‘রেনেসাঁ ডিবেটিং ক্লাব’ মাতলো প্রশিক্ষণ ও ক্যারিয়ারে
লেখা ও ছবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
পুরোনো ঢাকার ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়’র বিতর্ক সংগঠন ‘রেনেসাঁ ডিবেটিং ক্লাব’। তারা আয়োজন করেছেন ‘তৃতীয় প্রশিক্ষণ কর্মশালা-২০২২’।
২২ আগস্ট, সোমবার, কলা ভবনের ‘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ কক্ষ নং ১০০৭ বি’-এ দিনব্যাপী নবীন বিতার্কিকদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালাটি করেছেন তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের মোট ২শ ছাত্র, ছাত্রীকে প্রশিক্ষণ ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।
‘রেঁনেসা ডিবেটিং ক্লাব তৃতীয় প্রশিক্ষণ কর্মশালা-২০২২’র বিপুল আয়োজনে অংশগ্রহণ করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিয়ার রহমান, ইতিহাসের অধ্যাপক ড. মো. সেলিম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন, সহকারী অধ্যাপক মো. খালেদ সাইফুল্লাহ।
উদ্বোধনী বক্তব্য দিয়েছেন মডারেটর ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মোমেন।
শুভেচ্ছা বক্তব্য ও বিতর্কের খুঁটিনাটি জানিয়েছেন সভাপতি শাহ পরান আব্দুল্লাহ।
উপস্থাপনা ও প্রশিক্ষণ প্রদান করেছেন রেনেসাঁর সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সোয়ান।
সকাল আটটা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত টানা বিতর্ক প্রশিক্ষণ, আলোচনা ও ক্যারিয়ার পরামর্শ আয়োজন করেছেন তারা। এসেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক সব বিতার্কিক।
সকাল আটটা ১৫ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত হয়েছে রিপোর্টিং নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশিক্ষণ প্রদান। প্রশিক্ষক ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ ও সহ-সাধারণ সম্পাদক শাকিলা আক্তার।
৯টা থেকে ৯টা ২০ মিনিট সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন অতিথিরা। এরপর থেকে সারা দিনের আয়োজনে তারা ছিলেন সবাই।
৯টা ২০ মিনিট থেকে সকাল ৯টা ৫০ মিনিটের ‘শুদ্ধ উচ্চারণ ও বাচন ভঙ্গি’র প্রশিক্ষণ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের সহকারী অধ্যাপক জুয়েল আদীব।
সকাল ৯ টা ৫০ মিনিট থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত ‘সনাতনী বিতর্কের রীতি ও কৌশল প্রশিক্ষণ দিয়েছেন রেনেসাঁর সাবেক সভাপতি তাহমিনা আক্তার।
সকাল ১০টা ২০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত ‘সংসদীয় বিতর্কের রীতি ও কৌশল’ প্রশিক্ষণ দিয়েছেন রেনেসাঁর সাবেক সভাপতি এবং মুন্সিগঞ্জের গজারিয়ার কালিম উল্লাহ ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সাইফুর রহমান আহসানী।
‘আঞ্চলিক ও রম্য বিতর্ক’-এর প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছেন সকাল ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত ‘জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজু।
‘ক্যারিয়ার নির্মাণে বিতর্ক ও বিতার্কিকের ভবিষ্যৎ’ প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছেন ‘রেনেসাঁ ডিবেটিং ক্লাব’র মডারেটর এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মোমেন এবং আইনের সহকারী অধ্যাপক মেফতাহুল হাসান। তারা প্রশিক্ষণ দিয়েছেন সকাল ১১টা ১০ মিনিট থেকে বেলা ১২টা পর্যন্ত।
১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ‘ক্যারিয়ার আড্ডা ও বিতর্ক’ আলোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রভাষক সোনিয়া পারভীন।
দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত ‘বারোয়ারি বিতর্কের রীতি ও কৌশল’ প্রশিক্ষণ দিয়েছেন ‘রেনেসাঁ ডিবেটিং ক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)’র প্রভাষক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-সাংবাদিক আবু নাছের ভূঁইয়া।
এরপর নামাজের বিরতি ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে বিতর্ক সংগঠনটি।
১টা ৪৫ মিনিট থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত একে, একে ধারাবাহিক সেশন পরিচালনা করেছেন ‘ক্যারিয়ার আড্ডা ও বিতক’ প্রশিক্ষক-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, ক্যারিয়ার কনসালটেন্ট, কনটেন্ট ক্রিয়েটর, লেখক মাশাহেদ হাসান সীমান্ত; এমএস ফেব্রিকস অ্যান্ড টেক্সটাইলের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মামুন ভুঁইয়া, ৪০তম বিসিএস ক্যাডার (সুপারিশপ্রাপ্ত) মোস্তফা জামান, একই বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মাকসুদ আলী।
দুপুর ২টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত রেনেসাঁ ডিবেটিং ক্লাব তার সদস্যদের নিয়ে প্রীতি বিতর্কের আয়োজন করেছে।
বিকেল ৩টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অত্যন্ত চমৎকার ও সমৃদ্ধ আয়োজনের সমাপনী অনুষ্ঠান হয়েছে। প্রদান করা হয়েছে সার্টিফিকেট সবাইকে।
বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর অধ্যাপকরা তাদের হাতে সনদ তুলে দিয়েছেন।
ছবি : বিতর্কের আলোর ভুবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্ররা ও এই আয়োজনের পেছনের গল্প।
ওএফএস।