কারিতাস নেবে ১ জন সাইকো-সোশ্যাল কাউন্সেলার
এনজিও’র নাম : কারিতাস বাংলাদেশ।
পদের নাম : সাইকো-সোশ্যাল কাউন্সেলার।
পদের সংখ্যা : একটি।
নিয়োগের ধরণ : চুক্তিভিত্তিক, অস্থায়ী পদ।
কাজের বিবরণ : তাজরিন ফ্যাশন গার্মেন্টসের নিহত ও নিখোঁজ শ্রমিকদের শিশুদের দীর্ঘমেয়াদী শিক্ষা সহায়তা প্রকল্পে ‘কারিতাস ঢাকা অঞ্চল’র আওতাধীন এলাকাগুলোতে জরুরী ভিত্তিতে সাইকো-সোশ্যাল কাউন্সেলর নিয়োগ প্রদান করা হবে। তাকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া কাউন্সেলরদের প্যানেল তৈরির যোগ্যতাসম্পন্ন হতে হবে। এই কাজের বাইরে করিতাস বাংলাদেশের ১৯টি জেলার ২৯টি উপজেলায় অফিসমূহের অধীনে চর, প্রত্যন্ত গ্রাম ও উপকূলীয় এলাকাগুলোতে কাজ করতে হবে মাসে ১৫ দিন ফিল্ড ভিজিটের ভিত্তিতে। সেখানে উপকারভোগী শিশু, অভিভাবক ও পরিবার সদস্যদের একক ও দলীয় কাউন্সেলিং করতে হবে।
কর্মবৈশিষ্ট্য : শিশুদের মানসিক ও সামাজিক সুরক্ষাকল্পে তাদের সম্ভাব্য ঝুঁকি এবং ক্ষতিকর দিকগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে কারিতাসের মাধ্যমে। এছাড়াও গুরুতর সমস্যাগুলো মোকাবেলায় তাদের পরিবার সদস্যদের স্বক্ষমতা বাড়াতে হবে। স্থানীয় কারিতাস সুরক্ষা কমিটিকে জানাতে হবে এবং তাদেরও স্বক্ষমতা বৃদ্ধিতে পেশাগতভাবে কাজ করতে হবে।
আবেদন করবেন : সাকিয়াট্রিতে এম.ডি. যেকোনো ভালো ও প্রতিষ্ঠিত মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। এছাড়াও ঢাকাসহ যেকোনো ভালো ও প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান, ক্লিনিক্যাল সাইকোলজিতে বিএ ও এম পাশ ছাত্র, ছাত্রীরা। তাছাড়াও আইইআর (শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউট) যেকোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের স্পেশাল এডুকেশনের অনাস ও মাস্টাস পাশ।
অগ্রাধিকার : যাদের মনো-সামাজিক কাউন্সেলিংয়ের অভিজ্ঞতা আছে।
কর্মযোগ্যতা : রিপোর্টিং, কেস স্টাডি তৈরি, গরীবের মধ্যে কাজের বাসনা, আগ্রহ এবং তাদের পরিবারগুলোকে সাহায্য করার মানসিকতা থাকতে হবে। নোট নেবার প্রবণতা সম্পন্ন হতে হবে। কম্পিউটার চালনা, ইংরেজি ও বাংলায় টাইপিং করতে পারতে হবে। এমএস অফিস জানতে হবে।
ভাষা দক্ষতা : দরিদ্র মানুষের ভাষা ও চাহিদা এবং যোগান সম্পর্কে ধারণা লাভ করতে হবে। ইংরেজি ও বাংলা ভাষা জানতে হবে।
আবেদনের নিয়ম : শিক্ষাগত যোগ্যতা অনুসারে ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে নারী হলে পিতা বা স্বামীর নাম লিখতে হবে। কারিতাস লিঙ্গ সমতায় বিশ্বাস করে। আবেদনের সঙ্গে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। আবেদনের শিক্ষাগত যোগ্যতা অনুসারে সকল শিক্ষাগত অর্জনের সার্টিফিকেট প্রদান করতে হবে। কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। নিজের মেইল, মোবাইল, বতমান ও স্থায়ী ঠিকানা ফোন নম্বরসহ ভালোভাবে উল্লেখ করতে হবে। চাকরিজীবি হলে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষা বা কর্মজীবনে কোনো সহশিক্ষা বা অর্জন বা খেলাধুলায় কোনো সাফল্য থেকে থাকলে উল্লেখ করতে হবে। পারলে সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। শিশুদের খেলায় আগ্রহী, পড়ায় মনোযোগী করতে পারতে হবে। তাদের স্তরে নিজেকে নামিয়ে আনতে পারতে হবে। কর্মনিষ্ঠ, আগ্রহী, সৎ হতে হবে।
রেফারেন্স : অত্মীয় নন, চাকরি করেননি এমন প্রার্থীরা দুইজন প্রতিষ্ঠিত নারী বা পুরুষ কর্মীর সত্যায়িত রেফারেন্স প্রদান করবেন। তার সঙ্গে সম্পর্ক জানাতে হবে। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গণ্যমান্য ব্যক্তি থাকতে পারেন।
আবেদন করবেন না : ধূমপান বা নেশায় আসক্ত এবং লিপ্সু ব্যক্তিরা আবেদন করবেন না।
উল্লেখ্য : চাকরি হবার কোনো পর্যায়ে কোনো ধরণের ব্যক্তিগত যোগাযোগ গণ্য করা হবে না।
আবেদনের সঙ্গে : ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, বিভাগীয় শহরের মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কমিশনার, ইউনিয়ন বা উপজেলা চেয়ারম্যানের সত্যায়িত চারিত্রিক সনদ প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩০ অক্টোবর, অফিস সময়ের মধ্যে।
আবেদন : সরাসরি আবেদনের প্রয়োজন নেই। ফেরৎ খামে বরাবর, জ্যোতি গোমেজ, আঞ্চলিক পরিচালক, কারিতাস ঢাকা অঞ্চল, ১/সি, ১/ডি, সেকশন ১২, পল্লবী, মিরপুর-ঢাকা ১২১৬-এই ঠিকানায় খামের ওপর নাম, পদ, মেইল ও মোবাইল উল্লেখ করে প্রদান করতে হবে।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন : কারিতাস বাংলাদেশ, ঢাকা অঞ্চল, ফোন : +৮৮০-২-৯০০৭২৭৯। চাকরি পেলে কারিতাসের বিদ্যমান সুবিধাগুলো লাভ করবেন।
ছবি : কারিতাস বাংলাদেশের ওয়েব সাইট থেকে।
ওএফএস।