ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নেবে প্রধান চিকিৎসক

বিশ্ববিদ্যালয়ের নাম : ঢাকা বিশ্ববিদ্যালয়।
দফতরের নাম : শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিক্যাল সেন্টার।
পদের নাম : চিফ মেডিক্যাল অফিসার বা প্রধান চিকিৎসক।
পদের সংখ্যা : একটি, স্থায়ী পদ।
বেতন, ভাতা : জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডে ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। এছাড়াও পদের বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সুযোগ ও সুবিধাগুলো প্রদান করা হবে।
আবেদন করতে হবে : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে নির্ধারিত ফরমের মাধ্যমে, ৫০ টাকার বিনিময়ের আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত দ্বিতীয় বিভাগে পাশ হতে হবে শিক্ষা জীবনের সকল পর্যায়ে। আবেদনকারীকে অবশ্যই যেকোনো ভালো ও অনুমোদিত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করতে হবে। জনস্বাস্থ্য বিষয়ে ডিপ্লোমা বা এফসিপিএস ডিগ্রি থাকতে হবে যেকোনো ভালো চিকিৎসা মহাবিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় থেকে।
কর্মঅভিজ্ঞতা : অন্তত ১৫ বছরের চিকিৎসার অভিজ্ঞতা থাকতে হবে যেকোনো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অথবা ভালো কোনো মেডিক্যাল সেন্টারে। যাতে এই বিশ্ববিদ্যালয়ের গ্রহণযোগ্য হয়।
বিশেষ যোগ্যতা : ছাত্র, ছাত্রী, শিক্ষক, কর্মকতা ও কর্মচারী বান্ধব হতে হবে এবং তাদের ও পরিবারের চিকিৎসার বিষয়ে আগ্রহী ও যোগ্য হতে হবে।
উল্লেখ্য : চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন করবেন : একটি পূর্ণ আবেদন ফরম পূরণ করতে হবে ইংরেজিতে। সেখানে সব শিক্ষাগত, কর্ম, ডিগ্রি, প্রশিক্ষণ যোগ্যতা, অর্জন, গবেষণা যোগ্যতা উল্লেখ করতে হবে। শিক্ষাগত, কর্ম, ডিগ্রি, প্রশিক্ষণ যোগ্যতা, অর্জন, গবেষণা যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট আবেদনের সঙ্গে সত্যায়িত আকারে জমা দিতে হবে। আবেদনে নারী প্রার্থী হলে স্বামীর নাম উল্লেখ করতে হবে। সত্যায়িত রঙিন ছবি যুক্ত করতে হবে। এভাবে মোট আটটি পূর্ণ সেট তৈরি করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকরিতে মনোযোগী হতে হবে।
আবেদনের নিয়ম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়ের অনুকূলে বিশ্ববিদ্যালয়ে শাখা আছে এমন ব্যাংকের শাখা থেকে বা সরাসরি ৭শ ৫০ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে। আসল কপি আবেদনের পূর্ণ সেটের সঙ্গে সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৮ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদন পৌঁছাবেন : ফেরৎ খামে রেজিস্ট্রার অফিসে ২০৩ নম্বর রুমে। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা দিতে হবে। চাইলে আবেদন সরাসরি জমা দিতে পারবেন। মেডিক্যাল সেন্টার প্রদর্শন করতে পারেন।
উল্লেখ্য : আগে যারা ২৮ অক্টোবর, ২০১৯ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনের বিপরীতে আবেদন করেছেন, তাদের আর আবেদনের কোনো প্রয়োজন নেই।
ছবি : ডেইলি স্টার থেকে নেওয়া।
ওএফএস।
