অধ্যাপক নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান
বিশ্ববিদ্যালয়ের নাম : ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিভাগের নাম : মৎস্যবিজ্ঞান বিভাগ।
অনুষদের নাম : জীববিজ্ঞান অনুষদ।
পদের নাম : অধ্যাপক।
ধরণ : স্থায়ী পদ, শূণ্য।
পদের সংখ্যা : একটি।
বেতন স্কেল : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ৫৬ হাজার ৫শ টাকা থেকে ৭৪ হাজার ৪শ টাকা।
সুবিধাদি : অধ্যাপক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সুবিধা প্রদেয় হবে।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে অবশ্যই প্রথম শ্রেণীতে প্রথম বা সমমানে চার বছর মেয়াদী বি.এস.এফ. (ব্যাচেলর অব ফিশারিজ) এবং এম.এস.এফ. (মাস্টার্স অব ফিশারিজ) পাশ হতে হবে। সিজিপিএ ফরম্যাটেও এই শিক্ষাগত যোগ্যতা কার্যকর হবে। তবে আবেদনের জন্য সিজিপিএতে ৪.০০’র মধ্যে অন্তত ৩.৫০ আর জিপিএতে এসএসসি ও এইচএসসিতে ৫.০০’র মধ্যে অন্তত ৪.২৫ অর্জন করতে হবে। নিয়মানুসারে, যে প্রার্থীরা এই পাবলিক পরীক্ষাগুলোতে বর্ণিত নূন্যতম আবেদনপত্র কেনার সিজিপিএ ও জিপিএ লাভ করেছেন, তাদের মধ্যে যারা অনার্স ও মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান বা সর্বোচ্চ ফলাফলধারী তাদের নিয়োগ প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে। পিএইচডির ক্ষেত্রে মান ও কর্ম বিবেচিত হবে।
আবেদনের শর্ত : অন্তত পিএইচডিধারী হতে হবে। তাদের মধ্যেও যারা সম শিক্ষাগত যোগ্যতাধারী তাদের শিক্ষাদান কার্যক্রম (শ্রেণীপাঠ), সহশিক্ষা এবং ছাত্রবান্ধব কর্ম ফলাফল ও শিক্ষা আনুষঙ্গিক কর্ম পরিচালনা এবং গবেষণা ধারাবাহিক নিয়মে বিবেচিত হবে এবং সেভাবে নিয়োগ প্রদান করা হবে।
শিক্ষাগত ও শিক্ষকতা যোগ্যতা : যেকোনো ভালো, স্বীকৃত ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী হবে। অন্তত ১২ বছর যেকোনো ভালো, স্বীকৃত ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগে অধ্যাপনার অভিজ্ঞতাধারী হতে হবে। তিন থেকে পাঁচ বছর সহযোগী অধ্যাপক বা সমমানের গ্রহণযোগ্য পদে উচ্চতর মৎস্য বিজ্ঞান এবং সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানে গবেষকের জীবন কাটানো ব্যক্তিকেও ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদনের সুযোগ প্রদান করছে।
গবেষণা যোগ্যতা : স্বীকৃত গবেষণা জার্নালে দেশী বা বিদেশী অন্তত ১০টি গবেষণা জার্নাল প্রার্থীর নিজ নামে প্রকাশিত হতে হবে। সর্বশেষ পাঁচ বছরের মধ্যে অন্তত চারটি প্রকাশিত হতে হবে। সব প্রবন্ধের মানও নিয়োগে বিবেচিত হবে। কোথাও কোনো লেখা বা প্রকাশিত বই থেকে থাকলে সত্যায়িত আকারে দিতে বা লিংক প্রযোজ্য হবে।
উল্লেখ্য : আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না এবং প্রমাণিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে শিক্ষাগত সার্টিফিকেটানুসারে। সেখানে প্রার্থীর নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), সব শিক্ষাগত, মোবাইল, মেইল, যোগাযোগের বর্তমান ও স্থায়ী ঠিকানা, সকল কর্ম যোগ্যতা, সকল প্রশিক্ষণ ও গবেষণা যোগ্যতা, স্টাডি ট্যুর, শিক্ষা ও শিক্ষকতা জীবনের সব অর্জন ধারাবাহিকভাবে লিখে পূর্ণাঙ্গ করতে হবে।
উল্লেখ্য : বিশেষ অভিজ্ঞতাধারী ও এই বিশ্ববিদ্যালয়ের নিয়মে বিশেষ যোগ্যতাধারী হলে বয়স শিথিল করা হবে। বয়সে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার চাকরির নিয়ম অনুসরণ করা হবে। চাকরিরত প্রার্থীদের কতৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের উপায় : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোনালী বা জনতা ব্যাংক থেকে বা এই শাখা বরাবর ব্যাংকগুলোর যেকোনো শাখা থেকে ১ হাজার টাকার অফেরৎ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে বরাবর রেজিষ্ট্রার মহোদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ১০০০-এই ঠিকানায়। আবেদনপত্রের সঙ্গে তা সংযুক্ত করতে হবে।
আবেদন করবেন : একটি পূর্ণ আবেদনপত্রে এক কপি সত্যায়িত রঙিন ছবিসহ সব শিক্ষাগত, কর্ম, প্রশিক্ষণ, ছাত্রবান্ধব কার্যক্রম, গবেষণা কার্যক্রম, প্রকাশিত গবেষণা নিবন্ধ বা বই সত্যায়িত ফটোকপি (প্রযোগ্য ক্ষেত্রে) প্রদান করবেন। এভাবে মোট ১১ সেট তৈরি করতে হবে। পূর্ণ একটিই সেট আকারে জমা দিতে হবে ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ও জীববিজ্ঞান অনুষদের ডিনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে।
চাইলে : আবেদনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সময়ের মধ্যে অধ্যাপক ড. এম. মনিরুল ইসলাম, বিভাগীয় প্রধান, ফিশারিজ বিভাগ, বায়োলজিক্যাল সায়েন্স অনুষদ, ই-মেইল : monirul.islam@du.ac.bd, মোবাইল ০১৭১৬৩৬৩৫০৫-এই ঠিকানায় ক্লাস সময়ের পর যোগাযোগ করতে পারেন। তবে কোনো ধরণের কোনো তদবির কারো পক্ষেই প্রাতিষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগে সম্ভবপর নয় কখনোই।
আবেদনের ঠিকানা : বরাবর, রেজিস্ট্রার মহোদয়, মাধ্যম জনাব এম. মনিরুল ইসলাম, চেয়ারম্যান, মৎস্যবিজ্ঞান বিভাগ, জীববিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ : ৩ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
ওএফএস।