বুটেক্স নেবে প্রকল্প ভিত্তিতে দুই অফিসার
বিশ্ববিদ্যালয়ের নাম : বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।
১. পদের নাম : অ্যাডমিশন অ্যান্ড কমিউনিকেশন অফিসার।
পদের সংখ্যা : একটি।
আবেদন করবেন : যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকরা।
নিয়োগ দেওয়া হবে : অস্থায়ী ভিত্তিতে, হায়ার এডুকেশন অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট (এইচইএলডি) ফর সাসটেইনেবল প্রজেক্ট-এ।
পরিচালক : জার্মান সরকার ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় যৌথভাবে, জার্মান সরকারের অর্থায়নে।
আবেদনের ফরম : https://www.butex.edu.bd/held-recruitment-notice-2022/ লিংকটি ডাউনলোড করে ভালোভাবে পূরণ করতে হবে।
উল্লেখ্য : তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএধারীরা আবেদন করবেন না। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। সব সংযুক্তি সত্যায়িত করে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২১ আগষ্ট, ২০২২, অফিস চলাকালের মধ্যে।
আবেদন জমা দেবেন : বরাবর কো-অর্ডিনেটর মহোদয় ‘এইচইএলডি-বুটেক্স প্রকল্প’ কক্ষ নং : ৩১১, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮।
আবেদন পৌছাতে হবে : ফেরত খামে। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল আইডি দিতে হবে। তবে সরাসরি আবেদন জমা দেওয়া যাবে।
নিয়োগ দেওয়া হবে : বিশ্ববিদ্যালয়ের বিধি মতে।
২. ১. পদের নাম : ফিনান্স অফিসার।
পদের সংখ্যা : একটি।
আবেদন করবেন : যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকরা।
নিয়োগ দেওয়া হবে : অস্থায়ী ভিত্তিতে, হায়ার এডুকেশন অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট (এইচইএলডি) ফর সাসটেইনেবল প্রজেক্ট-এ।
পরিচালক : জার্মান সরকার ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় যৌথভাবে, জার্মান সরকারের অর্থায়নে।
আবেদনের ফরম : https://www.butex.edu.bd/held-recruitment-notice-2022/ লিংকটি ডাউনলোড করে ভালোভাবে পূরণ করতে হবে।
উল্লেখ্য : তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএধারীরা আবেদন করবেন না। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। সব সংযুক্তি সত্যায়িত করে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২১ আগষ্ট, ২০২২, অফিস চলাকালের মধ্যে।
আবেদন জমা দেবেন : বরাবর কো-অর্ডিনেটর মহোদয় ‘এইচইএলডি-বুটেক্স প্রকল্প’ কক্ষ নং : ৩১১, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮।
আবেদন পৌছাতে হবে : ফেরত খামে। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল আইডি দিতে হবে। তবে সরাসরি আবেদন জমা দেওয়া যাবে।
নিয়োগ দেওয়া হবে : বিশ্ববিদ্যালয়ের বিধি মতে।
ওএফএস।