ডিএমপি ল্যাবে ল্যাবরেটরি অফিসার নেবে ‘এনএসইউ’
বিশ্ববিদ্যালয়ের নাম : নর্থ-সাউথ ইউনির্ভাসিটি (এনএসইউ)।
বিভাগের নাম : ডিপার্টমেন্ট অব ম্যাথমেটিকস অ্যান্ড ফিজিক্স (গণিত ও পরিসংখ্যান বিভাগ-ডিএমপি)।
পদের সংখ্যা : একটি।
পদের নাম : গবেষণাগার অফিসার (ল্যাবরেটরি অফিসার)।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে গণিত, পদার্থবিজ্ঞান, ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অন্তত মাস্টাস পাশ। অনার্স ও মাস্টার্সে সিজিপিএ ফরম্যাটে ৪.০০’র মধ্যে প্রথম শ্রেণীর নূন্যতম স্কোর ৩.৫০ পেতে হবে।
কর্মযোগ্যতা : যেকোনো ভালো ও নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের মানদন্ডে গ্রহণযোগ্য অ্যাকাডেমিক বা শিক্ষাগত প্রতিষ্ঠানের গবেষণাগারে অন্তত তিন বছর কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
যেসব কাজ করতে হবে : এনএসইউ’র ডিএমপি ল্যাবরেটরিতে প্রধান গবেষণাগার কর্মকর্তা হিসেবে কাজ করতে হবে। এই গবেষণাগারকে ভালো ও পরিস্কার, পরিচ্ছন্ন এবং শীর্ষ আধুনিক গবেষণাগার হিসেবে প্রতিষ্ঠা করা তার কর্মদায়িত্ব। এছাড়াও গবেষণাগারকে পদার্থবিজ্ঞানের গবেষণাগুলোর জন্য প্রয়োজনীয় সময়ে প্রস্তুত রাখতে হবে। ডিএমপি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। ডেমোনেট্রেশন শিক্ষা প্রদান করতে ছাত্র, ছাত্রীদের। তাদের গবেষণাগার ব্যবহার ও কমকৌশলগুলো শেখাতে ও বাস্তবায়ন করতে এবং উন্নত ও ভালো শিক্ষা গ্রহণে সাহায্য করতে হবে। অধ্যাপকদের প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করতে হবে।
প্রশাসনিক দায়দায়িত্ব : এনএসইউ’র ডিএমপি গবেষণাগারের গবেষণা অফিসার হিসেবে শিক্ষকদের সহযোগিতায় ছাত্র, ছাত্রীদের গবেষণাগারে কর্ম, তাদের গবেষণা উপদেশক হিসেবেও প্রদান করতে হবে। ল্যাবরেটরি রিপোর্টগুলোতে নম্বর প্রদান করতে হবে শিক্ষকদের সাহায্যে, তাদের ফলাফল প্রস্তুত করতে হবে, ফলাফল গ্রহণে তাদের সবাইকে সহযোগিতা, গবেষণাগারকে উত্তমভাবে ব্যবহারে কাজ করতে হবে। এছাড়াও অন্যান্য বিভাগের গবেষণাগারগুলোকে প্রয়োজনে ডিএমপি গবেষণাগার ব্যবহার করতে সহযোগিতা করতে হবে পুরোপুরিভাবে। প্রশাসনিকভাবে এই গবেষণাগার পরিচালনা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রয়োজনীয় কর্মতালিকা ও গবেষণা উপাত্তগুলোর তালিকা হালনাগাদ করতে হবে, কিনতে হবে, বানাতে হবে। নিরাপদভাবে ব্যবহার, ভালো রাখার কাজ পরিচালনা ও দেখভাল করতে হবে। গবেষণাগারের সব কাজ পরিচালনার দায়িত্ব নিতে হবে। যখন এই গবেষণাগারের মধ্যমে এনএসইউর প্রয়োজনীয় কর্মসমূহ আসবে বিশ্ববিদ্যালয়ের নিয়মে পরিচালনা ও সম্পাদন করতে হবে।
বয়স : অনুর্ধ্ব ৩০ বছর। তবে আগ্রহী ও যোগ্যতম প্রার্থীদের বিশেষভাবে বিবেচনা করা হবে।
বেতন : এনএসইউ বাংলাদেশের প্রধান ও শীর্ষ বেসরকারী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের নিয়মে বেতন, ভাতা পরিচালিত হবে। ল্যাবরেটরি অফিসার পদে যোগদানের শুরুর বেতন কাঠামো হলো ১৯ হাজার ৫শ ২৫ থেকে ৪৮ হাজার ৮শ ১৩ টাকা পর্যন্ত।
সুবিধাদি : এনএসইউ লিঙ্গ ও কর্মসমতায় বিশ্বাস করে বলে নারী প্রার্থীরা আবেদনযোগ্য। এছাড়াও গাড়ি, এসি, উন্নত কর্ম পরিবেশ, অত্যাধুনিক, বিশ্বমানের গবেষণাগার প্রধানের দায়িত্ব প্রদান করা হবে। পদানুসারে বাংলাদেশের প্রথম ইংরেজি মাধ্যম বিশ্ববিদ্যালয়ের সকল সুবিধা প্রদান করা হবে।
উল্লেখ্য : বিশ্ববিদ্যালয়ের পাঠদান রীতি ও সুবিধানুসারে চাপের মধ্যে, ছাত্রবান্ধব নিয়মে, শিক্ষক সহযোগিতার মনোভাবে কাজ করতে হয়। ফলে ছাত্রছাত্রীদের উন্নয়ন প্রধান লক্ষ্য থাকবে। এছাড়াও ছুটির দিন, বিশেষ অবস্থা বিবেচনা করে যেকোনো সময়, যতক্ষণ প্রয়োজন কাজ করতে হবে। এই কাজের বাইরের সময়ানুসারে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে উন্নতমানের বোনাস, সুবিধা ও কর্মানুসারে ইনসেনটিভ প্রদান করবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ফান্ড সুবিধা প্রদেয় হবে।
আবেদনকারীর অতিরিক্তি যোগ্যতা : এই বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রাতিষ্ঠানিক পদে কাজ করতে ভালো ও দক্ষ ইংরেজি ভাষার লেখক ও বক্তা হতে হবে। এছাড়াও নিজের কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো দক্ষতাধারী আবশ্যক। ভালো কম্পিউটার ব্যবহারকারীও হতে হবে।
যারা আবেদন করবেন না : তৃতীয় শ্রেণী শিক্ষাজীবনের যেকোনো পর্যায়ে, মাদকাসক্ত, উশৃংখল, বদমেজাজী, অসৎ ও কর্মবিমুখ।
আবেদন করবেন যে লিংকে : https://jobs.northsouth.edu/login?jobid=7.
প্রয়োজনে : বাংলাদেশের প্রথম ও প্রধান বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থ-সাউথ ইউনির্ভাসিটিতে গিয়ে প্রশাসন দপ্তরে যোগাযেগের মাধ্যমে বিস্তারিত জানতে পারেন। বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়টি ঢাকার যমুনা ফিউচার পার্কের পেছনে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। নিয়মনিষ্ঠ নন, এমন কর্মী চাকরি করতে পারবেন না।
আবেদনের শেষ তারিখ : ৬ অক্টোবর, ২০২২, অফিস সময়ের মধ্যে।
ওএফএস।