ফিনান্সে দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের নাম : ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিভাগের নাম : ফিনান্স।
পদের সংখ্যা : দুইটি। স্থায়ী শূণ্য পদ।
পদের নাম : প্রভাষক।
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের অবশ্যই ফিনান্স বিভাগে চার বছর মেয়াদী বিবিএ ও এক বছর মেয়াদী এমবিএ পাশ হতে হবে। সিজিপিএ ৪.০০’র মধ্যে অন্তত ৩.৭৫ অর্জন করতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএতে ৫.০০’র মধ্যে অন্তত ৪.২৫ পেতে হবে।
নিয়োগ দেওয়া হবে : যে প্রার্থীরা এই পাবলিক পরীক্ষাগুলোতে নূন্যতম আবেদনপত্র কেনার সিজিপিএ ও জিপিএ লাভ করেছেন, তাদের মধ্যে যারা বিবিএ ও এমবিএ পরীক্ষায় প্রথম স্থান বা সর্বোচ্চ ফলাফলধারী তাদের নিয়োগ প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে। তাদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসির যেকোনো একটি পাবলিক পরীক্ষার আবেদনের শর্ত শিথিলযোগ্য। যোগ্যতাগুলো সমান থাকলে ফিনান্সে উচ্চতর ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারের অনুকূলে সাড়ে ৭শ টাকার অফেরৎযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে, ব্যাংক ড্রাফটের ক্ষেত্রে সোনালী বা জনতা ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ব্যবহার করতে হবে বা এই ঠিকানায় ব্যাংকগুলো যেকোনো শাখায় কার্যাদি সম্পন্ন করতে হবে।
আবেদনে থাকবে : একটি পূর্ণ আবেদন তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে শিক্ষাগত, কর্ম, সহশিক্ষা, অর্জন ইত্যাদি সব ভালোভাবে উল্লেখ করতে হবে। নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী বিবাহিত হলে), বর্তমান, স্থায়ী ঠিকানা, মেইল, মোবাইল ইত্যাদি সব উল্লেখ করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে ও প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনে স্বচ্ছতা বজায় রাখতে হবে। সব শিক্ষাগত, কর্ম, অর্জনের সাটিফিকেট আলাদাভাবে সত্যায়িত করে প্রদান করতে হবে। এভাবে মোট আটটি সেট তৈরি করতে হবে। এরপর ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার যুক্ত করে আবেদন করতে হবে। প্রতিটি সেটে এক কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করতে হবে।
উল্লেখ্য : চাকরিরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন করবেন : বরাবর রেজিষ্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল অনুসারে ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা প্রদান করা হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদের সকল সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ২৩ আগষ্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
ছবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রীরা।
ওএফএস।