সাস্টের সিভিল অ্যান্ড এনভায়মেন্টাল ইঞ্জিনিয়ারিং দুই প্রভাষক নেবে
বিশ্ববিদ্যালয়ের নাম : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
পদের নাম : প্রভাষক ।
বিভাগের নাম : সিভিল অ্যান্ড এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং।
পদের সংখ্যা : দুটি।
বেতন : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে।
সুবিধাদি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষকের সকল সুবিধা প্রদেয় হবে।
আবেদন করতে হবে : বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫.০০’র মধ্যে অন্তত ৪.০০ পেতে হবে। যারা ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে এসএসসি পাশ করেছেন, তাদের আবেদনের যোগ্যতা ৩.৫০। যারা ২০০৩ সালে এইচএসসি পাশ করেছেন তাদের আবেদন যোগ্যতা ৩.৫০। অনার্স ও মাস্টার্সের ক্ষেত্রে সিভিল বা সিভিল অ্যান্ড এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এ ৪.০০ সিজিপিএর মধ্যে অন্তত ৩.৫০ লাভ করতে হবে। যারা অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন তাদের নিয়োগে প্রধান্য দেওয়া হবে। যাদের উচ্চতর ডিগ্রি বা যোগ্যতা আছে তারা নিয়োগে এগিয়ে থাকবেন। প্রথম শ্রেণীতে প্রথম হলে শিক্ষাজীবনের যেকোনো একটি যোগ্যতা শিথিল করা হবে। তবে কোনোভাবেই ৩.২৫’র কম হবে না। মাস্টার্সে যোগ্যতম ফলাফলধারী আবেদনকারী পাওয়া না গেলে অনার্সে যারা প্রথম শ্রেণীতে প্রথম বা এমন ফলাফল করেছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র বা ছাত্রীকে অধ্যাপনার সুযোগ দেওয়া হবে। সনাতন পদ্ধতিতে সেরা ফলাফলধারী বয়সানুসারে আবেদনের যোগ্য হলে তার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
আবেদন ফরম সংগ্রহ করবেন : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের ডেসপ্যাচ শাখা থেকে সরাসরি আবেদন ফরম সিভিল অ্যান্ড এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
আবেদনের নিয়ম : নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। অফিস চলাকালে ১০ টাকা দামের অব্যহৃত খাম পাঠিয়েও সংগ্রহ করতে পারবেন। ঠিকানা হলো-রেজিস্ট্রার কার্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-৩১১৪। ফোন (৭২৮৩৩৮ পিএবিএক্স-২০৪)। ই-মেইল : registrar@sust.edu. আবেদন ফরম প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় যেকোনো তফসিলী ব্যাংকের যেকোনো শাখা থেকে রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-৩১১৪ এই ঠিকানায় পদের নাম উল্লেখ করে ৫শ টাকার অফেরৎযোগ্য এমআইসিআর ব্যাংক ড্রাফট বা সমমূল্যের পে-অডার আবেদনের পূর্ণ আট সেট আবেদন ফরমের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনে থাকবে : নির্ধারিত আবেদন ফরমে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি দিতে হবে। সদ্য তোলা চার কপি রঙিন পাসপোর্ট আকারের ছবি দিতে হবে। কোনো কর্মযোগ্যতা থেকে থাকলে প্রদান করতে হবে ও সত্যায়িত সাটিফিকেট দিতে হবে। ছাত্রজীবনে কোনো বিজ্ঞান বা গণিত বা যেকোনো ধরণের অলিম্পিয়াড করে থাকলে উল্লেখ করতে হবে ও সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। কোনো গবেষণা থেকে থাকলে উল্লেখ করতে হবে ও সত্যায়িত কপি দিতে হবে। কোনো ধরণের সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও ভালো ফলাফল অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। আবেদনকারীকে অবশ্যই নম্র, ভদ্র, ভালো ছাত্র বা ছাত্রী এবং শিক্ষার্থীবান্ধব হতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নিয়মানুসারে আবেদন ফরম পূরণ করতে হবে। কোনো ধরণের তদবির গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ তারিখ : ১১ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে। চাইলে হাতে, হাতে আবেদন জমা দেওয়া যাবে। ১০ টাকার ফেরৎ খামে আবেদন জমা দিতে হবে ডাকে। নিজের নাম, বিভাগ, পদের নাম, মোবাইল ও যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে। ঠিকানা লিখতে হবে : বরাবর রেজিস্ট্রার কার্যালয়, মাধ্যম বিভাগীয় প্রধান : সিভিল অ্যান্ড এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-৩১১৪। ফোন (৭২৮৩৩৮ পিএবিএক্স-২০৪)।
বিভাগের ফোন ও মেইল : ফোন +৮৮০৮২১৭১৩৪৯১, ৭১৩৮৫০, ৭১৭৮৫০, ৭১৬১২৩ (এক্সটেনশন-২৬৯), ইমেইল : cee@sust.edu
ছবি : বিভাগীয় কার্যক্রমের ছবি।
ওএফএস।