ঢাকা মতিঝিল মডেল স্কুল সহকারী প্রধান শিক্ষক নেবে
উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নাম : মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ।
ঠিকানা : এজিবি বা মতিঝিল কলোনী ঢাকা ১০০০।
বিদ্যালয়ের ধরণ : এমপিওভুক্ত, ঢাকার মতিঝিলের অন্যতম নামকরা উচ্চমাধ্যমিক বিদ্যালয়।
১. পদের নাম : সহকারী প্রধান শিক্ষক-১ জন।
নিয়োগ প্রদান করা হবে : মূল ক্যাম্পাসে-এজিবি কলোনীতে; বিদ্যালয় শাখায়।
পদের ধরণ : শূণ্য পদ, স্থায়ী।
শিক্ষাগত কর্মযোগ্যতা : মোট ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে মাধ্যমিক পর্যায়ে।
শিক্ষক প্রশিক্ষণ যোগ্যতা : বিএড বা এমএড ডিগ্রিধারী হতে হবে যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় থেকে।
সরকারী নিয়মে নিয়োগ : শিক্ষা মন্ত্রণালয়ের ২০২১ সালের শিক্ষক নীতিমালার আলোকে ১১.২৪ ইনডেক্সে শিক্ষক হিসেবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে অন্তত অনার্স। মাস্টার্স ডিগ্রিধারী হলে ভালো। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়।
কর্মদক্ষতা : ছাত্র, ছাত্রী বান্ধব হতে হবে। সহ-শিক্ষা কার্যক্রমে অবদান বিশেষ ও গ্রহণযোগ্য যোগ্যতা হিসেবে বিবেচিত হতে হবে। সময়নিষ্ঠ, কর্মঠ ও তৎপর হতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। আবেদনে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি যুক্ত করতে হবে। সকল শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। নারী প্রার্থী হলে স্বামীর নাম লিখতে হবে। আবেদনে নিজের মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে। কোনো বই বা লেখা থেকে থাকলে উল্লেখ করতে হবে ও সত্যায়িত কপি বা আসল একটি কপি (বইয়ের) প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্য তথ্য দেওয়া যাবে না। প্রার্থীকে সৎ ও শিক্ষানুরাগী হতে হবে।
আবেদন করবেন : বিদ্যালয় মারফত জেনে নিয়ে ব্যাংকের শাখা বা ডাক বিভাগ থেকে থেকে অফেরৎযোগ্য এক হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে অধ্যক্ষ, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এজিবি বা মতিঝিল কলোনী, ঢাকা-১০০০ বরাবর। আবেদনের পূর্ণ সেটের সঙ্গে ড্রাফট বা পে-অর্ডার যুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৩ আগষ্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনের ঠিকানা : ফেরৎ খামে, অব্যবহৃত ডাক টিকেটযুক্ত করে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ঠিকানায় অধ্যক্ষ বরাবর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল এবং যোগাযোগের ঠিকানা প্রদান করে আবেদনপত্র পাঠাতে হবে ডাকে বা সরাসরি।
উল্লেখ্য : লিখিত ও মৌখিক এবং ডেমোনেস্ট্রেশনের জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না।
বেতন, ভাতা : এমপিওভুক্ত এই নামকরা ঢাকার মতিঝিলের মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের নিয়মানুসারে সহকারী প্রদান শিক্ষক পদে ভালো বেতন ও সকল ভাতাদি প্রদান করা যাবে। বিদ্যালয়ের সব সুবিধা প্রদেয় হবে।
অনলাইন ঠিকানা : www.mmodel.edu.bd. বিদ্যালয়ের ওয়েবসাইট : http://www.mmodel.edu.bd. মেইল ঠিকানা : mmsc1980@yahoo.com. টেলিফোন : + ৮৮০২৪৮৩১৫০৯২.
(ছবিটি প্রতীকী)
ওএফএস।