ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে দুই সহযোগী অধ্যাপক নেওয়া হবে
বিশ্ববিদ্যালয়ের নাম : ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিভাগের নাম : আইন।
পদের নাম : সহযোগী অধ্যাপক।
পদের সংখ্যা : দুটি।
বেতন স্কেল : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ৫০ হাজার টাকা থেকে ৭১ হাজার ২শ টাকা প্রদান করা হবে।
সুবিধাদি : সহযোগী অধ্যাপক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সুবিধা দেওয়া হবে।
আবেদন করবেন : বাংলাদেশের নাগরিক।
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের অবশ্যই আইনে উচ্চতর যোগ্যতার অধিকারী হতে হবে। এর মধ্যে অবশ্যই যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। নিয়মানুসারে প্রথম শ্রেণীতে প্রথম এল.এল.বি ও এল.এল. এম নিয়োগ প্রদান করা হবে মানে সবচেয়ে ভালো ফলাফলধারী ও যোগ্যদের গ্রহণ করা হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
কর্মযোগ্যতা : অন্তত সাত বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে প্রভাষক থেকে অন্তত সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষা, গবেষণা ও সহ-শিক্ষা কার্যক্রম পরিচালনার অনন্য এবং ভালো রেকর্ড থাকতে হবে।
গবেষণা যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও আন্তর্জাতিক মানের গবেষণা পত্রিকায় প্রয়োজনীয় মৌলিক গবেষণা প্রবন্ধগুলো প্রকাশিত থাকতে হবে।
বিশেষ যোগ্যতা : শিক্ষক হিসেবে দক্ষতা ও অভিজ্ঞতা এবং শিক্ষা আনুষাঙ্গিক কমকান্ড পরিচালনায় বিশেষ অবদান যোগ্যতা হিসেবে গণ্য করা হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), সকল শিক্ষাদান, গবেষণা, প্রশিক্ষণ, সহ-শিক্ষা কার্যক্রমের ধারাবাহিক ও পূর্ণ বিবরণ প্রদান করতে হবে। সকল শিক্ষাদান, প্রশিক্ষণের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। গবেষণার উল্লেখ করতে হবে ও সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। সহ-শিক্ষা কার্যক্রম উল্লেখ করতে হবে ও প্রয়োজনীয় সার্টিফিকেট থেকে থাকলে সত্যায়িত আকারে প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না এবং প্রমাণিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় তৎক্ষণাৎ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
আবেদন ফরম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়ের অনুকূলে বিশ্ববিদ্যালয়ের ব্যাংকগুলোর যেকোনোটির শাখা থেকে এক হাজার টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে। মোট ১১ কপি আলাদা আবেদনের পূর্ণ সেটের সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রতিটি সেটে প্রয়োজনীয় সত্যায়িত রঙিন পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে।
উল্লেখ্য : চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানা : বরাবর, রেজিস্ট্রার মহোদয়, রেজিস্ট্রার কার্যালয়, মাধ্যম আইন বিভাগ চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ১০০০। আবেদন ফেরৎ খামে করতে হবে ও সেখানে নিজের নাম, পদ মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৭ সেপ্টেম্বর, অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনে যোগাযোগ : মোবাইল- ০১৭৭০০০০০০।
টেলিফোন : +৮৮০৯৬৬৬৯১১৪৬৩ (এক্সটেনশন ৪০০৩)।
ওয়েব সাইট : https://du.ac.bd/faculty/FACLAW#
ওএফএস।