ন্যাশনাল ব্যাংক পাবলিক কলেজ নেবে অধ্যক্ষ ও ১৬ জন প্রভাষক
কলেজের নাম : ন্যাশনাল পাবলিক কলেজ।
ঠিকানা : বাড়ি ১৮, রোড ১৬, সেক্টর-৪, উত্তরা, ঢাকা-১২৩০।
১. পদের নাম : অধ্যক্ষ।
কাজ করতে হবে : প্রভাতি ও দিবা শাখায়।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়।
কমযোগ্যতা : বিএড বা এমএড ডিগ্রি থাকতে হবে বা নচেৎ শিক্ষক নিবন্ধনধারী হতে হবে। এছাড়াও সমপদে যেকোনো ভালো কলেজে অধ্যক্ষ বা উপাধ্যক্ষ অথবা সহযোগী বা সহকারী অধ্যাপক হিসেবে অন্তত পাঁচ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। তাতে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। সেখানে শিক্ষাগত ও কর্মযোগ্যতাগুলো প্রদান করতে হবে এবং সকল সার্টিফিকেট সত্যায়িত আকারে দিতে হবে। শিক্ষক হিসেবে কোনো পুরস্কার বা সহশিক্ষায় কোনো অবদান থেকে থাকলে উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। শিক্ষক হিসেবে ছাত্রবন্ধব, সৎ, কর্মঠ ও আন্তরিক হতে হবে। প্রশাসনিক অভিজ্ঞতা থেকে থাকলে প্রদান করতে হবে। মোবাইল, মেইল, ইমেইল, ব্যাংকের পে-অর্ডার করা শাখার নাম, রাউটিং নম্বর প্রদান করতে হবে।
আবেদন করবেন : যেকোনো সিডিউল ব্যাংক থেকে সভাপতি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বাড়ি ১৮, রোড ১৬, সেক্টর-৪, উত্তরা, ঢাকা-১২৩০ এই ঠিকানায় ১ হাজার টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে এবং পে-অর্ডারটি আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর ফেরৎ খামে সভাপতি ন্যাশনাল ব্যাংক পাবলিক কলেজ বরাবর আবেদন করতে হবে। খামের ওপর নাম, পদ, মোবাইল ঠিকানা প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩০ অক্টোবর, অফিস সময়ের মধ্যে।
২. পদের নাম : প্রভাষক।
কাজ করতে হবে : বাংলা মাধ্যমে।
পদের সংখ্যা : ১৬টি।
বিভাগের নাম : বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, আইসিটি, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন, ফিনান্স-ব্যাংকিং ও বীমা, কৃষি শিক্ষা, অর্থনীতি, পৌরনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ভূগোল।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিজের বিভাগে অনার্স ও মাস্টার্স। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণীর জিপিএ ও সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
অগ্রাধিকার : বিএড বা এমএড ডিগ্রি থাকতে হবে বা নচেৎ শিক্ষক নিবন্ধনধারী।
আবেদনের নিয়ম : একটি পূণ আবেদনপত্র তৈরি করতে হবে। তাতে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। সেখানে শিক্ষাগত যোগ্যতাগুলো ভালোভাবে প্রদান করতে হবে এবং এবং সকল সার্টিফিকেট সত্যায়িত আকারে দিতে হবে। শিক্ষাজীবনে সহশিক্ষায় কোনো অবদান থেকে থাকলে উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। ছাত্রবন্ধব, সৎ, কর্মঠ ও আন্তরিক হতে হবে। বিএড বা এমএড ডিগ্রি থাকলে সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। মোবাইল, মেইল, ইমেইল, ব্যাংকের পে-অর্ডার করা শাখার নাম, রাউটিং নম্বর প্রদান করতে হবে।
আবেদন করবেন : যেকোনো সিডিউল ব্যাংক থেকে সভাপতি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বাড়ি ১৮, রোড ১৬, সেক্টর-৪, উত্তরা, ঢাকা-১২৩০ এই ঠিকানায় ৫শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে এবং পে-অর্ডারটি আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর ফেরৎ খামে সভাপতি ন্যাশনাল ব্যাংক পাবলিক কলেজ বরাবর আবেদন করতে হবে। খামের ওপর নাম, পদ, মোবাইল ঠিকানা প্রদান করতে হবে।
ওএফএস।
আবেদনের শেষ তারিখ : ৩০ অক্টোবর, অফিস সময়ের মধ্যে।
ওএফএস।