নাইস হেলকেয়ার মুন্সিগঞ্জে সিরাজদীখানের অফিসে এসএমও থেকে এমএ নেবে
ঢাকা অফিস : শ্যামলী, রিং রোড, মোহনপুর, হক গাডেনস, ফ্ল্যাট-৬ সি, ৫/১, এম-২, ঢাকা ১২০৭।
মোবাইল : ০১৭৩১৬৬১২৮৮, ০১৭৫৫৯৪০৫৫০ (কেবল এসএমএস করতে হবে)।
নিয়োগ প্রদান করা হবে : মুন্সিগঞ্জ উপজেলার সিরাজদীখান উপজেলার নিমতলায় সদ্য প্রতিষ্ঠিত ‘নাইস হেলথকেয়ার’ শাখা অফিসে।
১. পদের নাম : সিনিয়র মেডিক্যাল অফিসার (এসএমও)।
পদের সংখ্যা : একাধিক।
যে বিভাগে নিয়োগ প্রদান করা হবে : গাইনোকলজিতে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃতি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল থেকে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এমবিবিএস। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণীর সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়।
কমঅভিজ্ঞতা : অন্তত তিন থেকে পাঁচ বছরের ভালো ও অভিজ্ঞ প্রসূত্রী এবং স্ত্রী রোগবিদের ভালো অভিজ্ঞতা থাকতে হবে।
অগ্রাধিকার : বিশেষ প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে। কোনো নামকরা প্রতিষ্ঠান বা ভালো কোনো গাইনোকলিজস্টের অধীনে কর্মঅভিজ্ঞতাও অগ্রাধিকার প্রদান করবে। এক্ষেত্রে সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে।
নিবন্ধন : বিএমঅ্যান্ডডিসির নিবন্ধন থাকতে হবে। প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও নিবন্ধন প্রয়োজনীয়।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন করতে হবে ইংরেজিতে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। গ্রামে কাজের আগ্রহ, গ্রামীণ নারীদের স্বাস্থ্যসেবা উন্নয়ন, তাদের প্রসূতি এবং স্ত্রী রোগগুলো সম্পর্কে ওয়াকিবহাল এবং তাদের জীবনমান উন্নয়নে আন্তরিক, কর্মদক্ষ ও সচেষ্ট হতে হবে এবং মহৎ মানসিকতার চিকিৎসক হতে হবে। সকল শিক্ষাগত, প্রশিক্ষণ এবং কর্মযোগ্যতার পূর্ণ বিবরণ প্রদান করতে হবে। সব শিক্ষাগত, কর্ম এবং প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। শিক্ষাজীবনে মেডিসিন, সন্ধানী-এমন কোনো ক্লাবের সঙ্গে কাজ করলে উল্লেখ করতে হবে এবং সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। কর্মজীবনে উল্লেখযোগ্য কোনো অর্জন বা প্রাপ্তি থেকে থাকলে প্রদান করতে হবে ও প্রয়োজনীয় সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে নিজের পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি প্রদান করতে হবে। মেইল, মোবাইল ঠিকানা প্রদান করতে হবে। নারীদের কর্মে নিয়োগের জন্য উৎসাহিত করা হলো এবং তাদের পিতা বা স্বামীর নাম উল্লেখ এবং তার পূর্ণ ঠিকানা এবং মোবাইল, মেইল আইডি প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : হাতে, হাতে ঢাকা অফিসে বা মুন্সিগঞ্জের সিরাজদীখানের শাখা হাসপাতালে আবেদন পৌঁছানোর দেখা করে জেনে নিতে পারেন। অবশ্যই আবেদন ফেরৎ খামে করা ডাকে পৌঁছাতে হবে ৫ নভেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে। এছাড়াও পিডিএফ আকারে আবেদনটি প্রতিষ্ঠানের নিয়মানুসারেshahiddaedge@gmail.com-এই মেইলে প্রদান করতে হবে।
উল্লেখ্য : বাছাই প্রার্থীদের আবেদনের চাকরির জন্য ডাকা হবে।
বেতন, ভাতা ও সুবিধাদি : আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন, ভাতাদি এবং আনুষাঙ্গিক সুবিধাদি প্রদেয় হবে।
বয়স : সরকারী নিয়মানুসারে। তবে অভিজ্ঞ প্রার্থী এবং কাজে আগ্রহী যোগ্যদের বয়স যোগ্যতা প্রাতিষ্ঠানিক নিয়মে শিথিল করা হবে।
২. পদের নাম : সিনিয়র মেডিক্যাল অফিসার (এসএমও)।
পদের সংখ্যা : একাধিক।
যে বিভাগে নিয়োগ প্রদান করা হবে : মেডিসিন অথবা পেডিয়াট্রিকসে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃতি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল থেকে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এমবিবিএস। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণীর সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়।
কর্মঅভিজ্ঞতা : অন্তত তিন থেকে পাঁচ বছরের ভালো ও অভিজ্ঞ হতে হবে এবং মেডিসিন বা পেডিয়াট্রিকসে রোগবিদ্যার ভালো অভিজ্ঞতা থাকতে হবে।
অগ্রাধিকার : বিশেষ প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে। কোনো নামকরা প্রতিষ্ঠান বা ভালো কোনো মেডিসিন বা পেডিয়াট্রিকস চিকিৎসকের অধীনে কমঅভিজ্ঞতাও অগ্রাধিকার প্রদান করবে। এক্ষেত্রে সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে।
নিবন্ধন : বিএমঅ্যান্ডডিসির নিবন্ধন থাকতে হবে। প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও নিবন্ধন প্রয়োজনীয়।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন করতে হবে ইংরেজিতে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। গ্রামে কাজের আগ্রহ, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবায় মেডিসিন চিকিৎসক হিসেবে কাজের আগ্রহ, তাদের স্বাস্থ্যসেবার উন্নয়ন, তাদের পেটের অসুখ এবং সাধারণ রোগগুলো সম্পর্কে ওয়াকিবহাল ও তাদের জীবনমান উন্নয়নে আন্তরিক, কর্মদক্ষ ও সচেষ্ট হতে হবে এবং মহৎ মানসিকতার চিকিৎসক হতে হবে। সকল শিক্ষাগত, প্রশিক্ষণ এবং কর্মযোগ্যতার পূর্ণ বিবরণ প্রদান করতে হবে। সব শিক্ষাগত, কর্ম এবং প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। শিক্ষাজীবনে মেডিসিন, সন্ধানী এমন কোনো ক্লাবের সঙ্গে কাজ করলে উল্লেখ করতে হবে এবং সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। কর্মজীবনে উল্লেখযোগ্য কোনো অর্জন বা প্রাপ্তি থেকে থাকলে প্রদান করতে হবে এবং প্রয়োজনীয় সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে নিজের পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি প্রদান করতে হবে। মেইল, মোবাইল ঠিকানা প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : হাতে, হাতে ঢাকা অফিসে বা মুন্সিগঞ্জের সিরাজদীখানের শাখা হাসপাতালে আবেদন পৌঁছানোর দেখা করে জেনে নিতে পারেন। অবশ্যই আবেদন ফেরৎ খামে করা ডাকে পৌঁছাতে হবে ৫ নভেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে। এছাড়াও পিডিএফ আকারে আবেদনটি প্রতিষ্ঠানের নিয়মানুসারে shahiddaedge@gmail.com-এই মেইলে প্রদান করতে হবে।
উল্লেখ্য : বাছাই প্রার্থীদের আবেদনের চাকরির জন্য ডাকা হবে।
বেতন, ভাতা ও সুবিধাদি : আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন, ভাতাদি এবং আনুষাঙ্গিক সুবিধাদি প্রদেয় হবে।
বয়স : সরকারী নিয়মানুসারে। তবে অভিজ্ঞ প্রার্থী এবং কাজে আগ্রহী যোগ্যদের বয়স যোগ্যতা প্রাতিষ্ঠানিক নিয়মে শিথিল করা হবে।
৩. পদের নাম : মেডিক্যাল টেকনোলজিষ্ট (এমটি) বা প্যাথলজিস্ট।
পদের সংখ্যা : একাধিক।
যে বিভাগে নিয়োগ প্রদান করা হবে : প্যাথলজি বিভাগে।
শিক্ষাগত যোগ্যতা : গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মেডিক্যাল ফিজিক্স অ্যান্ড বায়ো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স বা মাস্টার্স পাশ হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণীর সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। এছাড়াও যেকোনো ভালো মেডিক্যাল কারিগরি চিকিৎসা প্রতিষ্ঠান থেকে তিন বছরের ডিপ্লোমাধারীদের আবেদন করার সুযোগ আছে। তবে তাদের নিবন্ধন থাকতে হবে। নচেৎ ডিজিটাল ল্যাবরেটরিতে কাজের পূর্ণ প্রয়োজনীয় দক্ষতা ও কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে মেরি স্টোপস, ইবনে সিনার মতো প্রতিষ্ঠানের প্যাথলজিস্টরা অগ্রাধিকার লাভ করবেন। এক্ষেত্রে চাকরির সত্যায়িত সার্টিফিকেট (কর্তৃপক্ষের মাধ্যমে) প্রদান করতে হবে। প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার লাভ করবেন।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন করতে হবে ইংরেজিতে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। গ্রামে কাজের আগ্রহ, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবায় মেডিক্যাল টেকনোলজিষ্ট বা প্যাথলজিস্ট হিসেবে কাজের আগ্রহ, তাদের স্বাস্থ্যসেবা এবং তাদের জীবনমান উন্নয়নে আন্তরিক, কর্মদক্ষ ও সচেষ্ট হতে হবে এবং মহৎ মানসিকতার চিকিৎসক হতে হবে। সকল শিক্ষাগত, প্রশিক্ষণ এবং কর্মযোগ্যতার পূর্ণ বিবরণ প্রদান করতে হবে। সব শিক্ষাগত, কর্ম এবং প্রশিক্ষণ যোগ্যতা (থেকে থাকলে) সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। শিক্ষাজীবনে মেডিসিন, সন্ধানী এমন কোনো ক্লাবের সঙ্গে কাজ করলে উল্লেখ করতে হবে এবং সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। কর্মজীবনে উল্লেখযোগ্য কোনো অর্জন বা প্রাপ্তি থেকে থাকলে প্রদান করতে হবে এবং প্রয়োজনীয় সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে নিজের পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি প্রদান করতে হবে। মেইল, মোবাইল ঠিকানা প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : হাতে, হাতে ঢাকা অফিসে বা মুন্সিগঞ্জের সিরাজদীখানের শাখা হাসপাতালে আবেদন পৌঁছানোর দেখা করে জেনে নিতে পারেন। অবশ্যই আবেদন ফেরৎ খামে করা ডাকে পৌঁছাতে হবে ৫ নভেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে। এছাড়াও পিডিএফ আকারে আবেদনটি প্রতিষ্ঠানের নিয়মানুসারে shahiddaedge@gmail.com-এই মেইলে প্রদান করতে হবে।
উল্লেখ্য : বাছাই প্রার্থীদের আবেদনের চাকরির জন্য ডাকা হবে।
বেতন, ভাতা ও সুবিধাদি : আলোচনা সাপেক্ষে আকষণীয় বেতন, ভাতাদি এবং আনুষাঙ্গিক সুবিধাদি প্রদেয় হবে।
বয়স : সরকারী নিয়মানুসারে। তবে অভিজ্ঞ প্রার্থী এবং কাজে আগ্রহী যোগ্যদের বয়স যোগ্যতা প্রাতিষ্ঠানিক নিয়মে শিথিল করা হবে।
৪. পদের নাম : মেডিক্যাল অ্যাসিসটেন্ট (এমএ) বা প্যারামেডিকস।
পদের সংখ্যা : একাধিক।
যে বিভাগে নিয়োগ প্রদান করা হবে : মেডিক্যাল অ্যাসিসটেন্ট বা প্যারামেডিকস বিভাগে।
শিক্ষাগত যোগ্যতা : বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বীকৃত যেকোনো ভালো ম্যাটস (খ্রিস্টানদের পরিচালিত অগ্রগণ্য, ট্রমা সেন্টারও হতে পারে) প্রয়োজনীয় ডিগ্রি এবং প্রশিক্ষণ থাকতে হবে। একমিসহ যেকোনো ভালো প্রতিষ্ঠানে মেডিক্যাল অ্যাসিসটেন্ট বা প্যারামেডিকস হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে। ভালো কোনো চিকিৎসকের অধীনে মেডিক্যাল অ্যাসিসটেন্ট বা প্যারামেডিকস হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে এবং চিকিৎসকের মোবাইল, মেইল এবং যোগাযোগের পূর্ণ ঠিকানা প্রদান করতে হবে। প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা থাকলে ভালোভাবে সত্যায়িত সাটিফিকেটানুসারে প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিক্যাল অ্যাসিসটেন্ট বা প্যারামেডিকস নিবন্ধন থাকতে হবে এবং চাকরির সত্যায়িত সার্টিফিকেট (কর্তৃপক্ষের মাধ্যমে) প্রদান করতে হবে। প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার লাভ করবেন।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন করতে হবে ইংরেজিতে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। গ্রামে কাজের আগ্রহ, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবায় মেডিক্যাল অ্যাসিসটেন্ট বা প্যারামেডিকস হিসেবে কাজের আগ্রহ, তাদের স্বাস্থ্যসেবা এবং তাদের জীবনমান উন্নয়নে আন্তরিক, কর্মদক্ষ ও সচেষ্ট হতে হবে এবং মহৎ মানসিকতার চিকিৎসক হতে হবে। সকল শিক্ষাগত, প্রশিক্ষণ এবং কর্মযোগ্যতার পূণ বিবরণ প্রদান করতে হবে। সব শিক্ষাগত, কর্ম এবং প্রশিক্ষণ যোগ্যতা (থেকে থাকলে) সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। কর্মজীবনে উল্লেখযোগ্য কোনো অর্জন বা প্রাপ্তি থেকে থাকলে প্রদান করতে হবে এবং প্রয়োজনীয় সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে নিজের পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি প্রদান করতে হবে। মেইল, মোবাইল ঠিকানা প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : হাতে, হাতে ঢাকা অফিসে বা মুন্সিগঞ্জের সিরাজদীখানের শাখা হাসপাতালে আবেদন পৌঁছানোর দেখা করে জেনে নিতে পারেন। অবশ্যই আবেদন ফেরৎ খামে করা ডাকে পৌঁছাতে হবে ৫ নভেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে। এছাড়াও পিডিএফ আকারে আবেদনটি প্রতিষ্ঠানের নিয়মানুসারে shahiddaedge@gmail.com-এই মেইলে প্রদান করতে হবে।
উল্লেখ্য : বাছাই প্রাথীদের আবেদনের চাকরির জন্য ডাকা হবে।
বেতন, ভাতা ও সুবিধাদি : আলোচনা সাপেক্ষে আকষণীয় বেতন, ভাতাদি এবং আনুষাঙ্গিক সুবিধাদি প্রদেয় হবে।
বয়স : সরকারী নিয়মানুসারে। তবে অভিজ্ঞ প্রার্থী এবং কাজে আগ্রহী যোগ্যদের বয়স যোগ্যতা প্রাতিষ্ঠানিক নিয়মে শিথিল করা হবে।
ছবি : কমিউনিটি পাটনারস ইন্টারন্যাশনালের সৌজন্যে।
ওএফএস।