ্যাদি প্রদান করতে হবে।
উল্লেখ্য : প্রান্তিক, নারী, পুরুষ ও শিশু-কিশোরদের সঙ্গে কাজের আগ্রহ, মানব উন্নয়নের প্রচেষ্টা থাকা বাঞ্চনীয়। এফআইভিডিবি লিঙ্গ, কর্ম এবং যোগ্যতায় বিশ্বাসী কর্মপ্রতিষ্ঠান।
আবেদনের ঠিকানা : বরাবর, নিবাহী পরিচালক, এফআইভিডিবি (ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট), দলোই পাড়া, খাদিমনগর, সিলেট, ৩১০৩, বাংলাদেশ। খামের ওপর নাম, পদ, মোবাইল ও মেইল আইডি প্রদান করতে হবে।
প্রয়োজনীয় মেইল ও ফোন : Email: fivdb1981@gmail.com, টেলিফোন : (০৮২১) ২৮৭০৪৬৬, ২৮৭০১২১, ২৮৭০০২০ চাইলে ফোন করতে পারেন : জনাব ফখরুল ইসলাম চৌধুরী, সমন্বয়ক, এলইপি ও ইনফরমেশন, ফোকাল পারসন, মোবাইল-০১৭১৬৩২২৯২৪ (অফিস সময়ের মধ্যে)।
২. পদের নাম : অ্যাকাউন্টস অ্যান্ড এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন) অফিসার ।
পদের সংখ্যা : অনুল্লেখ্য তবে কিছু।
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্যের যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিভাগ থেকে আবেদনকারীরা অগ্রাধিকার লাভ করবেন। তবে ব্যবস্থাপনা বিভাগও আবেদনে অগ্রাধিকারের যোগ্য। আবার অনুষদের অন্য যেকোনো বিভাগের অন্তত দ্বিতীয় বিভাগ বা শ্রেণীতে আবেদনকারীরাও আবেদন করবেন।
কমযোগ্যতা : বাণিজ্য বিভাগের অ্যাকাডেমিক হাতে-কলমে শিক্ষা যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং এক্সেল ও ওয়ার্ডে পারদশী হতে হবে। নচেৎ অনলাইনে মেইল-আদান প্রদান, অন্তত বাংলায় লেখার যোগ্যতা, ইংরেজিতে মেইল আদান-প্রদান, এক্সেলের কাজ জানতে হবে। এনজিওর নিয়মানুসারে রিপোর্ট রাইটিং, অনলাইন দাতা ও ভোক্তাদের সঙ্গে কাজ করতে পারার দক্ষতা, কর্মশালা পরিচালনা এবং প্রেজেন্টেশনের প্রয়োজনীয় দক্ষতাগুলো শিখতে হবে চাকরিরত অবস্থায়।
যানবাহন দক্ষতা : চাকরিকালীন সময়ে নারী, পুরুষ নির্বিশেষে মোটর সাইকেল চালাতে হবে।
বয়স : সব্বোচ ৩৫ বছর।
শিক্ষানবিশকালে বেতন : সবসাকুল্যে ১৯ হাজার ৭শ টাকা বেতন দেওয়া হবে।
ছয় মাস চাকরির পর স্থায়ী প্রারম্ভিক বেতন : ২১ হাজার ৩শ ২০ টাকা।
সুবিধাদি: স্থায়ী নিয়োগ লাভের পর এফআইভিডিবি থেকে মোটর সাইকেল প্রদান করা হবে। মাসে, মাসে তেল খরচ দেওয়া হবে। প্রতিষ্ঠানের নিয়মানুসারে আবাসন নচেৎ বাড়ি ভাড়া, চিকিৎসা, গ্রাচুয়িটি, প্রভিডেন্ট ফান্ড, মাতৃত্বকালীন স্ববেতনে ছুটি, দুটি উৎসব, একটি বৈশাখী, শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
আবেদন করবেন : একটি পূর্ণ ও বিস্তারিত আবেদন করতে হবে ইংরেজিতে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রযোজ্য নয়। নিবাচিত কর্মকতাদের আন্তরিক, সৎ, কর্মদক্ষ ও পরিশ্রমী হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সকল তথ্য প্রদান করতে হবে বিস্তারিতভাবে। আবেদনের সঙ্গে দুই কপি সত্যায়িত ছবি প্রদান করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। সকল কর্মযোগ্যতা প্রদান করতে হবে এবং সব কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। কোনো প্রশিক্ষণ বা কর্মঅর্জন থেকে থাকলে আবেদনে ভালোভাবে উল্লেখ করতে হবে। আবেদনের সঙ্গে এই যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে বা প্রয়োজনীয় রেফারেন্স প্রদান করতে হবে। কোনো ধরণের সমাজসেবামূলক কাজে যুক্ত কখনো থেকে থাকলে প্রদান করতে হবে এবং রেফারেন্স বা সার্টিফিকেট প্রদান করতে হবে। নারী প্রার্থী হলে স্বামী বা পিতার নাম উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় সকল তথ্যাদি প্রদান করতে হবে।
উল্লেখ্য : প্রান্তিক, নারী, পুরুষ ও শিশু-কিশোরদের সঙ্গে কাজের আগ্রহ, মানব উন্নয়নের প্রচেষ্টা থাকা বাঞ্চনীয়। এফআইভিডিবি লিঙ্গ, কর্ম এবং যোগ্যতায় বিশ্বাসী কর্মপ্রতিষ্ঠান।
আবেদনের ঠিকানা : বরাবর, নির্বাহী পরিচালক, এফআইভিডিবি (ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট), দলোই পাড়া, খাদিমনগর, সিলেট, ৩১০৩, বাংলাদেশ। খামের ওপর নাম, পদ, মোবাইল ও মেইল আইডি প্রদান করতে হবে।
প্রয়োজনীয় মেইল ও ফোন : Email: fivdb1981@gmail.com, টেলিফোন : (০৮২১) ২৮৭০৪৬৬, ২৮৭০১২১, ২৮৭০০২০ চাইলে ফোন করতে পারেন : জনাব ফখরুল ইসলাম চৌধুরী, সমন্বয়ক, এলইপি ও ইনফরমেশন, ফোকাল পারসন, মোবাইল-০১৭১৬৩২২৯২৪ (অফিস সময়ের মধ্যে)।
৩. পদের নাম : কর্মসূচি সহকারী (ক্ষুদ্রঋণ ও সঞ্চয় কার্যক্রম) অফিসার-১।
পদের সংখ্যা : অনুল্লেখ্য তবে কিছু।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত পক্ষে এইচএসসি। তবে অনার্স বা মাস্টার্স পাশ আবেদনকারীরা নিয়মানুসারে অগ্রাধিকার লাভ করবেন। আর এডুকেশন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ এনজিও সংশ্লিষ্ট এই বিষয়গুলো থেকে অনাস ও মাস্টাস পাশ করলে আবেদনে অগ্রাধিকার লাভ করবেন।
কর্মযোগ্যতা : অনলাইনে মেইল আদান-প্রদান, অন্তত বাংলায় লেখার যোগ্যতা, ইংরেজিতে মেইল প্রদান কাজ জানতে হবে।
যানবাহন: চাকরিকালীন সময়ে নারী, পুরুষ নির্বিশেষে মোটর সাইকেল চালাতে হবে।
বয়স : অনুল্লেখ্য। তবে কর্মঅভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষানবিশকালে বেতন : সর্বসাকুল্যে ১৯ হাজার ৭শ টাকা বেতন দেওয়া হবে।
ছয় মাস চাকরির পর স্থায়ী প্রারম্ভিক বেতন : ২১ হাজার ৭শ ৭০ টাকা।
সুবিধাদি: স্থায়ী নিয়োগ লাভের পর এফআইভিডিবি থেকে মোটর সাইকেল প্রদান করা হবে। মাসে, মাসে তেল খরচ দেওয়া হবে। প্রতিষ্ঠানের নিয়মানুসারে আবাসন নচেৎ বাড়ি ভাড়া, চিকিৎসা, গ্রাচুয়িটি, প্রভিডেন্ট ফান্ড, মাতৃত্বকালীন স্ববেতনে ছুটি, দুটি উৎসব, একটি বৈশাখী, শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
আবেদন করবেন : একটি পূর্ণ ও বিস্তারিত আবেদন করতে হবে ইংরেজিতে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রযোজ্য নয়। নির্বাচিত কর্মকর্তাদের আন্তরিক, সৎ, কর্মদক্ষ ও পরিশ্রমী হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সকল তথ্য প্রদান করতে হবে বিস্তারিতভাবে। আবেদনের সঙ্গে দুই কপি সত্যায়িত ছবি প্রদান করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। সকল কর্মযোগ্যতা (থেকে থাকলে) প্রদান করতে হবে এবং সব কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট বা রেফারেন্স প্রদান করতে হবে। কোনো প্রশিক্ষণ বা কর্মঅর্জন থেকে থাকলে আবেদনে ভালোভাবে উল্লেখ করতে হবে। আবেদনের সঙ্গে এই যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে বা প্রয়োজনীয় রেফারেন্স প্রদান করতে হবে। কোনো ধরণের সমাজসেবামূলক কাজে যুক্ত কখনো থেকে থাকলে প্রদান করতে হবে এবং রেফারেন্স বা সার্টিফিকেট প্রদান করতে হবে। নারী প্রার্থী হলে স্বামী বা পিতার নাম উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় সকল তথ্যাদি প্রদান করতে হবে।
উল্লেখ্য : প্রান্তিক, নারী, পুরুষ ও শিশু-কিশোরদের সঙ্গে কাজের আগ্রহ, মানব উন্নয়নের প্রচেষ্টা থাকা বাঞ্চনীয়। এফআইভিডিবি লিঙ্গ, কর্ম এবং যোগ্যতায় বিশ্বাসী কর্মপ্রতিষ্ঠান।
আবেদনের ঠিকানা : বরাবর, নির্বাহী পরিচালক, এফআইভিডিবি (ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট), দলোই পাড়া, খাদিমনগর, সিলেট, ৩১০৩, বাংলাদেশ। খামের ওপর নাম, পদ, মোবাইল ও মেইল আইডি প্রদান করতে হবে।
প্রয়োজনীয় মেইল ও ফোন : Email: fivdb1981@gmail.com, টেলিফোন : (০৮২১) ২৮৭০৪৬৬, ২৮৭০১২১, ২৮৭০০২০ চাইলে ফোন করতে পারেন : জনাব ফখরুল ইসলাম চৌধুরী, সমন্বয়ক, এলইপি ও ইনফরমেশন, ফোকাল পারসন, মোবাইল-০১৭১৬৩২২৯২৪ (অফিস সময়ের মধ্যে)।
৪. পদের নাম : কর্মসূচি সহকারী (ক্ষুদ্রঋণ ও সঞ্চয় কার্যক্রম) অফিসার-২।
পদের সংখ্যা : অনুল্লেখ্য তবে কিছু।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত পক্ষে এইচএসসি। তবে অনার্স বা মাস্টার্স পাশ আবেদনকারীরা নিয়মানুসারে অগ্রাধিকার লাভ করবেন। আর এডুকেশন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ এনজিও সংশ্লিষ্ট এই বিষয়গুলো থেকে অনার্স ও মাস্টার্স পাশ করলে আবেদনে অগ্রাধিকার লাভ করবেন।
কর্মযোগ্যতা : অনলাইনে মেইল আদান-প্রদান, অন্তত বাংলায় লেখার যোগ্যতা, ইংরেজিতে মেইল প্রদান কাজ জানতে হবে।
যানবাহন: চাকরিকালীন সময়ে নারী, পুরুষ নির্বিশেষে মোটর সাইকেল চালাতে হবে।
বয়স : অনুল্লেখ্য। তবে নির্ধারিত বয়সসীমার মধ্যে হলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষানবিশকালে বেতন : সর্বসাকুল্যে ১৫ হাজার ৯শ ৫০ টাকা বেতন দেওয়া হবে।
ছয় মাস চাকরির পর স্থায়ী প্রারম্ভিক বেতন : ১৬ হাজার ৭শ ৯০ টাকা।
সুবিধাদি: স্থায়ী নিয়োগ লাভের পর এফআইভিডিবি থেকে মোটর সাইকেল প্রদান করা হবে। মাসে, মাসে তেল খরচ দেওয়া হবে। প্রতিষ্ঠানের নিয়মানুসারে আবাসন নচেৎ বাড়ি ভাড়া, চিকিৎসা, গ্রাচুয়িটি, প্রভিডেন্ট ফান্ড, মাতৃত্বকালীন স্ববেতনে ছুটি, দুটি উৎসব, একটি বৈশাখী, শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
আবেদন করবেন : একটি পূর্ণ ও বিস্তারিত আবেদন করতে হবে ইংরেজিতে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রযোজ্য নয়। নির্বাচিত কর্মকতাদের আন্তরিক, সৎ, কর্মদক্ষ ও পরিশ্রমী হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সকল তথ্য প্রদান করতে হবে বিস্তারিতভাবে। আবেদনের সঙ্গে দুই কপি সত্যায়িত ছবি প্রদান করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। সকল কর্মযোগ্যতা (থেকে থাকলে) প্রদান করতে হবে এবং সব কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট বা রেফারেন্স প্রদান করতে হবে। কোনো প্রশিক্ষণ বা কর্মঅজন থেকে থাকলে আবেদনে ভালোভাবে উল্লেখ করতে হবে। আবেদনের সঙ্গে এই যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে বা প্রয়োজনীয় রেফারেন্স প্রদান করতে হবে। কোনো ধরণের সমাজসেবামূলক কাজে যুক্ত কখনো থেকে থাকলে প্রদান করতে হবে এবং রেফারেন্স বা সার্টিফিকেট প্রদান করতে হবে। নারী প্রার্থী হলে স্বামী বা পিতার নাম উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় সকল তথ্যাদি প্রদান করতে হবে।
উল্লেখ্য : প্রান্তিক, নারী, পুরুষ ও শিশু-কিশোরদের সঙ্গে কাজের আগ্রহ, মানব উন্নয়নের প্রচেষ্টা থাকা বাঞ্চনীয়। এফআইভিডিবি লিঙ্গ, কর্ম এবং যোগ্যতায় বিশ্বাসী কর্মপ্রতিষ্ঠান।
আবেদনের ঠিকানা : বরাবর, নির্বাহী পরিচালক, এফআইভিডিবি (ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট), দলোই পাড়া, খাদিমনগর, সিলেট, ৩১০৩, বাংলাদেশ। খামের ওপর নাম, পদ, মোবাইল ও মেইল আইডি প্রদান করতে হবে।
প্রয়োজনীয় মেইল ও ফোন : Email: fivdb1981@gmail.com, টেলিফোন : (০৮২১) ২৮৭০৪৬৬, ২৮৭০১২১, ২৮৭০০২০ চাইলে ফোন করতে পারেন : জনাব ফখরুল ইসলাম চৌধুরী, সমন্বয়ক, এলইপি ও ইনফরমেশন, ফোকাল পারসন, মোবাইল-০১৭১৬৩২২৯২৪ (অফিস সময়ের মধ্যে)।
জামিন : সকল পদে এফআইভিডির নিয়মানুসারে ৩শ টাকার স্ট্যাম্প নির্ধারিত সময়ের জন্য প্রার্থীর পক্ষে জামিনদারের মাধ্যমে চাকরিতে থাকার জামিন প্রদান করতে হবে।
ওএফএস।