১২টি প্রতিষ্ঠান চাকরি দিল ১শ জনকে
নরসিংদী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী চাকুরী মেলায় দিনে কর্মসংস্থান হয়েছে একশ জনের।
দেশে দক্ষ জনশক্তি তৈরী ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নরসিংদীর শিবপুরে প্রতিষ্ঠিত নিজ ক্যাম্পাসেই মেলাটি করেছে কেন্দ্র।
তাদের মেলায় প্রাণ আরএফএল, পারটেক্স, ট্রান্সকম, ওকাপ, সম্ভব টেকনোলজি, বিডিজবস, স্প্যারো টেকনোলজিস, বিগটেগ আইটি, নরসিংদী টিটিসিসহ ১২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ও সেইফ প্রকল্পের অর্থায়নে মেলাটি করা হয়েছে।
৩১ আগষ্ট দিনব্যাপী আয়োজনটি ছিল।
এক হাজারেরও বেশী প্রার্থী তাদের পছন্দের চাকরির বিপরীতে সিভি ও অন্যান্য কাগজপত্র জমা দেন।
যাচাই-বাছাই শেষে যোগ্যদের হাতে দিনে, দিনে নিয়োগপত্র তুলে দেয়া হয়েছে।
মেলাটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত।
নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান, নরসিংদী চেম্বারের পরিচালক নুরে আলম ছিদ্দিকী, হ্যাল ভেটাস বাংলাদেশের প্রতিনিধি খালিদ হোসেন এবং ওকাপের প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
আয়োজকদের পক্ষ থেকে নরসিংদী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত জানান, ‘মেলার মাধ্যম দেশে দক্ষ জনশক্তি তৈরী, মূল্যায়ন ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই ছিল মূল লক্ষ্য। যতটুকু আশা করেছিলাম, আমাদের তার থেকে প্রাপ্তি বেশী হয়েছে।’
নরসিংদী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের জব প্লেজমেন্ট (চাকরি লিয়াজোঁ) কর্মকর্তা প্রকৌশলী এম. রোবেল মিয়া জানান, ‘আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরী, মূল্যায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করতে প্রথম মেলায় দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের ফলে ব্যাপক সাড়া পাওয়া গেছে। সকাল থেকে চাকরি প্রার্থীরা ঘুরে ফিরে কাজ করেছেন। তাদের পছন্দ অনুযায়ী পদের বিপরীতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। অল্প সময়ের ব্যবধানে খুব সাড়া পাওয়ায় আগামীতে ব্যাপক পরিসরে মেলা করার ইচ্ছা রয়েছে।’
সবশেষে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর হাতে সম্মাননা তুলে দেয়া হয়েছে।
লেখা ও ছবি : শরীফ ইকবাল রাসেল, নরসিংদী।
ওএফএস।