২ প্রভাষক ও ২ জন টেকনিক্যাল অফিসার নিয়োগ দেবে নিটার
শিক্ষা প্রতিষ্ঠানের নাম : ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)।
ঠিকানা : নয়াহাট, সাভার, ঢাকা ১৩৫০।
ওয়েবসাইট : www. niter.edu.bd.
১. পদের নাম : প্রভাষক।
বিভাগের নাম : ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা।
আবেদন করবেন : বাংলাদেশের নাগরিকরা।
বেতন : প্রভাষক পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন দেওয়া হবে।
সুবিধা : প্রভাষক হিসেবে নিটারে বিদ্যমান সকল সুবিধা প্রদান করা হবে।
গ্রেড : নবম গ্রেড।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : প্রথম শ্রেণীতে অন্তত ৩.৫০ সিজিপিএ নিয়ে পাশ করতে হবে অনার্সে ব্যবস্থাপনা বিভাগে যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে। আর এসএসসি ও এইচএসসিতে অন্তত ৪.৫০ জিপিএ লাভ করতে হবে।
অগ্রাধিকার লাভ করবেন : এমবিএ ডিগ্রি থাকলে। এর বাদেও যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতার অধিকারী তাদের নিয়োগে অগ্রাধিকার আছে।
উল্লেখ্য : বিশ্ববিদ্যালয় বা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক পদের নীতিমালা অনুসারে বিভাগীয় ফলাফল অগ্রাধিকার লাভ করে। ফলে প্রথম শ্রেণীতে প্রথম বা দ্বিতীয় এভাবে বিবিএ ও এমবিএ এবং সমানুপাতিক নিয়মে এসএসসি ও এইচএসসিতে ফলাফলের ভিত্তিতে সবচেয়ে ভালো ছাত্র বা ছাত্রীকে নির্ধারিত বয়সের মধ্যে অন্যান্য যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
আবেদনপত্র সংগ্রহ করবেন : নির্ধারিত আবেদনপত্র আছে নিটারের ওয়েবসাইট থেকে। লিংক হলো-http://www.niter.edu.bd/index.php/job-circulars. এই আবেদনপত্রে সব যোগ্যতা ও সংযুক্তি সত্যায়িত আকারে প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। আগ্রহীকে ছাত্রবান্ধব, সৎ ও আন্তরিক হতে হবে। শিক্ষাজীবনে কোনো সহশিক্ষা কার্যক্রম থেকে থাকলে বা কোনো বিশেষ ফলাফলজনিত সাফল্য থাকলে উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে দুই কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে।
আবেদনের নিয়ম : পাঁচ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে যেকোনো ব্যাংকের নয়াহাট, সাভার, নয়াহাট, সাভার, ঢাকা-১৩৫০ এই ঠিকানায় অধ্যক্ষ, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) বরাবর। ব্যাংক ড্রাফটের মূল কপি পূর্ণ আবেদনের সঙ্গে প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ অক্টোবর, ২০২২, অফিস সময়ের মধ্যে। চাইলে হাতে, হাতে ফেরৎ খামে আবেদন পৌঁছাতে পারেন। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল আইডি প্রদান করতে হবে।
২. পদের নাম : প্রভাষক।
বিভাগের নাম : অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা কেমিস্ট্রি।
আবেদন করবেন : বাংলাদেশের নাগরিকরা।
বেতন : প্রভাষক পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন দেওয়া হবে।
গ্রেড : নবম গ্রেড।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : প্রথম শ্রেণীতে অন্তত ৩.৫০ সিজিপিএ নিয়ে পাশ করতে হবে অনার্সে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা কেমিস্ট্রি বিভাগে যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে। এসএসসি ও এইচএসসিতে অন্তত ৪.৫০ জিপিএ লাভ করতে হবে।
অগ্রাধিকার লাভ করবেন : মাস্টার্স ডিগ্রি থাকলে। এর বাদেও যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতার অধিকারী তাদের নিয়োগে অন্যান্য যোগ্যতা শিখিলযোগ্য।
উল্লেখ্য : বিশ্ববিদ্যালয় বা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক পদের নীতিমালা অনুসারে বিভাগীয় ফলাফল অগ্রাধিকার লাভ করবে। ফলে প্রথম শ্রেণীতে প্রথম বা দ্বিতীয় এভাবে অনাস ও মাস্টাসে এবং সমানুপাতিক নিয়মে এসএসসি ও এইচএসসিতে ফলাফলের ভিত্তিতে সবচেয়ে ভালো ছাত্র বা ছাত্রীকে নির্ধারিত বয়সের মধ্যে অন্যান্য যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
আবেদনপত্র সংগ্রহ করবেন : নির্ধারিত আবেদনপত্র আছে নিটারের ওয়েবসাইট থেকে। লিংক হলো http://www.niter.edu.bd/index.php/job-circulars. এই আবেদনপত্রে সব যোগ্যতা ও সংযুক্তি সত্যায়িত আকারে প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। আগ্রহীকে ছাত্রবান্ধব, সৎ ও আন্তরিক হতে হবে। শিক্ষাজীবনে কোনো সহশিক্ষা কার্যক্রম থেকে থাকলে বা কোনো বিশেষ ফলাফলজনিত সাফল্য থাকলে উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে দুই কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে।আবেদনের নিয়ম : পাঁচ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অডার করতে হবে যেকোনো ব্যাংকের নয়াহাট, সাভার, নয়াহাট, সাভার, ঢাকা ১৩৫০ এই ঠিকানায় অধ্যক্ষ, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) বরাবর। ব্যাংক ড্রাফটের মূল কপি পূণ আবেদনের সঙ্গে প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ অক্টোবর, ২০২২, অফিস সময়ের মধ্যে। চাইলে হাতে, হাতে ফেরৎ খামে আবেদন পৌঁছাতে পারেন। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল আইডি প্রদান করতে হবে।
৩. পদের নাম : টেকনিক্যাল অফিসার।
বিভাগের নাম : ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং।
আবেদন করবেন : বাংলাদেশের নাগরিকরা।
বেতন : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬শ ৪০ টাকা বেতন দেওয়া হবে।
গ্রেড : দশম গ্রেড।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : প্রথম শ্রেণী বা সমমানের অন্তত ৩.০০ সিজিপিএ নিয়ে পাশ করতে হবে কিটিং টেকনোলজি অনার্সে সংশ্লিষ্ট বিভাগে সরকারী বা বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে। তবে অন্তত দুই বছরের কর্মযোগ্যতা থাকতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে। এসএসসি ও এইচএসসিতে প্রয়োজনীয় জিপিএ লাভ করতে হবে।
অগ্রাধিকার লাভ করবেন : মাস্টার্স ডিগ্রি থাকলে। এর বাদেও যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতার অধিকারী তাদের নিয়োগে অন্যান্য যোগ্যতা শিখিলযোগ্য।
উল্লেখ্য : বিশ্ববিদ্যালয় বা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মে প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে অগ্রাধিকার লাভ করবেন। শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
আবেদনপত্র সংগ্রহ করবেন : নির্ধারিত আবেদনপত্র আছে নিটারের ওয়েবসাইট থেকে। লিংক হলো- http://www.niter.edu.bd/index.php/job-circulars. এই আবেদনপত্রে সব যোগ্যতা ও সংযুক্তি সত্যায়িত আকারে প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। আগ্রহীকে ছাত্রবান্ধব, সৎ ও আন্তরিক হতে হবে। শিক্ষাজীবনে কোনো সহশিক্ষা কার্যক্রম থেকে থাকলে বা কোনো বিশেষ ফলাফলজনিত সাফল্য থাকলে, চাকরিকালীন কোনো অর্জন থাকলে উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে দুই কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে।
আবেদনের নিয়ম : পাঁচ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে যেকোনো ব্যাংকের নয়াহাট, সাভার, নয়াহাট, সাভার, ঢাকা ১৩৫০ এই ঠিকানায় অধ্যক্ষ, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) বরাবর। ব্যাংক ড্রাফটের মূল কপি পূর্ণ আবেদনের সঙ্গে প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ অক্টোবর, ২০২২, অফিস সময়ের মধ্যে। চাইলে হাতে, হাতে ফেরৎ খামে আবেদন পৌঁছাতে পারেন। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল আইডি প্রদান করতে হবে।
৪. পদের নাম : টেকনিক্যাল অফিসার।
বিভাগের নাম : ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং।
আবেদন করবেন : বাংলাদেশের নাগরিকরা।
বেতন : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬শ ৪০ টাকা বেতন দেওয়া হবে।
গ্রেড : দশম গ্রেড।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : প্রথম শ্রেণী বা সমমানের অন্তত ৩.০০ সিজিপিএ নিয়ে পাশ করতে হবে অনার্সে সংশ্লিষ্ট বিভাগে সরকারী বা বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও কিটিং টেকনোলজিতে ডিপ্লোমাধারীরা আবেদনের যোগ্য। তবে তাদের অন্তত দুই বছরের কর্মযোগ্যতা থাকতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে। এসএসসি ও এইচএসসিতে প্রয়োজনীয় জিপিএ লাভ করতে হবে।
অগ্রাধিকার লাভ করবেন : মাস্টার্স ডিগ্রি থাকলে। এর বাদেও যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতার অধিকারী তাদের নিয়োগে অন্যান্য যোগ্যতা শিখিলযোগ্য।
উল্লেখ্য : বিশ্ববিদ্যালয় বা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মে প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে অগ্রাধিকার লাভ করবেন। শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
আবেদনপত্র সংগ্রহ করবেন : নির্ধারিত আবেদনপত্র আছে নিটারের ওয়েবসাইট থেকে। লিংক হলো- http://www.niter.edu.bd/index.php/job-circulars. এই আবেদনপত্রে সব যোগ্যতা ও সংযুক্তি সত্যায়িত আকারে প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। আগ্রহীকে ছাত্রবান্ধব, সৎ ও আন্তরিক হতে হবে। শিক্ষাজীবনে কোনো সহশিক্ষা কার্যক্রম থেকে থাকলে বা কোনো বিশেষ ফলাফলজনিত সাফল্য থাকলে, চাকরিকালীন কোনো অর্জন থাকলে উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে দুই কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে।
আবেদনের নিয়ম : পাঁচ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে যেকোনো ব্যাংকের নয়াহাট, সাভার, নয়াহাট, সাভার, ঢাকা ১৩৫০ এই ঠিকানায় অধ্যক্ষ, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) বরাবর। ব্যাংক ড্রাফটের মূল কপি পূর্ণ আবেদনের সঙ্গে প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ অক্টোবর, ২০২২, অফিস সময়ের মধ্যে। চাইলে হাতে, হাতে ফেরৎ খামে আবেদন পৌঁছাতে পারেন। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল আইডি প্রদান করতে হবে।
প্রয়োজনে ফোন করতে পারেন : ০১৭৫৫-০৬২৭৫, ০১৮২০-০০৮৮৭৬, ০১৭২২-৩৭৮২১১, ০১৭৩-৯৪৫২৬৪১।
ওএফএস।