আইইউবি নেবে এসইএলএসে ও.এম.

আবেদনের যোগ্যতা : যেকোনো বিভাগে যেকোনো শাখায় অন্তত দ্বিতীয় শ্রেণীতে অনার্স। তবে বিভাগীয় প্রার্থীরা ভালো করবেন। এই পরিবেশে কাজের পূর্ব অভিজ্ঞতা অগ্রাধিকার লাভ করবে। কপিউটারের সংশ্লিষ্ট কাজ জানতে হবে। চিঠি, অফিস আদেশ, বিভাগের কর্ম ইংরেজি ও বাংলায় লিখতে পারতে হবে। অফিস ফাইল তৈরি করতে পারতে হবে। সব কাজ সংরক্ষণের অভ্যাস থাকতে হবে। আন্ত:ব্যক্তিক যোগাযোগ দক্ষতা খুব ভালো হতে হবে।
আবেদনের বয়স : ৩০ বছরের বেশি নয়।
প্রধান কর্মদায়িত্ব : এই স্কুলের অধীনে পরিচালিত দুটি বিভাগ এনভায়রমেন্ট সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বা পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং লাইফ সায়েন্স বা জীববিজ্ঞান বিভাগের ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের নানা ধরণের ফাইল সংরক্ষণ, তাদের উন্নয়নের জন্য নানা ধরণের অফিশিয়াল কার্যক্রম পরিকল্পনা, অফিস পরিচালনা ও তাদের সবার কার্যক্রমের সমন্বয় সাধন করা। বিভাগের প্রতিষ্ঠানিক কার্যক্রম সম্পাদন। অধ্যাপকদের সাহায্য করা। ছাত্র,ছাত্রীদের নানা অনুরোধ ও প্রয়োজনীয়তা প্রাতিষ্ঠানিকভাবে উপস্থাপনে প্রয়োজনে সহায়তা দান। শ্রেণী কার্যক্রমের রুটিন, পরীক্ষাগুলোর সূচি, ক্লাস টেস্টগুলোর ফলাফল বিন্যাস, শ্রেণীগুলো দেখভাল, পরীক্ষা কার্যক্রমে পূর্ণ সহায়তা প্রদান, তাদের গ্রেড তৈরিতে সাহায্য করা। ল্যাবরেটরিগুলো দেখভাল। প্রয়োজনীয় লজিস্টিক সাহায্যগুলো শিক্ষক ও ছাত্র, ছাত্রীদের প্রদান করা। অধ্যাপকদের মিটিংগুলো আয়োজন। ওয়ার্কশপগুলোও তাই। বিভাগগুলো ও অনুষদের অফিশিয়াল কার্যক্রম পরিচালনা। এক্ষত্রে বিভাগীয় প্রধান ও শিক্ষক, ছাত্রের সাহায্য গ্রহণ। পরিবেশ ও জীব বিজ্ঞান অনুষদের সংশ্লিষ্ট ছাত্র, ছাত্রীদের সংগঠন, শিক্ষকদের কার্যক্রমে সাহায্য প্রদান, তাদের অনুষ্ঠানগুলো আয়োজন ও সহযোগিতা, বিভিন্ন ধরণের প্রতিষ্ঠানকে অনুষদের প্রধানের নির্দেশে এবং নিজের ওপরের বসের আদেশে সহযোগিতা দান। প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ ও সাহায্য প্রদান অনুষদ ও বিভাগীয় প্রধানদের। অন্যান্য বিভাগের সঙ্গে মিলে কাজ করতে হবে। বিভাগীয় ও অনুষদের কার্যক্রম সম্পাদন। বিভাগীয় প্রধানের নির্দেশ মেনে চলতে হবে।
আবেদন প্রদানের লিংক : http://www.iub.edu.bd/files/jobs/sels0109202202.pdf ফরমটি কেবল অনলাইনে গ্রহণ করা হবে। ঠিকানা হলো-hrdept@iub.edu.bd. তবে চাইলে বাংলাদেশের সুবিখ্যাত ক্যাম্পাসটি যমুনা ফিউচার পার্কের পেছনে, বসুন্ধরা আবাসিক এলাকায় (কুড়িল বিশ্বরোড) ঘুরে আসতে পারেন।
বেতন, ভাতা : আইইউবির নিয়মে খুব ভালো বেতন ও ভাতা প্রদান করা হবে। গাড়ি সুবিধা আছে। প্রথম শ্রেণীর এই চাকরি অত্যন্ত ভালো ও মানসম্পন্ন।
পদের সংখ্যা : একটি।
আবেদনের শেষ তারিখ : ১৪ সেপ্টেম্বর, অফিস সময়ের মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া : স্বচছ্বতার সঙ্গে হবে। তদবিরকারী ও বেহিসেবী লোকের আবেদনের প্রয়োজন নেই।
ছবি : ল্যাবে কাজ করছেন আইইউবির ছাত্রীরা।
ওএফএস।
