আইইউবি নেবে এসইএলএসে সিনিয়র অফিস ম্যানেজার
বিশ্ববিদ্যালয়ের নাম : ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি, বাংলাদেশ (আইইউবি)।
ঠিকানা : বসুন্ধরা আবাসিক এলাকা, যমুনা ফিউচার পার্কের পেছনে।
পদের নাম : সিনিয়র অফিস ম্যানেজার।
স্কুলের নাম : স্কুল অব এনভায়রমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেস (এসইএলএস)।
চাকরির ধরণ : পূর্ণকালীন।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর। তবে কোনো বিভাগ বা শ্রেণীতে তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ ও সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
কর্মযোগ্যতা : এই পদে কাজ করতে হলে বিভাগ, অনুষদীয় সমন্বয়, ব্যবস্থাপনা অফিস, শিক্ষকতা ও গবেষণায় সাহায্য করার প্রয়োজনীয় কর্মঅজ্ঞিতা থাকতে হবে। জীববিজ্ঞান, প্রাণরসায়ন বা অনুজীববিজ্ঞানের উপাত্ত ও যন্ত্রপাতিগুলোর পরিশীলিত ব্যবহার জানতে হবে। গবেষণা কর্ম পরিচালনা ও গবেষণার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে প্রয়োজনীয় ক্ষেত্রে। শিক্ষার্থী ও শিক্ষকবান্ধব হতে হবে। বর্ণনামূলক তালিকাগুলো সংরক্ষণ, অফিস পরিচালনা, আদেশগুলো বাস্তবায়ন ও যথাযোগ্য স্থানে স্থাপন ও কর্ম সম্পাদন এবং অনুষদীয় ক্রেতা, শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গে সংযোগ, তাদের সঙ্গে মিলে মিশে কাজ করা ও কর্ম বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাদান ও গ্রহণ প্রক্রিয়াতে অবদান ও অংশগ্রহণ থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে ভালো লেখা এবং বলার অভিজ্ঞতা থাকতে হবে। নানা ধরণের অফিশিয়াল কাজ সম্পাদন ও আদেশ দান এবং বাস্তবায়ন করতে পারতে হবে। কাযকরভাবে নিজের দলে কাজ করতে পারতে হবে। নিয়ানুবর্তী ও কর্মে নিবেদিত হতে হবে। আবেদনকারীকে লিখিত, মৌখিক ও কর্মপ্রক্রিয়া সম্পাদনের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যোগ্য ও ভালো ফলাফলের অধিকারীকে নিয়োগ প্রদান করা হবে। এই বিশ্ববিদ্যালয় কর্ম ও লিঙ্গ সমতায় বিশ্বাস করে। বয়স হবে অনুর্ধ্ব ৩৫ বছর।
যেসব প্রধান কর্ম সম্পাদন করতে হবে : পরিকল্পনা, আয়োজন ও বাস্তবায়ন শিক্ষকদের সহযোগিতায় অনুষদের, অনার্স ও মাস্টার্স পযায়ে প্রয়োজনীয় কর্মগুলোর। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ ও অফিসগুলোর মাধ্যমে ও সহযোগিতা করে কাজ করতে হবে। ফলাফল, ভর্তি, পরীক্ষা, ল্যাবরেটরি পরিচালনা, সহশিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের সাহায্য করতে হবে। শিক্ষকদের সহযোগিতায় শ্রেণী পাঠের রুটিন, টিউটোরিয়াল, ক্লাস টেস্ট, পরীক্ষা, ফলাফল ইত্যাদির দাপ্তরিক কাজগুলোও সম্পন্ন করতে হবে। অনুষদের ডিন ও রেজিস্ট্রার কার্যালয়ে সমন্বয় করতে হবে। অনুষদের শিক্ষক ও ছাত্রদের প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। শিক্ষকদের সভা, কর্মশালা, সহ-শিক্ষা আয়োজন করতে হবে প্রাতিষ্ঠানিকভাবে। সকল ফাইল, ফলাফল সংরক্ষণ ও পরিবেশন কাজ করতে হবে। নিয়মিতভাবে উন্নয়নের সঙ্গী হতে হবে। কর্মীদের ভালোভাবে পরিচালনা করতে হবে।
সহ-কর্ম দক্ষতা : কপিউটারের সংশ্লিষ্ট কাজ জানতে হবে। চিঠি, অফিস আদেশ, বিভাগের কর্ম ইংরেজি ও বাংলায় লিখতে পারতে হবে। অফিস ফাইল তৈরি করতে পারতে হবে। সব কাজ সংরক্ষণের অভ্যাস থাকতে হবে। আন্ত:ব্যক্তিক যোগাযোগ দক্ষতা খুব ভালো হতে হবে।
আবেদনের ফরম : http://www.iub.edu.bd/files/jobs/sels0109202201.pdf
আবেদন প্রদানের লিংক : hrdept@iub.edu.bd. উল্লেখ্য কেবল অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। তবে চাইলে বাংলাদেশের সুবিখ্যাত ক্যাম্পাসটি ঘুরে আসতে পারেন।
বেতন, ভাতা : আইইউবির নিয়মে খুব ভালো বেতন ও ভাতা প্রদান করা হবে। গাড়ি সুবিধা আছে। প্রথম শ্রেণীর এই চাকরি অত্যন্ত ভালো ও মানসম্পন্ন।
আবেদনের শেষ তারিখ : ১৪ সেপ্টেম্বর, অফিস সময়ের মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া : স্বচ্ছ্বতার সঙ্গে হবে। তদবিরকারী ও বেহিসেবী লোকের আবেদনের প্রয়োজন নেই।
পদের সংখ্যা : একটি।
ছবি : অনুষদের ল্যাবে কাজ করছেন এক ছাত্রী গবেষক।
ওএফএস।