২০ ইউনিট ম্যানেজার নেবে ওয়েভ ফাউন্ডেশন
এনজিও’র নাম : ওয়েভ ফাউন্ডেশন।
পদের নাম : ইউনিট ম্যানেজার।
পদের সংখ্যা : ২০টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে অনার্স ও মাস্টার্স। তবে শিক্ষা, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, উন্নয়ন অধ্যয়ন ইত্যাদি এনজিও সংশ্লিষ্ট বিষয় থেকে পাশ করলে অগ্রাধিকার লাভ করেন। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়।
কর্মযোগ্যতা : ক্ষুদ্রঋণ এবং সঞ্চয় কার্যক্রমে ইউনিট ম্যানেজার হিসেবে অন্তত তিন বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : অনুর্ধ্ব ৩৮ বছর।
কর্মদক্ষতা : মোটর সাইকেল চালাতে পারতে হবে এবং নিজের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। রিপোর্ট রাইটিং, প্রেজেন্টেশন, অ্যানালাইসিস, রিপোর্ট জমা ইত্যাদি এনজিও কমকাণ্ডে দক্ষ হতে হবে। কম্পিউটার ভালো চালাতে পারতে হবে। ইংরেজি ও বাংলা টাইপ করতে পারতে হবে। মেইলের কাজে দক্ষ হতে হবে।
বেতন-ভাতা : শিক্ষানবিশকালে মোট ৩১ হাজার ৫শ টাকা বেতন প্রদান করা হবে। এর মধ্যে মোটর সাইকেলের প্রকৃত জ্বালানি, রক্ষণাবেক্ষণ মোবাইল ও টিফিন ভাতা অন্তভুক্ত রয়েছে।
স্থায়ীকরণ : ছয় মাস পর চাকরি যোগ্যতার ভিত্তিতে স্থায়ী করা হবে। দুটি উৎসব ও বৈশাখী ভাতা প্রদান করা হবে। প্রযোগ্য ক্ষেত্রে সুবিধা আছে আবাসনের। বর্ধিত বেতন দেওয়া হবে। বেতন হবে ৩৯ হাজার ৯শ ৩৯ টাকা। সে অনুসারে সুবিধাদি বাড়বে। আছে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে সব শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। চাকরি জীবনে কোনো অর্জন বা বিশেষ অবদান থাকলে উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় সত্যায়িত সাটিফিকেট পারলে প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। কর্মীকে নারী উন্নয়ন, সমতা, লিঙ্গবৈষম্য দূরকরণ, মানবাধিকারে আগ্রহী হতে হবে এবং সৎ, আন্তরিক ও পরিশ্রমী হতে হবে।
আবেদন করবেন : প্রশাসন ও মানব সম্পদ বিভাগের প্রধান, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩বি, ব্লক-বি, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা।
আবেদনের শেষ তারিখ : ১৫ অক্টোবর, ২০২২ অফিস সময়ের মধ্যে। ফেরত খামের ওপর প্রার্থীর নাম, মোবাইল ও মেইল এবং যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। চাইলে হাতে, হাতে বা মেইলে আবেদন করতে পারেন।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ : ওয়েভ ফাউন্ডেশন, +৮৮০২৫৮১৫১৬২০, +৮৮০২৪৮১১০১০৩। মেইল : info@wavefoundationbd.org