অস্থায়ী প্রভাষক নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান
বিশ্ববিদ্যালয়ের নাম : ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিভাগের নাম : মৎস্যবিজ্ঞান বিভাগ।
পদের নাম : প্রভাষক।
নিয়োগ প্রদান করা হবে : নিয়মিত প্রভাষকের ছুটিজনিত কারণে সৃষ্ট শূণ্য পদে অস্থায়ী ভিত্তিতে।
পদের সংখ্যা : একটি।
বেতন স্কেল : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকার মধ্যে।
ভাতা ও সুবিধাদি : বেতনের হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মে ভাতা ও প্রভাষক পদের সকল সুবিধা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ’র হিসেবে ৫.০০ এর মধ্যে অন্তত ৪.২৫ লাভ করতে হবে আবেদনের জন্য। এজন্য অনার্স ও মাস্টার্সের ব্যাচেলর অব ফিশারিজ সায়েন্স বা বিএফএস-এ মৎস্যবিজ্ঞান বিভাগ বা সমুদ্রবিজ্ঞান বিভাগে সিজিপিএ ৪.০০’র মধ্যে ৩.৫০ লাভ করতে হবে। প্রথম শ্রেণীতে প্রথম ও মেধাতালিকা অনুসারে নিয়োগ প্রদান করা হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে গবেষণা ও উচ্চতর ডিগ্রি এবং কোর্সের হিসেবে নিয়োগ প্রদান করা হবে। নিয়মানুসারে যেসব প্রার্থী অনার্স বা মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম ও সর্বোচ্চ সিজিপিএ লাভ করেছেন, তাদের যেকোনো একটি পাবলিক পরীক্ষার অনুমোদিত শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে।
আবেদনের নিয়ম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে রেজিস্ট্রার কার্যালয় থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। একটি পূর্ণ ও বিস্তারিত আবেদনপত্র তৈরি করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে নিয়োগের নির্ধারিত ফরমে। সেখানে সব শিক্ষাগত, কর্ম, প্রশিক্ষণ ও গবেষণা এবং সহ-শিক্ষা কার্যক্রমের উল্লেখ করতে হবে ও সেগুলোর প্রতিটির সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। কোনো লেখা বা গবেষণা গ্রন্থ থাকলে উল্লেখ করতে হবে ও সত্যায়িত কপি বা বইয়ের কপি দিতে হবে। নিয়মানুসারে এই যোগ্যতাগুলো বিবেচনাধীন হবে। নারী প্রার্থী হলে পিতা বা স্বামীর নাম উল্লেখ করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান গ্রহণযোগ্য নয়।
আবেদন করবেন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকের যেকোনো শাখা থেকে সাড়ে সাতশ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে। আবেদনের মোট আট কপি পূণাঙ্গ সেটের সঙ্গে সংযুক্ত করে আবেদনপত্র তৈরি করতে হবে।
আবেদনের ঠিকানা : বরাবর, রেজিস্ট্রার কার্যালয়, মাধ্যম মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, মৎস্যবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০। আবেদনের ফেরৎ পূর্ণাঙ্গ খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ সেপ্টেম্বর, ২০২২, অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনে যোগাযোগ : অধ্যাপক ড. এম. মনিরুল ইসলাম চৌধুরী, বিভাগীয় প্রধান, মৎস্যবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিভাগের মোবাইল : ০১৭১৬৩৬৩৫০৫। বিভাগের টেলিফোন : +৮৮০৯৬৬৬৯১১৪৬৩ (এক্সটেনশন)। বিভাগীর প্রধানের মেইল : monirul.islam@du.ac.bd
ছবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে টিএসসিতে সাবেক ছাত্র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মুহূর্ত।
ওএফএস।