জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তত্বাবধায়ক প্রকৌশলী নেবে

বিশ্ববিদ্যালয়ের নাম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
আবেদন করবেন : বাংলাদেশের স্থায়ী নাগরিকরা।
১. পদের নাম : তত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল)।
বিভাগের নাম : সিভিল ইঞ্জিনিয়ারিং।
নিয়োগের ধরণ : স্থায়ী নিয়োগ।
পদের সংখ্যা : একটি।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে চতুর্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে ৭১ হাজার ২শ টাকার মধ্যে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণী বা বিভাগে অথবা সিজিপিএতে পাশ। জিপিএতেও দ্বিতীয় শ্রেণীর সমমর্যাদায় পাশ হতে হবে সকল পাবলিক পরীক্ষায়। বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত ২.৫ সিজিপিএ নিয়ে পাশ হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ২.৫ জিপিএ ও সিজিপিএ’র কম হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
অগ্রাধিকার : এম. এস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ হলে অগ্রাধিকার দেওয়া হবে। অধিকতর দক্ষ ও কর্মযোগ্যতাসম্পন্ন প্রাথীর যেকোনো শর্ত শিথিল করা হবে।
কর্মযোগ্যতা : যেকোনো সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত বা বেসরকারী প্রতিষ্ঠানে নির্মাণ কাজে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে অন্তত ১২ বছরের প্রথম শ্রেণীর সিভিল ইঞ্জিনিয়ারের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। তার মধ্যে নির্বাহী প্রকৌশলী-সিভিল বা উপ-প্রধান প্রকৌশলী (সিভিল) হিসেবে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
কর্ম শর্ত : নির্বাচিত সিভিল ইঞ্জিনিয়ারকে অবশ্যই তত্বাবধায়ক সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাস করতে হবে। যারা বিশ্ববিদ্যালয়ে বাস করতে চান না, তাদের আবেদনের প্রয়োজন নেই। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের নিয়ম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক)’র দপ্তর থেকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনে শিক্ষাগত সার্টিফিকেট অনুসারে সব শিক্ষা, কর্ম, প্রশিক্ষণ, গবেষণা যোগ্যতা থেকে থাকলে উল্লেখ করতে হবে। নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী আবেদনকারী), মোবাইল, মেইল, বর্তমান ও স্থায়ী যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। সব শিক্ষা, কর্ম, প্রশিক্ষণ, গবেষণা যোগ্যতা থেকে থাকলে সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। কোনো লেখা থাকলে লিংক ও সত্যায়িত কপি প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নিয়োগ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, ছাত্র, ছাত্রী ও শিক্ষকবান্ধব কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হবে। সৎ ও আন্তরিক হতে হবে। নির্লোভ ও দুর্নীতিমুক্ত হতে হবে।
আবেদন ফরম প্রদানের নিয়ম : মোট ১০ সেট আবেদনপত্র পূর্ণাঙ্গ আকারে তৈরি করতে হবে। দুই কপি সত্যায়িত পাসপোর্ট ছবি যুক্ত করতে হবে। অগ্রণী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে বরাবর, কানিজ রহিমা, রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা-১৩৪২, এই ঠিকানার অনুকূলে ৬শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে অথবা অগ্রণী ব্যাংকের বিবিধ জমা রশিদের মাধ্যমে অফেরৎ ৬শ টাকা অগ্রণী ব্যাংক লিমিটেড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা, সাভার, ঢাকা-১৩৪২, সিডি নং-৬৮ হিসাবে জমা দিতে হবে। এই দুটি মাধ্যমের যেকোনোটির জমা রশিদ ব্যাংকের শাখাটির মাধ্যমে রেজিস্ট্রার বরাবর প্রদান করতে হবে ও সে সঙ্গে পূর্ণ ১০ সেট আবেদনপত্র একই খামে যুক্ত করতে হবে। চাইলে বিশ্ববিদ্যালয়ে এসে পূরণ করতে পারেন আপনার আবেদনপত্র।
আবেদনের শেষ তারিখ : ২০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টার অফিস সময়ের মধ্যে। কোনো ধরণের তদবির গ্রহণযোগ্য নয়।
খামের ধরণ : ৬ টাকা মূল্যের ডাকটিকেট যুক্ত খামে নিজের নাম, ঠিকানা, পদ, মোবাইল ও মেইল এবং যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
১০-৪ আকারের খাম হতে হবে। আবেদন করবেন, বরাবর, কানিজ রহিমা, রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা-১৩৪২।
প্রয়োজনে যোগাযোগ : নতুন রেজিস্ট্রার ভবন, প্রথম তলা, ফোন : ০২২২৪৪৯১০৪০ (অফিস), পিএবিএক্স : ০২২২৪৪৯১০৪৫-৫১ (এক্সটেনশন : ১২০৪, অফিস)।
ওএফএস।
