এ.এম. থেকে সি.ও. নেবে সেবা নারী ও শিশু কল্যাণ
এনজিও’র নাম : সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র।
১. পদের নাম : এরিয়া ম্যানেজার।
কর্মঅভিজ্ঞতা : বাংলাদেশের জাতীয় উন্নয়নের মূল স্রোত ধারায় পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সম্পৃক্ততা বৃদ্ধি, শিশুদের পড়ালেখা ও উন্নত জীবনের সুযোগ করে দেওয়া, সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নের জন্য ঋণদান কর্মসূচি ও অন্যান্য যেকোনো স্বেচ্ছাসেবী সংস্থার উন্নয়ন কার্যক্রমে অন্তত তিন বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
কাজ করতে হবে : ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার যেকোনো কর্মএলাকায় সুবিধাবঞ্চিত গ্রামীণ ও শহরাঞ্চলের জনগোষ্ঠীর সঙ্গে।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত মাস্টার্স ডিগ্রি যেকোনো বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগ থেকে। তবে এডুকেশন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, ডেভেলপমেন্ট স্টাডিজ ইত্যাদি এনজিও কর্মের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার লাভ করবেন।
প্রশিক্ষণকাল : ১ মাস।
শিক্ষানবিশকাল : তিনটি মাস। এই সময়গুলোতে বেতন ৩৬ হাজার টাকা।
চাকরি স্থায়ী হলে বেতন : ৪০ হাজার টাকা।
স্থায়ী চাকরিতে সুবিধাদি : এনজিও কার্যক্রমের বেতন-কাঠামোতে এই সংস্থার নিয়মানুসারে বেতনের বাইরে দৈনিক যাতায়াত ভাতা হিসেবে মোটর সাইকেলের বিল, মোবাইল বিল, দুপুরে খাবারের ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুটি ঈদ বোনাস, আবাসন সুবিধা (নারীদের অতিরিক্ত ১৫ টাকা আবাসন ভাতা মাসে)।
জামানত : নি:ষ্প্রয়োজন।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। সব শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে দুই কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না।
আবেদন করবেন : সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ফার্মগেট, ফার্মগেট থেকে কারওয়ান বাজারের দিকে আসতে সামান্য এগিয়ে হাতের ডানের ভবন, ৮৪ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল আইডি দিতে হবে। ফেরৎ খাম ম্যানেজার মহোদয়, এইচআরডি বিভাগে প্রদান করতে হবে। আবেদন ডাকে বা হাতে, হাতে প্রদান করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ১৪ আগষ্ট, ২০২২। অফিস সময়ের মধ্যে।
বয়স : ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
২. পদের নাম : সিনিয়র কমিউনিটি অর্গানাইজার বা সি.সি.ও. গ্রেড ওয়ান (মাঠে কাজ করতে হবে)।
কর্মজীবন : বাংলাদেশের জাতীয় উন্নয়নের মূল স্রোত ধারায় পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সম্পৃক্ততা বৃদ্ধি, শিশুদের পড়ালেখা ও উন্নত জীবনের সুযোগ করে দেওয়া, সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নের জন্য ঋণদান কর্মসূচি ও অন্যান্য যেকোনো স্বেচ্ছাসেবী সংস্থার উন্নয়ন কার্যক্রমের মতো এই প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে কাজ করতে হবে।
কাজ করতে হবে : ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার যেকোনো কর্মএলাকায় সুবিধাবঞ্চিত গ্রামীণ ও শহরাঞ্চলের জনগোষ্ঠীর সঙ্গে।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত মাস্টার্স ডিগ্রি যেকোনো বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগ থেকে। তবে এডুকেশন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, ডেভেলপমেন্ট স্টাডিজ ইত্যাদি এনজিও কর্মের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের বা অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার লাভ করবেন।
প্রশিক্ষণকাল : ১ মাস। বেতন ১৫ হাজার টাকা।
শিক্ষানবিশকাল : তিনটি মাস। এই সময়গুলোতে বেতন ১৮ হাজার টাকা।
চাকরি স্থায়ী হলে বেতন : ২০ হাজার টাকা।
স্থায়ী চাকরিতে সুবিধাদি : এনজিও কার্যক্রমের বেতন-কাঠামোতে এই সংস্থার নিয়মানুসারে সি.ও গ্রেড ওয়ানের বেতনের বাইরে দৈনিক যাতায়াত ভাতা হিসেবে মোটর সাইকেলের বিল, মোবাইল বিল, দুপুরে খাবারের ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুটি ঈদ বোনাস, আবাসন সুবিধা (নারীদের অতিরিক্ত ১৫ টাকা আবাসন ভাতা মাসে)।
জামানত : নি:ষ্প্রয়োজন। অভিজ্ঞতাও নি:ষ্প্রয়োজন। তবে ঋণপ্রদান কার্যক্রম ও সঞ্চয় কাজে অভিজ্ঞতা থাকলে উল্লেখ করতে হবে এবং নিয়মানুযায়ী অগ্রাধিকার লাভ করবেন।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা (থেকে থাকলে) প্রদান করতে হবে। সব শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা (থেকে থাকলে) সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে দুই কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না।
আবেদন করবেন : সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ফার্মগেট, ফার্মগেট থেকে কারওয়ান বাজারের দিকে আসতে সামান্য এগিয়ে হাতের ডানের ভবন, ৮৪ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল আইডি দিতে হবে। ফেরৎ খাম ম্যানেজার মহোদয়, এইচআরডি বিভাগে প্রদান করতে হবে। আবেদন ডাকে বা হাতে, হাতে প্রদান করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ১৪ আগষ্ট, ২০২২। অফিস সময়ের মধ্যে।
বয়স : ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
৩. পদের নাম : কমিউনিটি অর্গানাইজার বা সি.ও. গ্রেড টু (মাঠে কাজ করতে হবে)।
কর্মজীবন : বাংলাদেশের জাতীয় উন্নয়নের মূল স্রোত ধারায় পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সম্পৃক্ততা বৃদ্ধি, শিশুদের পড়ালেখা ও উন্নত জীবনের সুযোগ করে দেওয়া, সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নের জন্য ঋণদান কর্মসূচি ও অন্যান্য যেকোনো স্বেচ্ছাসেবী সংস্থার উন্নয়ন কার্যক্রমের মতো এই প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে কাজ করতে হবে।
কাজ করতে হবে : ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার যেকোনো কর্মএলাকায় সুবিধাবঞ্চিত গ্রামীণ ও শহরাঞ্চলের জনগোষ্ঠীর সঙ্গে।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত অনার্স বা সমমানের ডিগ্রি যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগ থেকে। তবে এডুকেশন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, ডেভেলপমেন্ট স্টাডিজ ইত্যাদি এনজিও কর্মের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের বা অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার লাভ করবেন।
প্রশিক্ষণকাল : ১ মাস। বেতন ১৪ হাজার টাকা।
শিক্ষানবিশকাল : তিনটি মাস। এই সময়গুলোতে বেতন ১৬ হাজার টাকা।
চাকরি স্থায়ী হলে বেতন : ১৮ হাজার টাকা।
স্থায়ী চাকরিতে সুবিধাদি : এনজিও কার্যক্রমের বেতন-কাঠামোতে এই সংস্থার নিয়মানুসারে সি.ও গ্রেড টু’র বেতনের বাইরে দৈনিক যাতায়াত ভাতা হিসেবে মোটর সাইকেলের বিল, মোবাইল বিল, দুপুরে খাবারের ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুটি ঈদ বোনাস, আবাসন সুবিধা (নারীদের অতিরিক্ত ১৫ টাকা আবাসন ভাতা মাসে)।
জামানত : নি:ষ্প্রয়োজন। অভিজ্ঞতাও নি:ষ্প্রয়োজন। তবে ঋণপ্রদান কার্যক্রম ও সঞ্চয় কাজে অভিজ্ঞতা থাকলে উল্লেখ করতে হবে এবং নিয়মানুযায়ী অগ্রাধিকার লাভ করবেন।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা (থেকে থাকলে) প্রদান করতে হবে। সব শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা (থেকে থাকলে) সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে দুই কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না।
আবেদন করবেন : সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ফার্মগেট, ফার্মগেট থেকে কারওয়ান বাজারের দিকে আসতে সামান্য এগিয়ে হাতের ডানের ভবন, ৮৪ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল আইডি দিতে হবে। ফেরৎ খাম ম্যানেজার মহোদয়, এইচআরডি বিভাগে প্রদান করতে হবে। আবেদন ডাকে বা হাতে, হাতে প্রদান করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ১৪ আগষ্ট, ২০২২। অফিস সময়ের মধ্যে।
বয়স : ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
৪. পদের নাম : কমিউনিটি অর্গানাইজার বা সি.ও. গ্রেড থ্রি (মাঠে কাজ করতে হবে)।
কর্মজীবন : বাংলাদেশের জাতীয় উন্নয়নের মূল স্রোত ধারায় পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সম্পৃক্ততা বৃদ্ধি, শিশুদের পড়ালেখা ও উন্নত জীবনের সুযোগ করে দেওয়া, সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নের জন্য ঋণদান কর্মসূচি ও অন্যান্য যেকোনো স্বেচ্ছাসেবী সংস্থার উন্নয়ন কার্যক্রমের মতো এই প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে কাজ করতে হবে।
কাজ করতে হবে : ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার যেকোনো কর্মএলাকায় সুবিধাবঞ্চিত গ্রামীণ ও শহরাঞ্চলের জনগোষ্ঠীর সঙ্গে।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত এইচএসসি বা সমমানের ডিগ্রি যেকোনো স্বীকৃত উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের যেকোনো বিভাগ থেকে। অনার্স পাশ হলে অগ্রাধিকার এবং বিভাগ হিসেবে এডুকেশন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, ডেভেলপমেন্ট স্টাডিজ ইত্যাদি এনজিও কর্মের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের বা অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার লাভ করবেন। আর উচ্চমাধ্যমিকে কোনো সমাজ উন্নয়ন ও সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণ বা যুক্ত থাকলে উল্লেখ করতে হবে ও নিয়মানুসারে অগ্রাধিকার লাভ করবেন।
প্রশিক্ষণকাল : ১ মাস। বেতন ১৩ হাজার টাকা।
শিক্ষানবিশকাল : তিনটি মাস। এই সময়গুলোতে বেতন ১৫ হাজার টাকা।
চাকরি স্থায়ী হলে বেতন : ১৭ হাজার টাকা।
স্থায়ী চাকরিতে সুবিধাদি : এনজিও কার্যক্রমের বেতন-কাঠামোতে এই সংস্থার নিয়মানুসারে সি.ও গ্রেড টু’র বেতনের বাইরে দৈনিক যাতায়াত ভাতা হিসেবে মোটর সাইকেলের বিল, মোবাইল বিল, দুপুরে খাবারের ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুটি ঈদ বোনাস, আবাসন সুবিধা (নারীদের অতিরিক্ত ১৫ টাকা আবাসন ভাতা মাসে)।
জামানত : নি:ষ্প্রয়োজন। অভিজ্ঞতাও নি:ষ্প্রয়োজন। তবে ঋণপ্রদান কার্যক্রম ও সঞ্চয় কাজে অভিজ্ঞতা থাকলে উল্লেখ করতে হবে এবং নিয়মানুযায়ী অগ্রাধিকার লাভ করবেন।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), সব শিক্ষাগত, কর্ম, প্রশিক্ষণ, সমাজসেবা যোগ্যতা (থেকে থাকলে) প্রদান করতে হবে। সব শিক্ষা, কর্ম, প্রশিক্ষণ, সমাজসেবা যোগ্যতা (থেকে থাকলে) সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে বা জানাতে হবে। আবেদনের সঙ্গে দুই কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না।
আবেদন করবেন : সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ফার্মগেট, ফার্মগেট থেকে কারওয়ান বাজারের দিকে আসতে সামান্য এগিয়ে হাতের ডানের ভবন, ৮৪ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল আইডি দিতে হবে। ফেরৎ খাম ম্যানেজার মহোদয়, এইচআরডি বিভাগে প্রদান করতে হবে। আবেদন ডাকে বা হাতে, হাতে প্রদান করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ১৪ আগষ্ট, ২০২২। অফিস সময়ের মধ্যে।
বয়স : ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
উল্লেখ্য : সকল পদে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্ম ও লিঙ্গ এবং মানবিক সমতায় বিশ্বাস করে এই প্রতিষ্ঠান।
ওএফএস।