বংশালের নাজির বাজার বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নেবে
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম : নাজির বাজার বালিকা উচ্চ বিদ্যালয়।
ঠিকানা : ৮৪ কাজি আলাউদ্দিন রোড, বংশাল (পুরোনো) ঢাকা-১০০০।
ধরণ : সরকারী স্বীকৃতিপ্রাপ্ত-এমপিওভুক্ত।
১. পদের নাম : প্রধান শিক্ষক।
নিয়োগ দেওয়া হবে : শূণ্য পদে, স্থায়ীভাবে।
অগ্রাধিকার : দক্ষ, অভিজ্ঞদের।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স। শিক্ষাজীবনের কোনো পাবলিক পরীক্ষায় একটির বেশি তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ ও সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
কর্মযোগ্যতা : বিএড, এমএড ডিগ্রিধারী হতে হবে। ছাত্রীবান্ধব, প্রশাসনিক ও শিক্ষকতায় দক্ষতা এবং অভিজ্ঞতাধারী হতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে নিজের হাতে ইংরেজিতে। আবেদনে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি যুক্ত করতে হবে। আবেদনে সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং বিশেষ ডিগ্রি (বিএড, এমএড) উল্লেখ করতে হবে ধারাবাহিকভাবে পূর্ণ রূপে। সব শিক্ষাগত, কম ও প্রশিক্ষণ যোগ্যতা এবং ডিগ্রির সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, উদ্দীপ্তকরণ এবং পরিচালনা বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। ফলে সহ-শিক্ষা কার্যক্রমের বিস্তারিত উল্লেখ করতে হবে ও প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো থেকে থাকলে সত্যায়িত আকারে প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নারী প্রধান শিক্ষক নিয়মানুসারে ও বিদ্যালয়ের ধরণে নিয়োগে প্রাধান্য লাভ করবেন। মোবাইল, মেইল, যোগাযোগ, স্বামীর নাম আবেদনপত্রে উল্লেখ করতে হবে। যেকোনো ব্যাংকের বংশাল শাখার মাধ্যমে ১ হাজার টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে ও আবেদনের সেটের সঙ্গে যুক্ত করতে হবে। এছাড়াও আবেদনপত্র তৈরি করে বিদ্যালয় অফিসে ১ হাজার টাকা নগদ প্রদান করে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
বেতন, ভাতা : সরকারী নিয়মে ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বিবেচনায় ভালো বেতন, ভাতা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। প্রধান শিক্ষকের সকল সুযোগ-সুবিধা ও ভাতা প্রদান করা হবে।
আবেদনের ঠিকানা : ফেরৎ খামে আবেদন করতে হবে অব্যবহৃত ডাকটিকেট যুক্ত করে সরাসরি বা বিদ্যালয়ের ঠিকানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবর নাজির বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, ৮৪ কাজি আলাউদ্দিন রোড, বংশাল (পুরোনো) ঢাকা-১০০০। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, যোগাযোগের ঠিকানা ও মেইল আইডি প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩০ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
উল্লেখ : লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশনের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। আগে যারা আবেদন করেছেন তাদের আর আবেদনের প্রয়োজন নেই। লিখিত ও অন্য সব পরীক্ষার সময় এবং তারিখ মোবাইলে এসএমএস ও চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
২. পদের নাম : সহকারী প্রধান শিক্ষক।
নিয়োগ দেওয়া হবে : শূণ্য পদে, স্থায়ীভাবে।
অগ্রাধিকার : দক্ষ, অভিজ্ঞদের।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স। শিক্ষাজীবনের কোনো পাবলিক পরীক্ষায় একটির বেশি তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ ও সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
কর্মযোগ্যতা : বিএড বা এমএড ডিগ্রিধারী হতে হবে। ছাত্রীবান্ধব ও শিক্ষকতায় দক্ষতা এবং অভিজ্ঞতাধারী হতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে নিজের হাতে ইংরেজিতে। আবেদনে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি যুক্ত করতে হবে। আবেদনে সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং বিশেষ ডিগ্রি (বিএড, এমএড) উল্লেখ করতে হবে ধারাবাহিকভাবে পূর্ণ রূপে। সব শিক্ষাগত, কম ও প্রশিক্ষণ যোগ্যতা এবং ডিগ্রির সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, উদ্দীপ্তকরণ এবং পরিচালনা বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। ফলে সহ-শিক্ষা কার্যক্রমের বিস্তারিত উল্লেখ করতে হবে ও প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো থেকে থাকলে সত্যায়িত আকারে প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নারী সহকারী প্রধান শিক্ষক নিয়মানুসারে ও বিদ্যালয়ের ধরণে নিয়োগে প্রাধান্য লাভ করবেন। মোবাইল, মেইল, যোগাযোগ, স্বামীর নাম আবেদনপত্রে উল্লেখ করতে হবে। যেকোনো ব্যাংকের বংশাল শাখার মাধ্যমে ১ হাজার টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে ও আবেদনের সেটের সঙ্গে যুক্ত করতে হবে। এছাড়াও আবেদনপত্র তৈরি করে বিদ্যালয় অফিসে ১ হাজার টাকা নগদ প্রদান করে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
বেতন, ভাতা : সরকারী নিয়মে ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বিবেচনায় ভালো বেতন, ভাতা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। সহকারী প্রধান শিক্ষকের সকল সুযোগ-সুবিধা ও ভাতা প্রদান করা হবে।
আবেদনের ঠিকানা : ফেরৎ খামে আবেদন করতে হবে অব্যবহৃত ডাকটিকেট যুক্ত করে সরাসরি বা বিদ্যালয়ের ঠিকানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবর নাজির বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, ৮৪ কাজি আলাউদ্দিন রোড, বংশাল (পুরোনো) ঢাকা-১০০০। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, যোগাযোগের ঠিকানা ও মেইল আইডি প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩০ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
উল্লেখ : লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশনের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। আগে যারা আবেদন করেছেন তাদের আর আবেদনের প্রয়োজন নেই। লিখিত ও অন্য সব পরীক্ষার সময় এবং তারিখ মোবাইলে এসএমএস ও চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
৩. পদের নাম : কম্পিউটার ল্যাব অপারেটর।
নিয়োগ দেওয়া হবে : শূণ্য পদে, স্থায়ীভাবে।
অগ্রাধিকার : দক্ষ, অভিজ্ঞদের।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনের নিয়মানুসারে যেকোনো শিক্ষাবোর্ড থেকে কম্পিউটার বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞানে এইচএসসি পাশ বা অন্তত ছয় মাসের কম্পিউটারের কোর্স করা থাকতে হবে যেকোনো অনুমোদিত ও ভালো প্রতিষ্ঠান থেকে। ব্যবহারিক পরীক্ষা দিতে হবে ও আচার-আচরণ এবং কমযোগ্যতা অনুসারে নিয়োগ প্রদান করা হবে। ছাত্রীবান্ধব ও বিদ্যালয় কর্মে আগ্রহীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে নিজের হাতে বাংলায়। আবেদনে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি যুক্ত করতে হবে। আবেদনে সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা উল্লেখ করতে হবে ধারাবাহিকভাবে পূর্ণ রূপে। সব শিক্ষাগত, কম ও প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নারী নিয়মানুসারে ও বিদ্যালয়ের ধরণে নিয়োগে প্রাধান্য লাভ করবেন। মোবাইল, মেইল, যোগাযোগ, স্বামীর নাম আবেদনপত্রে উল্লেখ করতে হবে। যেকোনো ব্যাংকের বংশাল শাখার মাধ্যমে ১ হাজার টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে ও আবেদনের সেটের সঙ্গে যুক্ত করতে হবে। এছাড়াও আবেদনপত্র তৈরি করে বিদ্যালয় অফিসে ১ হাজার টাকা নগদ প্রদান করে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
বেতন, ভাতা : সরকারী নিয়মে ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বিবেচনায় বেতন, ভাতা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। বিদ্যালয়ের সকল সুযোগ-সুবিধা ও ভাতা প্রদান করা হবে।
আবেদনের ঠিকানা : ফেরৎ খামে আবেদন করতে হবে অব্যবহৃত ডাকটিকেট যুক্ত করে সরাসরি বা বিদ্যালয়ের ঠিকানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবর নাজির বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, ৮৪ কাজি আলাউদ্দিন রোড, বংশাল (পুরোনো) ঢাকা-১০০০। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, যোগাযোগের ঠিকানা ও মেইল আইডি প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩০ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
উল্লেখ : লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশনের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। আগে যারা আবেদন করেছেন তাদের আর আবেদনের প্রয়োজন নেই। লিখিত ও অন্য সব পরীক্ষার সময় এবং তারিখ মোবাইলে এসএমএস ও চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
৪. পদের নাম : নৈশ প্রহরী ও এম. এল.এস.এস।
নিয়োগ দেওয়া হবে : শূণ্য পদে, স্থায়ীভাবে।
পদের সংখ্যা : একটি।
অগ্রাধিকার : কর্মঠ।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো শিক্ষাবোর্ড থেকে অন্তত অষ্টম শ্রেণী বা সমমানের জেএসসি পরীক্ষায় পাশ হতে হবে। নৈশপ্রহরী হিসেবে কাজের অভিজ্ঞতা ও আগ্রহ থাকতে হবে। এমএলএসএসের কাজ করতে হবে। ফলে ছাত্রীবান্ধব ও বিদ্যালয় কর্মে আগ্রহীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে নিজের হাতে বাংলায়। আবেদনে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি যুক্ত করতে হবে। আবেদনে সব শিক্ষাগত, কর্ম যোগ্যতা উল্লেখ করতে হবে ধারাবাহিকভাবে পূর্ণ রূপে। সব শিক্ষাগত, কর্ম যোগ্যতার-সত্যায়িত সার্টিফিকেট থেকে থাকলে প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নারী নিয়মানুসারে ও বিদ্যালয়ের ধরণে নিয়োগে প্রাধান্য লাভ করবেন। মোবাইল, মেইল, যোগাযোগ, স্বামীর নাম আবেদনপত্রে উল্লেখ করতে হবে। যেকোনো ব্যাংকের বংশাল শাখার মাধ্যমে ১ হাজার টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে ও আবেদনের সেটের সঙ্গে যুক্ত করতে হবে। এছাড়াও আবেদনপত্র তৈরি করে বিদ্যালয় অফিসে ১ হাজার টাকা নগদ প্রদান করে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
বেতন, ভাতা : সরকারী নিয়মে ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বিবেচনায় বেতন, ভাতা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। বিদ্যালয়ের প্রদেয় সকল সুযোগ-সুবিধা ও ভাতা প্রদান করা হবে।
আবেদনের ঠিকানা : ফেরৎ খামে আবেদন করতে হবে অব্যবহৃত ডাকটিকেট যুক্ত করে সরাসরি বা বিদ্যালয়ের ঠিকানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবর নাজির বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, ৮৪ কাজি আলাউদ্দিন রোড, বংশাল (পুরোনো) ঢাকা-১০০০। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩০ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
উল্লেখ : লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশনের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। আগে যারা আবেদন করেছেন তাদের আর আবেদনের প্রয়োজন নেই। লিখিত ও অন্য সব পরীক্ষার সময় এবং তারিখ মোবাইলে এসএমএস ও চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ছবি : ১. প্রতীকি ও ২. ঐতিহ্যবাহী এই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষাসফর।
ওএফএস।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)