প্রথম চাকরির মেলা করল ‘বাউয়েট’
নাটোরের কাদিরাবাদের সেনানিবাসের `বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ‘প্রথম চাকরি মেলা’ করলো ছাত্র, ছাত্রীদের জন্য।
এই দিন- ১৭ জুলাই সকাল সাড়ে ১০টায় বাউয়েটের সিন্ডিকেট রুমে চাকরিদাতা ও মেলা আয়োজক প্রতিষ্ঠান ‘সামিট কমিউনিকেশনস্ লিমিটেড’র সঙ্গে বাউয়েটের সমঝোতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফা কামাল, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, অনুষদগুলোর ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ।
সমঝোতা চুক্তিতে বাউয়েটের পক্ষে স্বাক্ষর করেছেন ডেপুটি রেজিস্ট্রার, অ্যাকাডেমিক মো. আশরাফুল ইসলাম ও সামিট কমিউনিকেশনস্ লিমিটেডের পক্ষে চিফ টেকনোলজি অফিসার (সি.টি.ও.) কে. এম. তারিকুজ্জামান।
এই সমঝোতা চুক্তির আওতায় সামিট কমিউনিকেশনস্ লিমিটেডে বাউয়েটের বিভিন্ন বিভাগের ছাত্র, ছাত্রীরা ইন্টার্ন করতে পারবেন। তাদের উপযুক্ততা বিচারে চাকরি প্রদান করা হবে। এছাড়াও অটোমোশন সফটওয়্যারসহ বিভিন্ন ধরনের কারিগরি ও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এরপর সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ‘স্কাইলাইট হল-এ ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং)’র বিভাগের আয়োজনে ‘সামিট কমিউনিকেশনস্ লিমিটেড’র সহযোগিতায় ‘বাউয়েট জব ফেয়ার-২০২২’ উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফা কামাল।
অনুষ্ঠানে সামিট কমিউনিকেশনস্ লিমিটেডের সি.টি.ও কে. এম. তারিকুজ্জামানের নেতৃত্বে হিউম্যান রিসোর্সেস বিভাগের সিনিয়র ম্যানেজার মো. আসাদ হোসেন প্রিন্স, হিউম্যান রিসোর্সেস বিভাগের ম্যানেজার ইফতেখারুল ইসলাম ও টেকনোলজি স্ট্র্যাটেজি বিভাগের সিনিয়র ম্যানেজার তানজিল আহমেদ উপস্থিত ছিলেন।
চাকরি প্রার্থীদের সিভি গ্রহণ ও লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে।
আলোচনা অনুষ্ঠানও হয়েছে।
আলোচনায় ইসিই এবং বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন এবং ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী খায়রুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন।
সামিট কমিউনিকেশনস্ লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার তার নিজস্ব প্রতিষ্ঠান পরিচালনা ও কর্মক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার আলোকে বাউয়েটের প্রযুক্তিনর্ভর বিভাগগুলোর উন্নয়ন, ছাত্র, ছাত্রীদের ভবিষৎ কর্মপন্থা ও ক্যারিয়ার গড়ে তোলার বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
আলোচনায় বক্তাগণ বলেছেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে মিল রেখে বাস্তব ও কর্মমুখী শিক্ষাপ্রদানের ক্ষেত্রে বাউয়েট সব সময় কাজ করে চলেছে। এই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে ‘প্রথম জব ফেয়ার-২০২২’ এর আয়োজন করা হলো। ধারাবাহিকতায় আরও বড় পরিসরে ভবিষ্যতে চাকরির মেলা আয়োজন করা হবে।”
স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, অনুষদগুলোর ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও প্রাক্তন ছাত্র-ছাত্রীগণ।
লেখা ও ছবি : পাবলিক পাবলিক রিলেসন্স বিভাগ, বাউয়েট।
ওএফএস।