জাপান-বাংলাদেশ নার্সিং কলেজ নেবে অধ্যক্ষ-প্রভাষক
নার্সিং কলেজের নাম : জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ (জেবিএফএফ)।
ধরণ : বাংলাদেশ ও জাপানের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত।
বিশেষত্ব : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও সরকার স্বীকৃত। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ও হাসপাতালের অঙ্গ প্রতিষ্ঠান।
১. পদের নাম : অধ্যক্ষ।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে যেকোনো স্বীকৃত ও ভালো নার্সিং কলেজ থেকে। এমএসএন (মাস্টার্স অব সায়েন্স ইন নার্সিং) অথবা এমপিএইচ (মাস্টার্স অব পাবলিক হেলথ) ডিগ্রিধারী হতে হবে।
কর্মযোগ্যতা : বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি)’র নিবন্ধন থাকতে হবে। ভালো ক্যারিয়ার হতে হবে। যেকোনো ভালো নার্সিং কলেজের ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল আবেদনে অগ্রাধিকার লাভ করবেন। শিক্ষকতা ও প্রশাসনের ক্যারিয়ার ভালো হতে হবে।
নিয়োগ প্রদান করা হবে : বিএনএমসির নীতিমালা অনুসারে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি মতে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), সকল শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। সব শিক্ষাগত, কর্ম, প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সাটিফিকেট দিতে হবে। আবেদনে নিজের দুই কপি সত্যায়িত রঙিন ছবি দিতে হবে। নিজের মোবাইল, মেইল ও যোগাযোগের বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। অন্য কোনো অর্জন বা কীর্তি থাকলে উল্লেখ করতে হবে ও প্রয়োজনীয় সত্যায়িত প্রমাণপত্র প্রদান করতে হবে। চাকরিরত প্রার্থীরা আবেদন করবেন কর্তৃপক্ষের মাধ্যমে।
আবেদন করবেন : বরাবর সভাপতি, নিয়োগ প্রদান কমিটি, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ, ২৫৫৮, বীরপ্রতীক সড়ক, সাইদ নগর, ঢাকা-১২১২। ফেরৎ খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, মেইল ও ঠিকানা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২২ আগষ্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদন করা যাবে মেইলেও : jbff.hr@gmail.com.
প্রয়োজনীয় ফোন নম্বর : ০১৭৫-৪৫৭৯১২৩।
বেতন, ভাতা : সরকারী নিয়মে বেতন ও ভাতাদি প্রদান করা হবে। অধ্যক্ষ পদে এই অত্যন্ত ভালো প্রতিষ্ঠানের সকল প্রদেয় সুবিধা দেওয়া হবে।
২. পদের নাম : সহকারী অধ্যাপক।
পদের সংখ্যা : চারটি।
শিক্ষাগত যোগ্যতা : বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে যেকোনো স্বীকৃত ও ভালো নার্সিং কলেজ থেকে। এমএসএন (মাস্টার্স অব সায়েন্স ইন নার্সিং) অথবা এমপিএইচ (মাস্টার্স অব পাবলিক হেলথ) ডিগ্রিধারী হতে হবে।
কর্মযোগ্যতা : বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি)’র নিবন্ধন থাকতে হবে। ভালো ক্যারিয়ার হতে হবে। যেকোনো ভালো নার্সিং কলেজের প্রভাষক পদে কর্মরত ও প্রয়োজনীয় যোগ্যতাধারী হলে অগ্রাধিকার লাভ করবেন। শিক্ষকতার ক্যারিয়ার ভালো হতে হবে।
নিয়োগ প্রদান করা হবে : বিএনএমসির নীতিমালা অনুসারে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি মতে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), সকল শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। সব শিক্ষাগত, কর্ম, প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সাটিফিকেট দিতে হবে। আবেদনে নিজের দুই কপি সত্যায়িত রঙিন ছবি দিতে হবে। নিজের মোবাইল, মেইল ও যোগাযোগের বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। অন্য কোনো অর্জন বা কীর্তি থাকলে উল্লেখ করতে হবে ও প্রয়োজনীয় সত্যায়িত প্রমাণপত্র প্রদান করতে হবে। চাকরিরত প্রার্থীরা আবেদন করবেন কর্তৃপক্ষের মাধ্যমে।
আবেদন করবেন : বরাবর সভাপতি, নিয়োগ প্রদান কমিটি, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ, ২৫৫৮, বীরপ্রতীক সড়ক, সাইদ নগর, ঢাকা-১২১২। ফেরৎ খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, মেইল ও ঠিকানা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২২ আগষ্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদন করা যাবে মেইলেও : jbff.hr@gmail.com.
প্রয়োজনীয় ফোন নম্বর : ০১৭৫-৪৫৭৯১২৩।
বেতন, ভাতা : সরকারী নিয়মে বেতন ও ভাতাদি প্রদান করা হবে। সহকারী অধ্যাপক পদে এই অত্যন্ত ভালো প্রতিষ্ঠানের সকল প্রদেয় সুবিধা দেওয়া হবে।
৩. পদের নাম : প্রভাষক।
পদের সংখ্যা : দুইটি।
শিক্ষাগত যোগ্যতা : বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে যেকোনো স্বীকৃত ও ভালো নার্সিং কলেজ থেকে অথবা এমএসএন (মাস্টার্স অব সায়েন্স ইন নার্সিং) ডিগ্রিধারী হতে হবে।
কর্মযোগ্যতা : ভালো ছাত্রী বা ছাত্র হতে হবে। ফলাফলের ভিত্তিতে সবচেয়ে ভালো শিক্ষার্থীকে নিয়মানুসারে নিয়োগ দেওয়া হবে। যেকোনো ভালো নার্সিং কলেজের প্রভাষক পদে কর্মরত ও প্রয়োজনীয় যোগ্যতাধারী হলে অগ্রাধিকার লাভ করবেন। শিক্ষকতার ক্যারিয়ার ভালো হতে হবে।
নিয়োগ প্রদান করা হবে : বিএনএমসির নীতিমালা অনুসারে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি মতে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), সকল শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। সব শিক্ষাগত, কর্ম, প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে সত্যায়িত সাটিফিকেট দিতে হবে। আবেদনে নিজের দুই কপি সত্যায়িত রঙিন ছবি দিতে হবে। নিজের মোবাইল, মেইল ও যোগাযোগের বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। অন্য কোনো অর্জন বা কীর্তি থাকলে উল্লেখ করতে হবে ও প্রয়োজনীয় সত্যায়িত প্রমাণপত্র প্রদান করতে হবে। চাকরিরত প্রার্থীরা আবেদন করবেন কর্তৃপক্ষের মাধ্যমে।
আবেদন করবেন : বরাবর সভাপতি, নিয়োগ প্রদান কমিটি, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ, ২৫৫৮, বীরপ্রতীক সড়ক, সাইদ নগর, ঢাকা-১২১২। ফেরৎ খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, মেইল ও ঠিকানা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২২ আগষ্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদন করা যাবে মেইলেও : jbff.hr@gmail.com.
প্রয়োজনীয় ফোন নম্বর : ০১৭৫-৪৫৭৯১২৩।
বেতন, ভাতা : সরকারী নিয়মে বেতন ও ভাতাদি প্রদান করা হবে। এই অত্যন্ত ভালো প্রতিষ্ঠানের প্রভাষকের সকল প্রদেয় সুবিধা দেওয়া হবে।
ওএফএস।