সহযোগী অধ্যাপক থেকে লিয়াজোঁ অফিসার নেবে বরিশাল বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের নাম : বরিশাল বিশ্ববিদ্যালয়
১. বিভাগের নাম : অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস)।
পদের নাম : সহযোগী অধ্যাপক।
পদের সংখ্যা : একটি। পদের ধরণ : স্থায়ী পদ।
বেতন স্কেল : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে চতুর্থ গ্রেডে সহযোগী অধ্যাপকের নিয়মানুসারে বাংলাদেশের সরকারী বিশ্ববিদ্যালয়গুলোর হিসেবে বেতন দেওয়া হবে। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল সুবিধা প্রদেয় হবে।
শিক্ষাগত যোগ্যতা : প্রথম বিভাগে বোর্ড স্ট্যান্ড বা অত্যন্ত ভালো ফলাফলে পাশ হবে এসএসসি ও এইচএসসিতে বিভাগ পদ্ধতিতে। সিজিপিএতে গোন্ডেন জিপিএ পাশ হতে হবে। এছাড়াও বিবিএ ও এমবিএতে প্রথম শ্রেণীতে মেধা তালিকায় অবস্থান থাকতে হবে। তবে পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে যেকোনো একটি পাবলিক পরীক্ষার বিভাগ বা শ্রেণীর ফলাফল যোগ্যতা শিথিল করা হবে। আবেদনের কোথাও তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এই বিবেচনায় যোগাযোগের মাধ্যমে আবেদন করতে হবে।
শিক্ষকতার যোগ্যতা : এই সরকারী বিশ্ববিদ্যালয়ে আবেদনের নিয়মানুসারে যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয়ে যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বা মান হিসেবে বিবেচনাযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং বিভাগে অন্তত ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত পাঁচ বছর সহকারী অধ্যাপক হিসেবে অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত ও ভালো গবেষণা জার্নালে অন্তত তিনটি সহকারী অধ্যাপক হিসেবে গবেষণা নিবন্ধ প্রকাশিত থাকতে হবে। মোট নিবন্ধের সংখ্যা হবে পাঁচটি। নিবন্ধগুলো সত্যায়িত করে জমা দিতে হবে। বই থাকলে জমা দিতে হবে। লেখার লিংকও। এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে চার বছর সহকারী অধ্যাপক হিসেবে কর্ম অভিজ্ঞতা গ্রহণযোগ্য হবে। তাদের মোট আট বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা গ্রহণযোগ্য হবে। ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের ক্ষেত্রে সহকারী অধ্যাপক হিসেবে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা গ্রহণ করা হবে। এই শর্তে শিক্ষাজীবনের যেকোনো একটির ফলাফল শিথিল করা হবে। ফলাফল সমান থাকলে শিক্ষকতার ক্ষেত্রে উচ্চতর ডিগ্রি ও অর্জন বিবেচনা করা হবে।
কর্মযোগ্যতা : বিশ্ববিদ্যালয় বা গ্রহণযোগ্য নিয়মে শিক্ষকতার অতিরিক্ত অভিজ্ঞতা বিশেষ বিবেচনা করা হবে। ছাত্র, ছাত্রীদের পাঠদান ও শিক্ষা সহায়ক কার্যক্রমে অবদান বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
উল্লেখ্য : যারা এর আগে ২০২২ সালের এপ্রিল মাসের ১০ তারিখে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের প্রেক্ষিতে আবেদন করেছেন, তাদের এই সময়কালে শিক্ষকতার অভিজ্ঞতা ও যোগ্যতার নব অর্জন থাকলে রেজিস্ট্রার কার্যালয়ে পুরোনো আবেদনে নতুন যোগ্যতা লিপিবদ্ধ করে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। আভ্যন্তরীণ শিক্ষকদের পদ খালি থাকা সাপেক্ষে যোগ্যতা বিচারে অগ্রাধিকার দেওয়া হবে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের নিয়ম : নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে এআইএস বিভাগের চেয়ারম্যান কার্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রার দপ্তর থেকে। সব শিক্ষাগত, কর্ম, প্রশিক্ষণ, সহ-শিক্ষা কার্যক্রমের পূর্ণ ও বিস্তারিত বিবরণ প্রদান করতে হবে। পিতা বা স্বামীর নাম (নারী বিবাহিত হলে) উল্লেখ করতে হবে ও তার পেশা এবং ঠিকানাসহ সব ভালোভোবে উল্লেখ করতে হবে। আবেদনের প্রতি সেটে একটি করে সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। এছাড়াও চার কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি প্রয়োজনীয়তা বিবেচনায় জমা দিতে হবে। সব শিক্ষা, গবেষণা, কর্ম ও প্রশিক্ষণ এবং সহ-শিক্ষা কার্যক্রমের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা জেলার মেয়র কার্যালয় থেকে সংগ্রহ করা সত্যায়িত চারিত্রিক সনদের ফটোকপি জমা দিতে হবে। ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রবান্ধব ও কর্মঠ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কোনো ধরণের সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য নয়। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোর নির্ধারিত নিয়ামানুসারে।
আবেদনপত্র সংগ্রহ করবেন : বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সদর, কর্ণকাঠি, বরিশাল-৮২৪৫ এই ঠিকানায় রেজিস্ট্রার কার্যালয়ের ডেসপ্যাচ শাখা থেকে। এরপর বিশ্ববিদ্যালয়ের বা বাংলাদেশের যেকোনো স্থানের সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে রেজিস্ট্রার বরাবর অফেরৎযোগ্য ১৫শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে ও মোট ১১ সেটের পূর্ণ আবেদনের একটি মাত্র সেটে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৬ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনের ঠিকানা : বরাবর অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন, অতিরিক্ত দায়িত্বে রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সদর, কর্ণকাঠি, বরিশাল-৮২৪৫ এই ঠিকানায়। ফেরৎ খামে দুটি অব্যবহৃত ডাকটিকেট যুক্ত করতে হবে। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল নম্বর, মেইল ঠিকানা ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
২. বিভাগের নাম : ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ।
পদের নাম : সহযোগী অধ্যাপক।
পদের সংখ্যা : একটি। পদের ধরণ : স্থায়ী পদ।
বেতন স্কেল : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে চতুর্থ গ্রেডে সহযোগী অধ্যাপকের নিয়মানুসারে বাংলাদেশের সরকারী বিশ্ববিদ্যালয়গুলোর হিসেবে বেতন দেওয়া হবে। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল সুবিধা প্রদেয় হবে।
শিক্ষাগত যোগ্যতা : প্রথম বিভাগে বোর্ড স্ট্যান্ড বা অত্যন্ত ভালো ফলাফলে পাশ হবে এসএসসি ও এইচএসসিতে বিভাগ পদ্ধতিতে। সিজিপিএতে গোন্ডেন জিপিএ পাশ হতে হবে। এছাড়াও বিবিএ ও এমবিএতে প্রথম শ্রেণীতে মেধা তালিকায় অবস্থান থাকতে হবে। তবে পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে যেকোনো একটি পাবলিক পরীক্ষার বিভাগ বা শ্রেণীর ফলাফল যোগ্যতা শিথিল করা হবে। আবেদনের কোথাও তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এই বিবেচনায় যোগাযোগের মাধ্যমে আবেদন করতে হবে।
শিক্ষকতার যোগ্যতা : এই সরকারী বিশ্ববিদ্যালয়ে আবেদনের নিয়মানুসারে যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয়ে বা মান হিসেবে বিবেচনাযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে অন্তত ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত পাঁচ বছর সহকারী অধ্যাপক হিসেবে অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত ও ভালো গবেষণা জার্নালে অন্তত তিনটি সহকারী অধ্যাপক হিসেবে গবেষণা নিবন্ধ প্রকাশিত থাকতে হবে। মোট নিবন্ধের সংখ্যা হবে পাঁচটি। নিবন্ধগুলো সত্যায়িত করে জমা দিতে হবে। বই থাকলে জমা দিতে হবে। লেখার লিংকও। এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে চার বছর সহকারী অধ্যাপক হিসেবে কর্ম অভিজ্ঞতা গ্রহণযোগ্য হবে। তাদের মোট আট বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা গ্রহণযোগ্য হবে। ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের ক্ষেত্রে সহকারী অধ্যাপক হিসেবে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা গ্রহণ করা হবে। এই শর্তে শিক্ষাজীবনের যেকোনো একটির ফলাফল শিথিল করা হবে। ফলাফল সমান থাকলে শিক্ষকতার ক্ষেত্রে উচ্চতর ডিগ্রি ও অর্জন বিবেচনা করা হবে।
কর্মযোগ্যতা : বিশ্ববিদ্যালয় বা গ্রহণযোগ্য নিয়মে শিক্ষকতার অতিরিক্ত অভিজ্ঞতা বিশেষ বিবেচনা করা হবে। ছাত্র, ছাত্রীদের পাঠদান ও শিক্ষা সহায়ক কার্যক্রমে অবদান বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
উল্লেখ্য : যারা এর আগে ২০২২ সালের এপ্রিল মাসের ১০ তারিখে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের প্রেক্ষিতে আবেদন করেছেন, তাদের এই সময়কালে শিক্ষকতার অভিজ্ঞতা ও যোগ্যতার নব অর্জন থাকলে রেজিস্ট্রার কার্যালয়ে পুরোনো আবেদনে নতুন যোগ্যতা লিপিবদ্ধ করে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। আভ্যন্তরীণ শিক্ষকদের পদ খালি থাকা সাপেক্ষে যোগ্যতা বিচারে অগ্রাধিকার দেওয়া হবে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের নিয়ম : নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান কার্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রার দপ্তর থেকে। সব শিক্ষাগত, কর্ম, প্রশিক্ষণ, সহ-শিক্ষা কার্যক্রমের পূর্ণ ও বিস্তারিত বিবরণ প্রদান করতে হবে। পিতা বা স্বামীর নাম (নারী বিবাহিত হলে) উল্লেখ করতে হবে ও তার পেশা এবং ঠিকানাসহ সব ভালোভোবে উল্লেখ করতে হবে। আবেদনের প্রতি সেটে একটি করে সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। এছাড়াও চার কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি প্রয়োজনীয়তা বিবেচনায় জমা দিতে হবে। সব শিক্ষা, গবেষণা, কর্ম ও প্রশিক্ষণ এবং সহ-শিক্ষা কার্যক্রমের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা জেলার মেয়র কার্যালয় থেকে সংগ্রহ করা সত্যায়িত চারিত্রিক সনদের ফটোকপি জমা দিতে হবে। ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রবান্ধব ও কর্মঠ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কোনো ধরণের সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য নয়। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোর নির্ধারিত নিয়ামানুসারে।
আবেদনপত্র সংগ্রহ করবেন : বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সদর, কর্ণকাঠি, বরিশাল-৮২৪৫ এই ঠিকানায় রেজিস্ট্রার কার্যালয়ের ডেসপ্যাচ শাখা থেকে। এরপর বিশ্ববিদ্যালয়ের বা বাংলাদেশের যেকোনো স্থানের সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে রেজিস্ট্রার বরাবর অফেরৎযোগ্য ১৫শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে ও মোট ১১ সেটের পূর্ণ আবেদনের একটি মাত্র সেটে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৬ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনের ঠিকানা : বরাবর অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন, অতিরিক্ত দায়িত্বে রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সদর, কর্ণকাঠি, বরিশাল-৮২৪৫ এই ঠিকানায়। ফেরৎ খামে দুটি অব্যবহৃত ডাকটিকেট যুক্ত করতে হবে। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল নম্বর, মেইল ঠিকানা ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
৩. বিভাগের নাম : মার্কেটিং বিভাগ।
পদের নাম : প্রভাষক।
পদের সংখ্যা : একটি। পদের ধরণ : স্থায়ী পদ।
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই মার্কেটিং বিভাগে চার বছর মেয়াদী বিবিএ ও এক বছর মেয়াদী এমবিএ পাশ হতে হবে। সিজিপিএ ৪.০০’র মধ্যে অন্তত ৩.৫০ অর্জন করতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএতে ৫.০০’র মধ্যে অন্তত ৪.০০ পেতে হবে। আবেদনের নিয়মে অনার্স ও মাস্টার্সে অন্তত একটি প্রথম শ্রেণী থাকতে হবে।
নিয়োগ দেওয়া হবে : যে প্রার্থীরা এই পাবলিক পরীক্ষাগুলোতে নূন্যতম আবেদনপত্র কেনার সিজিপিএ ও জিপিএ লাভ করেছেন, তাদের মধ্যে যারা বিবিএ ও এমবিএ পরীক্ষায় প্রথম স্থান বা সর্বোচ্চ ফলাফলধারী তাদের নিয়োগ প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে। তাদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসির যেকোনো একটি পাবলিক পরীক্ষার আবেদনের শর্ত শিথিলযোগ্য। যোগ্যতাগুলো সমান থাকলে উচ্চতর ফলাফল ও কর্ম অভিজ্ঞতা বিচার করা হবে।
কর্মযোগ্যতা : ফলাফল প্রধান যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। শিক্ষা সহায়ক কার্যক্রমে অবদান বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বিশ্ববিদ্যালয় বা গ্রহণযোগ্য নিয়মে শিক্ষকতা অতিরিক্ত অভিজ্ঞতা বিশেষ বিবেচনা করা হবে।
উল্লেখ্য : যারা এর আগে ২০২২ সালের এপ্রিল মাসের ১০ তারিখে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের প্রেক্ষিতে আবেদন করেছেন, তাদের এই সময়কালে শিক্ষকতার অভিজ্ঞতা ও যোগ্যতার নব অর্জন থাকলে রেজিস্ট্রার কার্যালয়ে পুরোনো আবেদনে নতুন যোগ্যতা লিপিবদ্ধ করে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। চাকরিরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের নিয়ম : নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান কার্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রার দপ্তর থেকে। সব শিক্ষাগত, কর্ম, প্রশিক্ষণ থেকে (থাকলে), সহ-শিক্ষা কার্যক্রমের পূর্ণ ও বিস্তারিত বিবরণ প্রদান করতে হবে। পিতা বা স্বামীর নাম (নারী বিবাহিত হলে) উল্লেখ করতে হবে ও তার পেশা এবং ঠিকানাসহ সব ভালোভোবে উল্লেখ করতে হবে। আবেদনের প্রতি সেটে একটি করে সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। এছাড়াও চার কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি প্রয়োজনীয়তা বিবেচনায় জমা দিতে হবে। সব শিক্ষা, গবেষণা, কর্ম ও প্রশিক্ষণ (থেকে থাকলে) এবং সহ-শিক্ষা কার্যক্রমের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা জেলার মেয়র কার্যালয় থেকে সংগ্রহ করা সত্যায়িত চারিত্রিক সনদের ফটোকপি জমা দিতে হবে। ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রবান্ধব ও কর্মঠ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কোনো ধরণের সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য নয়। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোর নির্ধারিত নিয়ামানুসারে।
আবেদনপত্র সংগ্রহ করবেন : বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সদর, কর্ণকাঠি, বরিশাল-৮২৪৫ এই ঠিকানায় রেজিস্ট্রার কার্যালয়ের ডেসপ্যাচ শাখা থেকে। এরপর বিশ্ববিদ্যালয়ের বা বাংলাদেশের যেকোনো স্থানের সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে রেজিস্ট্রার বরাবর অফেরৎযোগ্য ১২শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে ও মোট ১১ সেটের পূর্ণ আবেদনের একটি মাত্র সেটে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৬ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনের ঠিকানা : বরাবর অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন, অতিরিক্ত দায়িত্বে রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সদর, কর্ণকাঠি, বরিশাল-৮২৪৫ এই ঠিকানায়। ফেরৎ খামে দুটি অব্যবহৃত ডাকটিকেট যুক্ত করতে হবে। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল নম্বর, মেইল ঠিকানা ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
বেতন : গ্রেড ৯-এ এই পদে বেতন হলো ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকার মধ্যে। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদের সকল সুবিধা প্রদান করা হবে।
সর্বোচ্চ ৩০ বছর।
৪. বিভাগের নাম : কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।
পদের নাম : প্রভাষক।
পদের সংখ্যা : দুইটি। পদের ধরণ : স্থায়ী পদ।
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই সিএসইতে চার বছর মেয়াদী অনার্স ও এক বছর মেয়াদী মাস্টার্স পাশ হতে হবে। সিজিপিএ ৪.০০’র মধ্যে অন্তত ৩.৫০ অর্জন করতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএতে ৫.০০’র মধ্যে অন্তত ৪.০০ পেতে হবে। আবেদনের নিয়মে অনার্স ও মাস্টার্সে অন্তত একটি প্রথম শ্রেণী থাকতে হবে।
নিয়োগ দেওয়া হবে : যে প্রার্থীরা এই পাবলিক পরীক্ষাগুলোতে নূন্যতম আবেদনপত্র কেনার সিজিপিএ ও জিপিএ লাভ করেছেন, তাদের মধ্যে যারা বিবিএ ও এমবিএ পরীক্ষায় প্রথম স্থান বা সর্বোচ্চ ফলাফলধারী তাদের নিয়োগ প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে। তাদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসির যেকোনো একটি পাবলিক পরীক্ষার আবেদনের শর্ত শিথিলযোগ্য। যোগ্যতাগুলো সমান থাকলে উচ্চতর ফলাফল ও কর্ম অভিজ্ঞতা বিচার করা হবে।
কর্মযোগ্যতা : ফলাফল প্রধান যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। শিক্ষা সহায়ক কার্যক্রমে অবদান বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বিশ্ববিদ্যালয় বা গ্রহণযোগ্য নিয়মে শিক্ষকতা অতিরিক্ত অভিজ্ঞতা বিশেষ বিবেচনা করা হবে।
উল্লেখ্য : যারা এর আগে ২০২২ সালের এপ্রিল মাসের ১০ তারিখে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের প্রেক্ষিতে আবেদন করেছেন, তাদের এই সময়কালে শিক্ষকতার অভিজ্ঞতা ও যোগ্যতার নব অর্জন থাকলে রেজিস্ট্রার কার্যালয়ে পুরোনো আবেদনে নতুন যোগ্যতা লিপিবদ্ধ করে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। চাকরিরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের নিয়ম : নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে সিএসই বিভাগের চেয়ারম্যান কার্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রার দপ্তর থেকে। সব শিক্ষাগত, কর্ম, প্রশিক্ষণ, আবিস্কার ও গবেষণার সহ-শিক্ষা কার্যক্রমের পূর্ণ ও বিস্তারিত বিবরণ প্রদান করতে হবে। পিতা বা স্বামীর নাম (নারী বিবাহিত হলে) উল্লেখ করতে হবে ও তার পেশা এবং ঠিকানাসহ সব ভালোভোবে উল্লেখ করতে হবে। আবেদনের প্রতি সেটে একটি করে সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। এছাড়াও চার কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি প্রয়োজনীয়তা বিবেচনায় জমা দিতে হবে। সব শিক্ষা, গবেষণা, কর্ম ও প্রশিক্ষণ (থেকে থাকলে) এবং সহ-শিক্ষা কার্যক্রমের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা জেলার মেয়র কার্যালয় থেকে সংগ্রহ করা সত্যায়িত চারিত্রিক সনদের ফটোকপি জমা দিতে হবে। ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রবান্ধব ও কর্মঠ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কোনো ধরণের সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য নয়। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোর নির্ধারিত নিয়ামানুসারে।
আবেদনপত্র সংগ্রহ করবেন : বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সদর, কর্ণকাঠি, বরিশাল-৮২৪৫ এই ঠিকানায় রেজিস্ট্রার কার্যালয়ের ডেসপ্যাচ শাখা থেকে। এরপর বিশ্ববিদ্যালয়ের বা বাংলাদেশের যেকোনো স্থানের সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে রেজিস্ট্রার বরাবর অফেরৎযোগ্য ১২শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে ও মোট ১১ সেটের পূর্ণ আবেদনের একটি মাত্র সেটে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৬ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনের ঠিকানা : বরাবর অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন, অতিরিক্ত দায়িত্বে রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সদর, কর্ণকাঠি, বরিশাল-৮২৪৫ এই ঠিকানায়। ফেরৎ খামে দুটি অব্যবহৃত ডাকটিকেট যুক্ত করতে হবে। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল নম্বর, মেইল ঠিকানা ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
বেতন : গ্রেড ৯-এ এই পদে বেতন হলো ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকার মধ্যে। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদের সকল সুবিধা প্রদান করা হবে।
সর্বোচ্চ ৩০ বছর।
৫. বিভাগের নাম : কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার স্টাডিজ (সিএসডিএস) বিভাগ।
পদের নাম : প্রভাষক।
পদের সংখ্যা : তিনটি। পদের ধরণ : স্থায়ী পদ।
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের অবশ্যই পরিবেশ বিজ্ঞান, দুযোগ ব্যবস্থাপনা, ফরেস্টি ইত্যাদি পরিবেশ সংশ্লিষ্ট বিভাগগুলোর যেকোনো একটি থেকে চার বছর মেয়াদী অনার্স ও এক বছর মেয়াদী মাস্টার্স পাশ হতে হবে। সিজিপিএ ৪.০০’র মধ্যে অন্তত ৩.৫০ অর্জন করতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএতে ৫.০০’র মধ্যে অন্তত ৪.০০ পেতে হবে। আবেদনের নিয়মে অনার্স ও মাস্টার্সে অন্তত একটি প্রথম শ্রেণী থাকতে হবে।
নিয়োগ দেওয়া হবে : যে প্রার্থীরা এই পাবলিক পরীক্ষাগুলোতে নূন্যতম আবেদনপত্র কেনার সিজিপিএ ও জিপিএ লাভ করেছেন, তাদের মধ্যে যারা অনার্স ও মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান বা সর্বোচ্চ ফলাফলধারী তাদের নিয়োগ প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে। তাদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসির যেকোনো একটি পাবলিক পরীক্ষার আবেদনের শর্ত শিথিলযোগ্য। যোগ্যতাগুলো সমান থাকলে উচ্চতর ফলাফল ও কর্ম অভিজ্ঞতা বিচার করা হবে।
কর্মযোগ্যতা : ফলাফল প্রধান যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। শিক্ষা সহায়ক কার্যক্রমে অবদান বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বিশ্ববিদ্যালয় বা গ্রহণযোগ্য নিয়মে শিক্ষকতা অতিরিক্ত অভিজ্ঞতা বিশেষ বিবেচনা করা হবে।
উল্লেখ্য : যারা এর আগে ২০২২ সালের এপ্রিল মাসের ১০ তারিখে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের প্রেক্ষিতে আবেদন করেছেন, তাদের এই সময়কালে শিক্ষকতার অভিজ্ঞতা ও যোগ্যতার নব অর্জন থাকলে রেজিস্ট্রার কার্যালয়ে পুরোনো আবেদনে নতুন যোগ্যতা লিপিবদ্ধ করে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। চাকরিরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের নিয়ম : নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে সিএসই বিভাগের চেয়ারম্যান কার্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রার দপ্তর থেকে। সব শিক্ষাগত, কর্ম, প্রশিক্ষণ, আবিস্কার ও গবেষণার সহ-শিক্ষা কার্যক্রমের পূর্ণ ও বিস্তারিত বিবরণ প্রদান করতে হবে। পিতা বা স্বামীর নাম (নারী বিবাহিত হলে) উল্লেখ করতে হবে ও তার পেশা এবং ঠিকানাসহ সব ভালোভোবে উল্লেখ করতে হবে। আবেদনের প্রতি সেটে একটি করে সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। এছাড়াও চার কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি প্রয়োজনীয়তা বিবেচনায় জমা দিতে হবে। সব শিক্ষা, গবেষণা, কর্ম ও প্রশিক্ষণ (থেকে থাকলে) এবং সহ-শিক্ষা কার্যক্রমের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা জেলার মেয়র কার্যালয় থেকে সংগ্রহ করা সত্যায়িত চারিত্রিক সনদের ফটোকপি জমা দিতে হবে। ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রবান্ধব ও কর্মঠ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কোনো ধরণের সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য নয়। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোর নির্ধারিত নিয়ামানুসারে।
আবেদনপত্র সংগ্রহ করবেন : বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সদর, কর্ণকাঠি, বরিশাল-৮২৪৫ এই ঠিকানায় রেজিস্ট্রার কার্যালয়ের ডেসপ্যাচ শাখা থেকে। এরপর বিশ্ববিদ্যালয়ের বা বাংলাদেশের যেকোনো স্থানের সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে রেজিস্ট্রার বরাবর অফেরৎযোগ্য ১২শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে ও মোট ১১ সেটের পূর্ণ আবেদনের একটি মাত্র সেটে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৬ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনের ঠিকানা : বরাবর অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন, অতিরিক্ত দায়িত্বে রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সদর, কর্ণকাঠি, বরিশাল-৮২৪৫ এই ঠিকানায়। ফেরৎ খামে দুটি অব্যবহৃত ডাকটিকেট যুক্ত করতে হবে। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল নম্বর, মেইল ঠিকানা ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
বেতন : গ্রেড ৯-এ এই পদে বেতন হলো ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকার মধ্যে। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদের সকল সুবিধা প্রদান করা হবে।
বয়স : সর্বোচ্চ ৩০ বছর।
৬. বিভাগের নাম : বরিশাল বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার।
পদের নাম : মেডিক্যাল অফিসার।
পদের সংখ্যা : একটি।
পদের ধরণ : স্থায়ী পদ।
নিয়োগ দেওয়া হবে : নারী মেডিক্যাল অফিসার।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত এমবিবিএস পাশ হতে হবে যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যলয় থেকে। বিএমএন্ডডিসির নিবন্ধন থাকতে হবে। অন্তত দ্বিতীয় বিভাগ বা শ্রেণীতে পাশ হতে হবে। আবেদনের কোথাও তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এই বিবেচনায় যোগাযোগের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ দেওয়া হবে : যে প্রার্থীরা নূন্যতম আবেদনপত্র কেনার যোগ্যতাধারী, তাদের মধ্যে কর্ম ও ডিগ্রি বিচারে নিয়োগ দেওয়া হবে।
উল্লেখ্য : যারা এর আগে ২০২২ সালের এপ্রিল মাসের ১০ তারিখে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের প্রেক্ষিতে আবেদন করেছেন, তাদের এই সময়কালে চিকিৎসকের অভিজ্ঞতা ও যোগ্যতার নব অর্জন থাকলে রেজিস্ট্রার কার্যালয়ে পুরোনো আবেদনে নতুন যোগ্যতা লিপিবদ্ধ করে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। চাকরিরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের নিয়ম : নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে মেডিক্যাল সেন্টারের পরিচালক মাধ্যমে রেজিস্ট্রার স্যারের কার্যালয়ের মাধ্যমে। সব শিক্ষাগত, কর্ম, প্রশিক্ষণ ও গবেষণা এবং সহ-শিক্ষা কার্যক্রমের পূর্ণ ও বিস্তারিত বিবরণ প্রদান করতে হবে। পিতা বা স্বামীর নাম (বিবাহিত হলে) উল্লেখ করতে হবে ও তার পেশা এবং ঠিকানাসহ সব ভালোভোবে উল্লেখ করতে হবে। আবেদনের প্রতি সেটে একটি করে সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। এছাড়াও চার কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি প্রয়োজনীয়তা বিবেচনায় জমা দিতে হবে। সব শিক্ষা, গবেষণা, কর্ম, প্রশিক্ষণ, গবেষণা ও সহ-শিক্ষা কার্যক্রমের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা জেলার মেয়র কার্যালয় থেকে সংগ্রহ করা সত্যায়িত চারিত্রিক সনদের ফটোকপি জমা দিতে হবে। ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রীবান্ধব ও কর্মঠ এবং আগ্রহী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। কোনো ধরণের সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য নয়। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোর নির্ধারিত নিয়ামানুসারে।
আবেদনপত্র সংগ্রহ করবেন : বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সদর, কর্ণকাঠি, বরিশাল-৮২৪৫ এই ঠিকানায় রেজিস্ট্রার কার্যালয়ের ডেসপ্যাচ শাখা থেকে। এরপর বিশ্ববিদ্যালয়ের বা বাংলাদেশের যেকোনো স্থানের সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে রেজিস্ট্রার বরাবর অফেরৎযোগ্য ১২শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে ও মোট ১১ সেটের পূর্ণ আবেদনের একটি মাত্র সেটে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৬ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনের ঠিকানা : বরাবর অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন, অতিরিক্ত দায়িত্বে রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সদর, কর্ণকাঠি, বরিশাল-৮২৪৫ এই ঠিকানায়। ফেরৎ খামে দুটি অব্যবহৃত ডাকটিকেট যুক্ত করতে হবে। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল নম্বর, মেইল ঠিকানা ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
বেতন : গ্রেড ৯-এ এই পদে বেতন হলো ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকার মধ্যে। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল সুবিধা প্রদান করা হবে।
বয়স : সর্বোচ্চ ৩০ বছর।
৭. বিভাগের নাম : বরিশাল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কার্যালয়।
পদের নাম : সেকশন অফিসার।
পদের সংখ্যা : একটি।
পদের ধরণ : স্থায়ী পদ।
নিয়োগের ধরণ : ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার করতে পারতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে ও এই কাজগুলোর অভিজ্ঞতা থাকতে হবে। এই কর্মগুলোর সত্যায়িত সার্টিফিকেট আবেদনের সঙ্গে প্রদান করতে হবে। উচ্চতর অভিজ্ঞতাধারীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা :অনার্স ও মাস্টার্স পাশ হতে হবে যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে। অন্তত দ্বিতীয় বিভাগ বা শ্রেণীতে পাশ হতে হবে। আবেদনের কোথাও তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এই বিবেচনায় যোগাযোগের মাধ্যমে আবেদন করতে হবে।
উল্লেখ্য : যারা এর আগে ২০২২ সালের এপ্রিল মাসের ১০ তারিখে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের প্রেক্ষিতে আবেদন করেছেন, তাদের এই সময়কালে অভিজ্ঞতা ও কাজের যোগ্যতার নব অর্জন থাকলে রেজিস্ট্রার কার্যালয়ে পুরোনো আবেদনে নতুন যোগ্যতা লিপিবদ্ধ করে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। চাকরিরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের নিয়ম : নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে মেডিক্যাল সেন্টারের পরিচালক মাধ্যমে রেজিস্ট্রার স্যারের কার্যালয়ের মাধ্যমে। সব শিক্ষাগত, কর্ম, প্রশিক্ষণ ও কম্পিউটারের অভিজ্ঞতা এবং সহ-শিক্ষা কার্যক্রম (থেকে থাকলে) পূর্ণ ও বিস্তারিত বিবরণ প্রদান করতে হবে। পিতা বা স্বামীর নাম (নারী বিবাহিত হলে) উল্লেখ করতে হবে ও তার পেশা এবং ঠিকানাসহ সব ভালোভোবে উল্লেখ করতে হবে। আবেদনের প্রতি সেটে একটি করে সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। এছাড়াও চার কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি প্রয়োজনীয়তা বিবেচনায় জমা দিতে হবে। সব শিক্ষা, গবেষণা, কর্ম, প্রশিক্ষণ, গবেষণা ও সহ-শিক্ষা কার্যক্রমের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা জেলার মেয়র কার্যালয় থেকে সংগ্রহ করা সত্যায়িত চারিত্রিক সনদের ফটোকপি জমা দিতে হবে। ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রীবান্ধব ও কর্মঠ এবং আগ্রহী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। কোনো ধরণের সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য নয়। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোর নির্ধারিত নিয়ামানুসারে।
আবেদনপত্র সংগ্রহ করবেন : বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সদর, কর্ণকাঠি, বরিশাল-৮২৪৫ এই ঠিকানায় রেজিস্ট্রার কার্যালয়ের ডেসপ্যাচ শাখা থেকে। এরপর বিশ্ববিদ্যালয়ের বা বাংলাদেশের যেকোনো স্থানের সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে রেজিস্ট্রার বরাবর অফেরৎযোগ্য ১২শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে ও মোট ১১ সেটের পূর্ণ আবেদনের একটি মাত্র সেটে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৬ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনের ঠিকানা : বরাবর অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন, অতিরিক্ত দায়িত্বে রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সদর, কর্ণকাঠি, বরিশাল-৮২৪৫ এই ঠিকানায়। ফেরৎ খামে দুটি অব্যবহৃত ডাকটিকেট যুক্ত করতে হবে। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল নম্বর, মেইল ঠিকানা ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
বেতন : গ্রেড ৯-এ এই পদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বেতন হলো ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকার মধ্যে। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল সুবিধা প্রদান করা হবে।
বয়স : সর্বোচ্চ ৩০ বছর। আভ্যন্তরীণ প্রার্থীর বয়স শিথিল করা হবে যোগ্যতা ও দক্ষতা সাপেক্ষে নিয়ামানুসারে।
৮. বিভাগের নাম : ভিসি স্যারের কার্যালয়।
পদের নাম : প্রটোকল অ্যান্ড লিয়াজোঁ অফিসার।
পদের সংখ্যা : একটি।
পদের ধরণ : স্থায়ী পদ।
নিয়োগের ধরণ : ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার করতে পারতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে ও এই কাজগুলোর অভিজ্ঞতা থাকতে হবে। এই কর্মগুলোর সত্যায়িত সার্টিফিকেট আবেদনের সঙ্গে প্রদান করতে হবে। উচ্চতর অভিজ্ঞতাধারীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা :অনার্স ও মাস্টার্স পাশ হতে হবে যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে। অন্তত দ্বিতীয় বিভাগ বা শ্রেণীতে পাশ হতে হবে। আবেদনের কোথাও তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এই বিবেচনায় যোগাযোগের মাধ্যমে আবেদন করতে হবে।
উল্লেখ্য : যারা এর আগে ২০২২ সালের এপ্রিল মাসের ১০ তারিখে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের প্রেক্ষিতে আবেদন করেছেন, তাদের এই সময়কালে অভিজ্ঞতা ও কাজের যোগ্যতার নব অর্জন থাকলে রেজিস্ট্রার কার্যালয়ে পুরোনো আবেদনে নতুন যোগ্যতা লিপিবদ্ধ করে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। চাকরিরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। পদ খালি থাকা সাপেক্ষে বিভাগীয় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম : নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে মেডিক্যাল সেন্টারের পরিচালক মাধ্যমে রেজিস্ট্রার স্যারের কার্যালয়ের মাধ্যমে। সব শিক্ষাগত, কর্ম, প্রশিক্ষণ ও কম্পিউটারের অভিজ্ঞতা এবং সহ-শিক্ষা কার্যক্রম (থেকে থাকলে), যোগ্যতার পূর্ণ ও বিস্তারিত বিবরণ প্রদান করতে হবে। পিতা বা স্বামীর নাম (নারী বিবাহিত হলে) উল্লেখ করতে হবে ও তার পেশা এবং ঠিকানাসহ সব ভালোভোবে উল্লেখ করতে হবে। আবেদনের প্রতি সেটে একটি করে সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। এছাড়াও চার কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি প্রয়োজনীয়তা বিবেচনায় জমা দিতে হবে। সব শিক্ষা, গবেষণা, কর্ম, প্রশিক্ষণ, গবেষণা ও সহ-শিক্ষা কার্যক্রমের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা জেলার মেয়র কার্যালয় থেকে সংগ্রহ করা সত্যায়িত চারিত্রিক সনদের ফটোকপি জমা দিতে হবে। ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রীবান্ধব ও কর্মঠ এবং আগ্রহী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। কোনো ধরণের সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য নয়। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোর নির্ধারিত নিয়ামানুসারে।
আবেদনপত্র সংগ্রহ করবেন : বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সদর, কর্ণকাঠি, বরিশাল-৮২৪৫ এই ঠিকানায় রেজিস্ট্রার কার্যালয়ের ডেসপ্যাচ শাখা থেকে। এরপর বিশ্ববিদ্যালয়ের বা বাংলাদেশের যেকোনো স্থানের সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে রেজিস্ট্রার বরাবর অফেরৎযোগ্য ১২শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে ও মোট ১১ সেটের পূর্ণ আবেদনের একটি মাত্র সেটে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৬ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনের ঠিকানা : বরাবর অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন, অতিরিক্ত দায়িত্বে রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সদর, কর্ণকাঠি, বরিশাল-৮২৪৫ এই ঠিকানায়। ফেরৎ খামে দুটি অব্যবহৃত ডাকটিকেট যুক্ত করতে হবে। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল নম্বর, মেইল ঠিকানা ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
বেতন : গ্রেড ৯-এ এই পদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বেতন হলো ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকার মধ্যে। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল সুবিধা প্রদান করা হবে।
বয়স : সর্বোচ্চ ৩০ বছর। আভ্যন্তরীণ প্রার্থীর বয়স শিথিল করা হবে যোগ্যতা ও দক্ষতা সাপেক্ষে নিয়ামানুসারে।
ছবি : বরিশাল বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি।
ওএফএস।