পঞ্চগড়ের জিয়াউর রহমান মহাবিদ্যালয় অধ্যক্ষ নেবে
ডিগ্রি কলেজের নাম : শহীদ জিয়াউর রহমান মহাবিদ্যালয়।
ঠিকানা : পঞ্চগড় সদর উপজেলা, ডাকঘর-টুনির হাট, জেলা পঞ্চগড়।
ধরণ : ডিগ্রি পর্যায় পর্যন্ত এমপিওভুক্ত। এখনো বেসরকারী, স্বঅর্থায়ন ও সরকারী সাহায্যে পরিচালিত।
নিয়োগ দেওয়া হবে : শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুসারে।
পদের নাম : অধ্যক্ষ, শূণ্য পদ, স্থায়ী।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অনার্স ও মাস্টার্স। শিক্ষাজীবনের প্রতিটি ক্ষেত্রে অন্তত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ ও জিপিএ থাকতে হবে। কোনো পাবলিক পরীক্ষাতে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
কর্মযোগ্যতা : শিক্ষাগত কর্মযোগ্যতায় বিএড বা এমএড ডিগ্রিধারী হলে অগ্রাধিকার লাভ করবেন। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা টিচার্স ট্রেনিং কলেজ থেকে ডিগ্রিধারী হতে হবে। যেকোনো ভালো ও স্বীকৃত ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ পদে অন্তত তিন বছর কর্মযোগ্যতা থাকতে হবে অথবা যেকোনো ভালো ও স্বীকৃত কলেজে অধ্যক্ষ হিসেবে বা উপাধ্যক্ষ হিসেবে কর্মরত প্রার্থীরা বিশেষভাবে বিবেচিত হবেন। যোগ্য আবেদনকারীকে বিশেষভাবে বিবেচনা করা হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে সব শিক্ষাগত, কর্ম, প্রশিক্ষণ ও সহ-শিক্ষা এবং প্রশাসনিক যোগ্যতা উল্লেখ করতে হবে ও ভালোভাবে বিবরণ প্রদান করতে হবে। আবেদনকারী নারী প্রার্থী হলে স্বামীর নাম উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত, কর্ম, প্রশিক্ষণ ও সহ-শিক্ষা এবং প্রশাসনিক যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। কোনো বই বা শিক্ষক হিসেবে কোনো অর্জন বা পুরস্কার থেকে থাকলে বিবরণ দিতে হবে ও সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনকারীকে শিক্ষার্থীবান্ধব ও কর্মতৎপর হতে হবে। শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজন বিশেষভাবে বিবেচনাধীন হবে। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার যোগ্যতাধারীরা অগ্রাধিকার লাভ করবেন। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নিজের নাম, পদ, মোবাইল, মেইল ও যোগাযোগের স্থায়ী এবং বর্তমান ঠিকানা আবেদনে প্রদান করতে হবে।
আবেদন করবেন : শহীদ জিয়াউর রহমান মহাবিদ্যালয়, পঞ্চগড় সদর উপজেলা, ডাকঘর-টুনির হাট, জেলা পঞ্চগড়-এই ঠিকানায় মহাবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বরাবর অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে অফেরৎযোগ্য ৩ হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে এবং আবেদনের পূর্ণ ও সত্যায়িত এক সেটের সঙ্গে যুক্ত করতে হবে।
আবেদনের ঠিকানা : শহীদ জিয়াউর রহমান মহাবিদ্যালয়, পঞ্চগড় সদর উপজেলা, ডাকঘর-টুনির হাট, জেলা পঞ্চগড়। এই ঠিকানায় অব্যবহৃত ফেরত খামে ডাকটিকেট যুক্ত করে আবেদন করতে হবে। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, মেইল ও যোগাযোগের বর্তমান ঠিকানা প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৪ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে। চাইলে আবেদনকারী বা তার কোনো স্বজন শহীদ জিয়াউর রহমান মহাবিদ্যালয়, পঞ্চগড় সদর উপজেলা, ডাকঘর-টুনির হাট, জেলা পঞ্চগড়, ঠিকানায় আবেদন সরাসরি অফিস সময়ের মধ্যে জমা দিতে পারবেন।
ওএফএস।