শিক্ষক নেবে সানিডেল
বিদ্যালয়ের নাম : সানিডেল।
নিয়োগ দেওয়া হবে : প্লে গ্রুপ, নার্সারি ও ওরিয়েন্টাল লেভেল।
১. পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : অনার্স ও মাস্টার্স ডিগ্রি।
কর্মযোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিদ্যালয়ে দুই থেকে তিন বছরের কর্মযোগ্যতা থাকতে হবে।
কর্মঅভিজ্ঞতা : বিদ্যালয়ে শিক্ষকতার উপযোগী ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
পড়াতে হবে : বাংলা ও সঙ্গীত বাদে সব বিষয়।
২. পদের সংখ্যা : একটি।
পড়াতে হবে : ছবি আঁকা, বাংলা, ইংরেজি, গণিত ও সঙ্গীত।
পড়াবেন : প্লে-গ্রুপ ও নার্সারিতে।
শিক্ষাগত যোগ্যতা : অনার্স ও মাস্টার্স ডিগ্রি।
কর্মযোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিদ্যালয়ে দুই থেকে তিন বছরের কর্মযোগ্যতা থাকতে হবে।
কর্মঅভিজ্ঞতা : বিদ্যালয়ে শিক্ষকতার উপযোগী ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
৩. পড়াতে হবে : অ্যাকাউন্টিং, এডিশনাল ম্যাথমেটিকস, ছবি আঁকা, বাংলাদেশ স্টাডিজ, বাংলা, বায়োলজি, বিজনেস স্টাডিজ, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনোমিকস, ইংরেজি, ম্যাথমেটিকস ডি এবং ফিজিক্স-ওরিয়েন্টাল লেভেল।
পড়াবেন : প্লে-গ্রুপ ও নার্সারিতে।
কর্মযোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিদ্যালয়ে দুই থেকে তিন বছরের কর্মযোগ্যতা থাকতে হবে।
কর্মঅভিজ্ঞতা : বিদ্যালয়ে শিক্ষকতার উপযোগী ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
আবেদন করবেন : আবেদন করবেন ইংরেজিতে। সেখানে কভার লেটারে নিজের পছন্দের বিষয় এবং কোন শ্রেণীর ক্লাস নেবেন জানাতে হবে। একটি পূর্ণ সিভি তৈরি করতে হবে শিক্ষাগত যোগ্যতা অনুসারে। সেখানে সহ-শিক্ষা কার্যক্রমে আলাদা কোনো অর্জন থেকে থাকলে প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। আবেদনের সঙ্গে সব শিক্ষা ও কর্ম যোগ্যতা এবং প্রশিক্ষণ বা কোনো সহ-শিক্ষা অর্জন থেকে থাকলে সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। বিএড বা এমএড ডিগ্রি থাকলে অগ্রাধিকার লাভ করবেন।
আবেদনের ঠিকানা : নার্সারি অ্যান্ড ওরিয়েন্টাল লেভেল-প্লট- ১৯৪, রোড ১৩, ব্লক-জি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯। অথবা, বাড়ি-৩৪, রোড-৭, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৫।
আবেদনের শেষ তারিখ : ৩ নভেম্বর, ২০২২।
ওএফএস।