আইইবি ঢাকায় নেবে ডাক্তার, নার্স ও ল্যাব টেকনোলজিস্ট
প্রতিষ্ঠানের নাম : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
নিয়োগ দেওয়া হবে : শহীদ প্রকৌশলী ভবন, রমনা, আইইবি সদর কার্যালয়ে।
চাকরি করবেন : মেডিক্যাল সেন্টারে।
১. পদের নাম : চিকিৎসক বা ডাক্তার (মেডিক্যাল অফিসার)।
নিয়োগ দেওয়া হবে : প্রথমে চুক্তিভিত্তিতে, অস্থায়ীভাবে।
শিক্ষাগত যোগ্যতা : বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো ভালো মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে অন্তত এমবিবিএস পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : বিএমএন্ডডিসির রেজিষ্টেশন থাকতে হবে।
কর্মঅভিজ্ঞতা : অন্তত ১০ বছরের যেকোনো ভালো, মানসম্পন্ন হাসপাতালে ভালো চিকিৎসক হিসেবে কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
অগ্রাধিকার : মেডিসিন বিভাগের চিকিৎসকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স : ৩৫ বছরের বেশি। তবে খুব বেশি নয়।
বেতন, ভাতাদি : আলোচনাসাপেক্ষে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে সম্মানজনক বেতন দেওয়া হবে। এই স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের নিয়মে অন্যান্য সকল সুবিধা এবং চিকিৎসক হিসেবে সম্মান ও সম্মানীগুলো প্রদান করা হবে।
আবেদনের নিয়ম : ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে শিক্ষাগত যোগ্যতা অনুসারে। সেখানে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণযোগ্যতাগুলো প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি দিতে হবে। সব শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। কোনো গবেষণা বা লেখা থেকে থাকলে (চিকিৎসকদের নিয়মে মেডিক্যাল জার্নালে লেখা প্রকাশিত হিসেবে) প্রদান করতে হবে, অনলাইনে লেখার লিংক দিলেও হবে। কোনো বই থেকে থাকলে কপি দিতে হবে। আবেদনে সহায়ক স্বেচ্ছাসেবা কার্যক্রম অগ্রাধিকার লাভ করবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য গ্রহণযোগ্য নয়। নিজের মোবাইল, মেইল ও যোগাযোগের বর্তমান, স্থায়ী ঠিকানা প্রদান করতে হবে।
উল্লেখ্য : আবেদনের সঙ্গে বিএমএন্ডডিসির রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানা : একটি ফেরৎ খামে নিজের নাম, মোবাইল, মেইল ও পদের নাম উল্লেখ করে অথবা এভাবে আবেদনপত্র তৈরি করে সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে- ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), শহীদ প্রকৌশলী ভবন, রমনা, আইইবি সদর দফতর, ঢাকা ঠিকানায়। টেলিফোন নম্বর-০২২২৩৩৮৯৪৮৫, ০২২২৩৩৮২৪৪৭, ০২২২৩৩৮৬৩৩৬।
আবেদনের শুরু ও শেষ তারিখ : ১০ থেকে ২০ আগষ্ট অফিস সময়ের মধ্যে।
আবেদন করবেন : বরাবর জনাব প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু পিইঞ্জ, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি।
আবেদনের লিংক : https://docs.google.com/forms/d/e/1FAIpQLScFXAbXtYMGM5oKsMNaWexSOTYMiCl_f3ZHxtKkbUglri2tSQ/closedform.
যোগাযোগ করতে পারেন : সাইফুল ইসলাম তালুকদার রনি, জনসংযোগ অফিসার, আইইবি, ঢাকা-০১৫২১-৩৩৪০০৪।
২. পদের নাম : স্টাফ নার্স।
নিয়োগ দেওয়া হবে : প্রথমে চুক্তিভিত্তিতে, অস্থায়ীভাবে।
শিক্ষাগত যোগ্যতা : বাংলাদেশ সরকার কতৃক স্বীকৃত ও ভালো যেকোনো নার্সিং ইনস্টিটিউট থেকে ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডউইফেরি’ পাশ হতে হবে। নচেৎ ‘বিএসসি ইন নার্সিং' ডিগ্রিধারী হতে হবে।
কর্মযোগ্যতা : ‘বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডউইফেরি কাউন্সিল’ থেকে স্বীকৃত হতে হবে।
কর্মঅভিজ্ঞতা : অন্তত দুই বছর যেকোনো ভালো, মানসম্পন্ন হাসপাতাল বা ক্লিনিকে ভালো নার্স হিসেবে কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে ও এই সনদ আবেদনের সঙ্গে সত্যায়িত করে দিতে হবে।
বয়স : ৩০ বছরের বেশি নয়।
বেতন, ভাতাদি : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১০ম গ্রেডে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬শ ৪০ টাকা বেতন দেওয়া হবে। কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে এই বেতন বাড়বে।
সুবিধাদি : এছাড়াও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের নিয়মে অন্যান্য সকল সুবিধা এবং সম্মান ও সম্মানীগুলো প্রদান করা হবে।
আবেদনের নিয়ম : ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে শিক্ষাগত যোগ্যতা অনুসারে। সেখানে নিজের নাম, পিতা, মাতা, স্বামীর নাম, শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণযোগ্যতাগুলো প্রদান করতে হবে। সব শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। আবেদনে সহায়ক কোনো স্বেচ্ছাসেবা কার্যক্রম থাকলে প্রদান করতে হবে ও বিবেচনাযোগ্য হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য গ্রহণযোগ্য নয়। নিজের মোবাইল, মেইল ও যোগাযোগের বর্তমান, স্থায়ী ঠিকানা প্রদান করতে হবে।
উল্লেখ্য : আবেদনের সঙ্গে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডউইফেরি কাউন্সিলের স্বীকৃতির নম্বর প্রদান করতে হবে।
আবেদনের ঠিকানা : একটি ফেরৎ খামে নিজের নাম, মোবাইল, মেইল ও পদের নাম উল্লেখ করে অথবা এভাবে আবেদনপত্র তৈরি করে সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে- ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), শহীদ প্রকৌশলী ভবন, রমনা, আইইবি সদর দফতর, ঢাকা ঠিকানায়। টেলিফোন নম্বর-০২২২৩৩৮৯৪৮৫, ০২২২৩৩৮২৪৪৭, ০২২২৩৩৮৬৩৩৬।
আবেদনের শুরু ও শেষ তারিখ : ১০ থেকে ২০ আগষ্ট অফিস সময়ের মধ্যে।
আবেদন করবেন : বরাবর জনাব প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু পিইঞ্জ, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি।
আবেদনের লিংক : https://docs.google.com/forms/d/e/1FAIpQLScFXAbXtYMGM5oKsMNaWexSOTYMiCl_f3ZHxtKkbUglri2tSQ/closedform.
যোগাযোগ করতে পারেন : সাইফুল ইসলাম তালুকদার রনি, জনসংযোগ অফিসার, আইইবি, ঢাকা-০১৫২১-৩৩৪০০৪।
৩. পদের নাম : মেডিক্যাল টেকনোলজিস্ট, ল্যাব (ইমেজিং)।
নিয়োগ দেওয়া হবে : প্রথমে চুক্তিভিত্তিতে, অস্থায়ীভাবে।
শিক্ষাগত যোগ্যতা : বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত ও ভালো যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ‘বিএসসি ইন মেডিক্যাল টেকনোলজি’ বা ‘ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি’ ডিগ্রি থাকতে হবে। তবে শেষোক্ত শিক্ষাগত যোগ্যতাধারীদের অতিরিক্ত কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
কমঅভিজ্ঞতা : অন্তত দুই বছর যেকোনো ভালো ও মানসম্পন্ন হাসপাতাল বা ক্লিনিকে মেডিক্যাল টেকনোলজিস্ট, ল্যাব (ইমেজিং) হিসেবে কাজের ভালো অভিজ্ঞতা থাকতে হবে ও এই সনদ আবেদনের সঙ্গে সত্যায়িত করে দিতে হবে।
বয়স : ৩০ বছরের বেশি নয়।
বেতন, ভাতাদি : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১১ম গ্রেডে ১২ হাজার ৫শ টাকা থেকে ৩০ হাজার ২শ ৩০ টাকা বেতন দেওয়া হবে। কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে এই গ্রেড বেতন বাড়বে।
সুবিধাদি : এছাড়াও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের নিয়মে অন্যান্য সকল সুবিধা এবং সম্মান ও সম্মানীগুলো প্রদান করা হবে।
আবেদনের নিয়ম : ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে শিক্ষাগত যোগ্যতা অনুসারে। সেখানে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে) নাম, শিক্ষাগত, কর্ম যোগ্যতাগুলো প্রদান করতে হবে। সব শিক্ষা ও কর্ম যোগ্যতার সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। আবেদনে সহায়ক কোনো স্বেচ্ছাসেবা কার্যক্রম থাকলে প্রদান করতে হবে ও বিবেচনাযোগ্য হবে। কোনো প্রশিক্ষণ বা কর্মশালা করলে উল্লেখ করতে হবে ও সত্যায়িত সনদ প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য গ্রহণযোগ্য নয়। নিজের মোবাইল, মেইল ও যোগাযোগের বর্তমান, স্থায়ী ঠিকানা প্রদান করতে হবে।
আবেদনের ঠিকানা : একটি ফেরৎ খামে নিজের নাম, মোবাইল, মেইল ও পদের নাম উল্লেখ করে অথবা এভাবে আবেদনপত্র তৈরি করে সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে- ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), শহীদ প্রকৌশলী ভবন, রমনা, আইইবি সদর দফতর, ঢাকা ঠিকানায়। টেলিফোন নম্বর-০২২২৩৩৮৯৪৮৫, ০২২২৩৩৮২৪৪৭, ০২২২৩৩৮৬৩৩৬।
আবেদনের শুরু ও শেষ তারিখ : ১০ থেকে ২০ আগষ্ট অফিস সময়ের মধ্যে।
আবেদন করবেন : বরাবর জনাব প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু পিইঞ্জ, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি।
আবেদনের লিংক : https://docs.google.com/forms/d/e/1FAIpQLScFXAbXtYMGM5oKsMNaWexSOTYMiCl_f3ZHxtKkbUglri2tSQ/closedform.
যোগাযোগ করতে পারেন : সাইফুল ইসলাম তালুকদার রনি, জনসংযোগ অফিসার, আইইবি, ঢাকা-০১৫২১-৩৩৪০০৪।
ওএফএস।