৫ শিক্ষক নেবে ঢাকার নেভি এ্যাংকরেজ স্কুল-কলেজ
উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের নাম : নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। (এনএএসসিডি)।
ঠিকানা : খিলক্ষেত, নামাপাড়া, ঢাকা-১২১৯।
মোবাইল : ০১৭৬৯৭১৪০৬১।
ওয়েব সাইট :www. nascd.edu.bd.
পরিচালনা : বাংলাদেশ নৌ-বাহিনী।
নিয়োগ দেওয়া হবে : বিদ্যালয়ের ইংরেজি ভার্সনে।
১. পদের নাম : প্রদর্শক।
পদের ধরণ : স্থায়ী পদ।
বিভাগের নাম : পদার্থবিজ্ঞান।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : পদার্থবিজ্ঞান বা ফিজিক্সে যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণীর অনার্সসহ মাস্টার্স। সিজিপিএতে অনার্স ও মাস্টার্সে অন্তত ২.৫ পেতে হবে। শিক্ষাজীবনের কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ অথবা শ্রেণী গ্রহণযোগ্য নয়। মনোযোগী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
কর্মযোগ্যতা : ইংরেজি ভাষায় লেখা ও পড়া এবং পাঠদানের যোগ্যতাধারী হতে হবে।
নিবন্ধন : সরকারী নিয়মানুসারে বিএড বা এমএড ডিগ্রিধারীদের ভালো যেকোনো শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে আবেদন করলে অগ্রাধিকার দেওয়া হবে। ভালো শিক্ষকদের নিয়োগ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে এই সনদ পাশ হতে হবে। বেতন ও ভাতাদি সে অনুযায়ী শুরু থেকে প্রদান করা হবে ও পরে পাশ করলে বাড়বে।
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন স্কেল : শুরুতে মূল বেতন ১৬ হাজার টাকা থেকে ৩৩ হাজার ২শ টাকার সরকারী স্কেলে বেতন দেওয়া হবে। এছাড়া এই প্রতিষ্ঠানের সকল সুবিধা প্রদেয় হবে। তার বাদেও দুই ঈদে দুটি উৎসব ভাতা ৫০ শতাংশ প্রদান করা হবে। শিক্ষকদের সুবিধাদি রয়েছে।
আবেদনের নিয়ম : শিক্ষাগত যোগ্যতা অনুসারে ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), শিক্ষাগত সকল যোগ্যতা ধারাবাহিকভাবে পূর্ণাঙ্গ উপায়ে উল্লেখ করতে হবে। শিক্ষক নিবন্ধন বা ডিগ্রি-বিএড, এমএড পাশ হলে সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে এক কপি সত্যায়িত রঙিন ছবি দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। আবেদনে নিজের যোগাযোগের জন্য মেইল ও মোবাইল নম্বর দিতে হবে। সহ-শিক্ষা কার্যক্রমে কোনো অবদান বা বিদ্যালয়-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এমন কোনো কর্ম প্রচেষ্টায় অংশগ্রহণ করলে উল্লেখ করতে হবে ও বিবেচনাধীন হবে। ছাত্রবান্ধব, সৎ ও আন্তরিক শিক্ষক নিয়োগ লাভের প্রচেষ্টা রয়েছে। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে।
আবেদন করবেন: একটি ফেরৎ খামে আবেদন করতে হবে। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
বরাবর : জনাব কামান্ডার মোহাম্মাদ ইসমাঈল, এস, এনইউআর, বিএন; অধ্যক্ষ, নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা (এনএএসসিডি), খিলক্ষেত, নামাপাড়া, ঢাকা-১২১৯, মাধ্যম রিয়াল অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিম, এনপিপি, এনডিইউ, এএফডব্লুসি, পিএসসি; কমান্ডার, ঢাকা নৌ-বাহিনী অঞ্চল, চেয়ারম্যান, গভর্নিং বডি, এনএএসসিডি। মোবাইল : ০১৭৬৯৭১৪০৬১।
আবেদনের শেষ তারিখ : আবেদনপত্র এই অত্যন্ত মানসম্পন্ন উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে ১০ সেপ্টেম্বর, ২০২২ তারিখ সকাল ১০টার মধ্যে হাতে, হাতে বা ফেরৎ খামে পৌঁছাতে হবে। এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
উল্লেখ্য : লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশন ক্লাসের জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না।
২. পদের নাম : প্রদর্শক।
পদের ধরণ : স্থায়ী পদ।
বিভাগের নাম : রসায়ন বা কেমিস্ট্রি।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : রসায়ন বা কেমিস্ট্রিতে যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণীর অনার্সসহ মাস্টার্স। সিজিপিএতে অনার্স ও মাস্টার্সে অন্তত ২.৫ পেতে হবে। শিক্ষাজীবনের কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ অথবা শ্রেণী গ্রহণযোগ্য নয়। মনোযোগী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
কর্মযোগ্যতা : ইংরেজি ভাষায় লেখা ও পড়া এবং পাঠদানের যোগ্যতাধারী হতে হবে।
নিবন্ধন : সরকারী নিয়মানুসারে বিএড বা এমএড ডিগ্রিধারীদের ভালো যেকোনো শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে আবেদন করলে অগ্রাধিকার দেওয়া হবে। ভালো শিক্ষকদের নিয়োগ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে এই সনদ পাশ হতে হবে। বেতন ও ভাতাদি সে অনুযায়ী শুরু থেকে প্রদান করা হবে ও পরে পাশ করলে বাড়বে।
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন স্কেল : শুরুতে মূল বেতন ১৬ হাজার টাকা থেকে ৩৩ হাজার ২শ টাকার সরকারী স্কেলে বেতন দেওয়া হবে। এছাড়া এই প্রতিষ্ঠানের সকল সুবিধা প্রদেয় হবে। তার বাদেও দুই ঈদে দুটি উৎসব ভাতা ৫০ শতাংশ প্রদান করা হবে। শিক্ষকদের সুবিধাদি রয়েছে।
আবেদনের নিয়ম : শিক্ষাগত যোগ্যতা অনুসারে ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), শিক্ষাগত সকল যোগ্যতা ধারাবাহিকভাবে পূর্ণাঙ্গ উপায়ে উল্লেখ করতে হবে। শিক্ষক নিবন্ধন বা ডিগ্রি-বিএড, এমএড পাশ হলে সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে এক কপি সত্যায়িত রঙিন ছবি দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। আবেদনে নিজের যোগাযোগের জন্য মেইল ও মোবাইল নম্বর দিতে হবে। সহ-শিক্ষা কার্যক্রমে কোনো অবদান বা বিদ্যালয়-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এমন কোনো কর্ম প্রচেষ্টায় অংশগ্রহণ করলে উল্লেখ করতে হবে ও বিবেচনাধীন হবে। ছাত্রবান্ধব, সৎ ও আন্তরিক শিক্ষক নিয়োগ লাভের প্রচেষ্টা রয়েছে। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে।
আবেদন করবেন: একটি ফেরৎ খামে আবেদন করতে হবে। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
বরাবর : জনাব কামান্ডার মোহাম্মাদ ইসমাঈল, এস, এনইউআর, বিএন; অধ্যক্ষ, নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা (এনএএসসিডি), খিলক্ষেত, নামাপাড়া, ঢাকা-১২১৯, মাধ্যম রিয়াল অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিম, এনপিপি, এনডিইউ, এএফডব্লুসি, পিএসসি; কমান্ডার, ঢাকা নৌ-বাহিনী অঞ্চল, চেয়ারম্যান, গভর্নিং বডি, এনএএসসিডি। মোবাইল : ০১৭৬৯৭১৪০৬১।
আবেদনের শেষ তারিখ : আবেদনপত্র এই অত্যন্ত মানসম্পন্ন উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে ১০ সেপ্টেম্বর, ২০২২ তারিখ সকাল ১০টার মধ্যে হাতে, হাতে বা ফেরৎ খামে পৌঁছাতে হবে। এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
উল্লেখ্য : লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশন ক্লাসের জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না।
৩. পদের নাম : সহকারী শিক্ষক।
নিয়োগ দেওয়া হবে : বিদ্যালয় শাখায়।
পদের ধরণ : স্থায়ী পদ।
বিভাগের নাম : গণিত।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : গণিতে যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণীর অনার্সসহ মাস্টার্স। সিজিপিএতে অনার্স ও মাস্টার্সে অন্তত ২.৫ পেতে হবে। শিক্ষাজীবনের কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ অথবা শ্রেণী গ্রহণযোগ্য নয়। মনোযোগী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
কর্মযোগ্যতা : ইংরেজি ভাষায় লেখা ও পড়া এবং পাঠদানের যোগ্যতাধারী হতে হবে।
নিবন্ধন : সরকারী নিয়মানুসারে বিএড বা এমএড ডিগ্রিধারীদের ভালো যেকোনো শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে আবেদন করলে অগ্রাধিকার দেওয়া হবে। ভালো শিক্ষকদের নিয়োগ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে এই সনদ পাশ হতে হবে। বেতন ও ভাতাদি সে অনুযায়ী শুরু থেকে প্রদান করা হবে ও পরে পাশ করলে বাড়বে।
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন স্কেল : শুরুতে মূল বেতন ২০ হাজার টাকা সরকারী স্কেলে বেতন দেওয়া হবে। এছাড়া এই প্রতিষ্ঠানের সকল সুবিধা প্রদেয় হবে। তার বাদেও দুই ঈদে দুটি উৎসব ভাতা ৫০ শতাংশ প্রদান করা হবে। শিক্ষকদের সুবিধাদি রয়েছে।
আবেদনের নিয়ম : শিক্ষাগত যোগ্যতা অনুসারে ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), শিক্ষাগত সকল যোগ্যতা ধারাবাহিকভাবে পূর্ণাঙ্গ উপায়ে উল্লেখ করতে হবে। শিক্ষক নিবন্ধন বা ডিগ্রি-বিএড, এমএড পাশ হলে সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে এক কপি সত্যায়িত রঙিন ছবি দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। আবেদনে নিজের যোগাযোগের জন্য মেইল ও মোবাইল নম্বর দিতে হবে। সহ-শিক্ষা কার্যক্রমে কোনো অবদান বা বিদ্যালয়-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এমন কোনো কর্ম প্রচেষ্টায় অংশগ্রহণ করলে উল্লেখ করতে হবে ও বিবেচনাধীন হবে। এক্ষেত্রে বিজ্ঞান মেলা, গণিত, কেমিস্ট্রি বা ফিজিক্স অলিম্পিয়াড, ছাত্রদের বিজ্ঞান আবিষ্কার উল্লেখযোগ্য। ছাত্রবান্ধব, সৎ ও আন্তরিক শিক্ষক নিয়োগ লাভের প্রচেষ্টা রয়েছে। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে।
আবেদন করবেন: একটি ফেরৎ খামে আবেদন করতে হবে। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
বরাবর : জনাব কামান্ডার মোহাম্মাদ ইসমাঈল, এস, এনইউআর, বিএন; অধ্যক্ষ, নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা (এনএএসসিডি), খিলক্ষেত, নামাপাড়া, ঢাকা-১২১৯, মাধ্যম রিয়াল অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিম, এনপিপি, এনডিইউ, এএফডব্লুসি, পিএসসি; কমান্ডার, ঢাকা নৌ-বাহিনী অঞ্চল, চেয়ারম্যান, গভর্নিং বডি, এনএএসসিডি। মোবাইল : ০১৭৬৯৭১৪০৬১।
আবেদনের শেষ তারিখ : আবেদনপত্র এই অত্যন্ত মানসম্পন্ন উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে ১০ সেপ্টেম্বর, ২০২২ তারিখ সকাল ১০টার মধ্যে হাতে, হাতে বা ফেরৎ খামে পৌঁছাতে হবে। এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
উল্লেখ্য : লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশন ক্লাসের জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না।
৪. পদের নাম : সহকারী শিক্ষক।
নিয়োগ দেওয়া হবে : বিদ্যালয় শাখায়।
পদের ধরণ : স্থায়ী পদ।
বিভাগের নাম : বাংলা।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : গণিতে যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণীর অনার্সসহ মাস্টার্স। সিজিপিএতে অনার্স ও মাস্টার্সে অন্তত ২.৫ পেতে হবে। শিক্ষাজীবনের কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ অথবা শ্রেণী গ্রহণযোগ্য নয়। মনোযোগী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
কর্মযোগ্যতা : গল্প, কবিতা ইত্যাদি সহশিক্ষা কাজে আগ্রহী ও উদ্যোগী হতে হবে।
নিবন্ধন : সরকারী নিয়মানুসারে বিএড বা এমএড ডিগ্রিধারীদের ভালো যেকোনো শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে আবেদন করলে অগ্রাধিকার দেওয়া হবে। ভালো শিক্ষকদের নিয়োগ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে এই সনদ পাশ হতে হবে। বেতন ও ভাতাদি সে অনুযায়ী শুরু থেকে প্রদান করা হবে ও পরে পাশ করলে বাড়বে।
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন স্কেল : শুরুতে মূল বেতন ২০ হাজার টাকা সরকারী স্কেলে বেতন দেওয়া হবে। এছাড়া এই প্রতিষ্ঠানের সকল সুবিধা প্রদেয় হবে। তার বাদেও দুই ঈদে দুটি উৎসব ভাতা ৫০ শতাংশ প্রদান করা হবে। শিক্ষকদের সুবিধাদি রয়েছে।
আবেদনের নিয়ম : শিক্ষাগত যোগ্যতা অনুসারে ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), শিক্ষাগত সকল যোগ্যতা ধারাবাহিকভাবে পূর্ণাঙ্গ উপায়ে উল্লেখ করতে হবে। শিক্ষক নিবন্ধন বা ডিগ্রি-বিএড, এমএড পাশ হলে সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে এক কপি সত্যায়িত রঙিন ছবি দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। আবেদনে নিজের যোগাযোগের জন্য মেইল ও মোবাইল নম্বর দিতে হবে। সহ-শিক্ষা কার্যক্রমে কোনো অবদান বা বিদ্যালয়-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এমন কোনো কর্ম প্রচেষ্টায় অংশগ্রহণ করলে উল্লেখ করতে হবে ও বিবেচনাধীন হবে। ছাত্রবান্ধব, সৎ ও আন্তরিক শিক্ষক নিয়োগ লাভের প্রচেষ্টা রয়েছে। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে।
আবেদন করবেন: একটি ফেরৎ খামে আবেদন করতে হবে। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
বরাবর : জনাব কামান্ডার মোহাম্মাদ ইসমাঈল, এস, এনইউআর, বিএন; অধ্যক্ষ, নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা (এনএএসসিডি), খিলক্ষেত, নামাপাড়া, ঢাকা-১২১৯, মাধ্যম রিয়াল অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিম, এনপিপি, এনডিইউ, এএফডব্লুসি, পিএসসি; কমান্ডার, ঢাকা নৌ-বাহিনী অঞ্চল, চেয়ারম্যান, গভর্নিং বডি, এনএএসসিডি। মোবাইল : ০১৭৬৯৭১৪০৬১।
আবেদনের শেষ তারিখ : আবেদনপত্র এই অত্যন্ত মানসম্পন্ন উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে ১০ সেপ্টেম্বর, ২০২২ তারিখ সকাল ১০টার মধ্যে হাতে, হাতে বা ফেরৎ খামে পৌঁছাতে হবে। এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
উল্লেখ্য : লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশন ক্লাসের জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না।
৫. পদের নাম : সহকারী শিক্ষক।
নিয়োগ দেওয়া হবে : বিদ্যালয় শাখায়।
পদের ধরণ : স্থায়ী পদ।
বিভাগের নাম : রসায়ন।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : রসায়ন বা কেমিস্ট্রিতে যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণীর অনার্সসহ মাস্টার্স। সিজিপিএতে অনার্স ও মাস্টার্সে অন্তত ২.৫ পেতে হবে। শিক্ষাজীবনের কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ অথবা শ্রেণী গ্রহণযোগ্য নয়। মনোযোগী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
কর্মযোগ্যতা : ইংরেজি ভাষায় লেখা ও পড়া এবং পাঠদানের যোগ্যতাধারী হতে হবে।
নিবন্ধন : সরকারী নিয়মানুসারে বিএড বা এমএড ডিগ্রিধারীদের ভালো যেকোনো শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে আবেদন করলে অগ্রাধিকার দেওয়া হবে। ভালো শিক্ষকদের নিয়োগ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে এই সনদ পাশ হতে হবে। বেতন ও ভাতাদি সে অনুযায়ী শুরু থেকে প্রদান করা হবে ও পরে পাশ করলে বাড়বে।
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন স্কেল : শুরুতে মূল বেতন ২০ হাজার টাকা সরকারী স্কেলে বেতন দেওয়া হবে। এছাড়া এই প্রতিষ্ঠানের সকল সুবিধা প্রদেয় হবে। তার বাদেও দুই ঈদে দুটি উৎসব ভাতা ৫০ শতাংশ প্রদান করা হবে। শিক্ষকদের সুবিধাদি রয়েছে।
আবেদনের নিয়ম : শিক্ষাগত যোগ্যতা অনুসারে ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), শিক্ষাগত সকল যোগ্যতা ধারাবাহিকভাবে পূর্ণাঙ্গ উপায়ে উল্লেখ করতে হবে। শিক্ষক নিবন্ধন বা ডিগ্রি-বিএড, এমএড পাশ হলে সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে এক কপি সত্যায়িত রঙিন ছবি দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। আবেদনে নিজের যোগাযোগের জন্য মেইল ও মোবাইল নম্বর দিতে হবে। সহ-শিক্ষা কার্যক্রমে কোনো অবদান বা বিদ্যালয়-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এমন কোনো কর্ম প্রচেষ্টায় অংশগ্রহণ করলে উল্লেখ করতে হবে ও বিবেচনাধীন হবে। এক্ষেত্রে বিজ্ঞান মেলা, গণিত, কেমিস্ট্রি বা ফিজিক্স অলিম্পিয়াড, ছাত্রদের বিজ্ঞান আবিষ্কার উল্লেখযোগ্য। ছাত্রবান্ধব, সৎ ও আন্তরিক শিক্ষক নিয়োগ লাভের প্রচেষ্টা রয়েছে। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে।
আবেদন করবেন: একটি ফেরৎ খামে আবেদন করতে হবে। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
বরাবর : জনাব কামান্ডার মোহাম্মাদ ইসমাঈল, এস, এনইউআর, বিএন; অধ্যক্ষ, নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা (এনএএসসিডি), খিলক্ষেত, নামাপাড়া, ঢাকা-১২১৯, মাধ্যম রিয়াল অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিম, এনপিপি, এনডিইউ, এএফডব্লুসি, পিএসসি; কমান্ডার, ঢাকা নৌ-বাহিনী অঞ্চল, চেয়ারম্যান, গভর্নিং বডি, এনএএসসিডি। মোবাইল : ০১৭৬৯৭১৪০৬১।
আবেদনের শেষ তারিখ : আবেদনপত্র এই অত্যন্ত মানসম্পন্ন উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে ১০ সেপ্টেম্বর, ২০২২ তারিখ সকাল ১০টার মধ্যে হাতে, হাতে বা ফেরৎ খামে পৌঁছাতে হবে। এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
উল্লেখ্য : লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশন ক্লাসের জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না।
ওএফএস।