তিনজন করে অতিরিক্ত ও উপ-পরিচালক নেবে ইউজিসি
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
নিয়োগ দেওয়া হবে : শূণ্য পদে, বাংলাদেশের স্থায়ী নাগরিকদের।
১. পদের নাম : অতিরিক্ত পরিচালক বা এক্সটা ডিরেক্টর।
বিভাগের নাম : রিসার্চ রিপোর্ট অ্যান্ড পাবলিকেশন্স।
আবেদনের শেষ তারিখ : ২৮ আগষ্ট ২০২২, অফিস সময়ের মধ্যে।
বেতন : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ৫৬ হাজার ৫শ টাকা থেকে ৭৪ হাজার ৪শ টাকার মধ্যে।
ভাতা : ইউজিসির সুবিধা অনুসারে আবাসন ও পদানুসারে সকল সুবিধা প্রদেয় হবে।
বয়স : অনুর্ধ্ব ৪৮ বছর।
পদের সংখ্যা : একটি।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে ইংরেজিতে। এক কপি সত্যায়িত ছবি দিতে হবে পাসপোর্ট আকারের সদ্য তোলা। আবেদনে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সব উল্লেখ করতে হবে। যোগাযোগের মেইল ও মোবাইল, ঠিকানা এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। সাংবাদিকতা, বেসরকারী উন্নয়ন সংস্থা, গণমাধ্যম ইত্যাদি ক্ষেত্রে ভালো অভিজ্ঞতাধারীরা অগ্রাধিকার লাভ করবেন। সব শিক্ষা, কর্ম, গবেষণা, প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। লেখাগুলোর লিংক বা সত্যায়িত ফটোকপি বা বই থেকে থাকলে প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। কোনো ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে ইউজিসি গণ্য করবে।
উল্লেখ্য : আবেদনের জন্য চাইলে ইউজিসির ঠিকানায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা, ১২০৭, ফোন : ৮৮-০২-৫৮১৬০২৪০, ফ্যাক্স: ৮৮-০২-৫৮১৬০২১৯ ও মেইল: info@ugc.gov.bd -এ যোগাযোগ করতে পারেন।
২. পদের নাম : অতিরিক্ত পরিচালক বা এক্সটা ডিরেক্টর।
বিভাগের নাম : স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স ডিপার্টমেন্ট।
আবেদনের শেষ তারিখ : ২৮ আগষ্ট অফিস সময়ের মধ্যে।
বেতন : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ৫৬ হাজার ৫শ টাকা থেকে ৭৪ হাজার ৪শ টাকার মধ্যে।
ভাতা : ইউজিসির সুবিধা অনুসারে আবাসন ও পদানুসারে সকল সুবিধা প্রদেয় হবে।
বয়স : অনুর্ধ্ব ৪৮ বছর।
পদের সংখ্যা : একটি।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে ইংরেজিতে। এক কপি সত্যায়িত ছবি দিতে হবে পাসপোর্ট আকারের সদ্য তোলা। আবেদনে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সব উল্লেখ করতে হবে। যোগাযোগের মেইল ও মোবাইল, ঠিকানা এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। সাংবাদিকতা, গবেষণা, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এই বিভাগে কাজ করা ব্যক্তিরা অগ্রাধিকার লাভ করবেন। সব শিক্ষা, কর্ম, গবেষণা, প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। কোনো ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে ইউজিসি গণ্য করবে।
উল্লেখ্য : আবেদনের জন্য চাইলে ইইউজিসির ঠিকানায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা, ১২০৭, ফোন : ৮৮-০২-৫৮১৬০২৪০, ফ্যাক্স: ৮৮-০২-৫৮১৬০২১৯ ও মেইল: info@ugc.gov.bd -এ যোগাযোগ করতে পারেন।
৩. পদের নাম : ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার।
চাকরি করবেন: অতিরিক্ত পরিচালক সমমমানের পদে।
আবেদনের শেষ তারিখ : ২৮ আগষ্ট অফিস সময়ের মধ্যে।
বেতন : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ৫৬ হাজার ৫শ টাকা থেকে ৭৪ হাজার ৪শ টাকার মধ্যে।
ভাতা : ইউজিসির সুবিধা অনুসারে আবাসন ও পদানুসারে সকল সুবিধা প্রদেয় হবে।
বয়স : অনুর্ধ্ব ৪৮ বছর।
পদের সংখ্যা : একটি।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে ইংরেজিতে। এক কপি সত্যায়িত ছবি দিতে হবে পাসপোর্ট আকারের সদ্য তোলা। আবেদনে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সব উল্লেখ করতে হবে। যোগাযোগের মেইল ও মোবাইল, ঠিকানা এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। আবাসন ও প্রকৌশল খাতের সংশ্লিষ্ট বিভাগের ভালো অভিজ্ঞতাধারীরা অগ্রাধিকার লাভ করবেন। সব শিক্ষা, কর্ম, প্রশিক্ষণ যোগ্যতাগুলো ও গবেষণা বা লেখা (থেকে থাকলে) সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। কোনো ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে ইউজিসি গণ্য করবে।
উল্লেখ্য : আবেদনের জন্য চাইলে ইউজিসির ঠিকানায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা, ১২০৭, ফোন : ৮৮-০২-৫৮১৬০২৪০, ফ্যাক্স: ৮৮-০২-৫৮১৬০২১৯ ও মেইল: info@ugc.gov.bd -এ যোগাযোগ করতে পারেন।
৪. পদের নাম : উপ-পরিচালক।
চাকরি করবেন: পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে।
আবেদনের শেষ তারিখ : ২৮ আগষ্ট অফিস সময়ের মধ্যে।
বেতন : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ৪৩ হাজার টাকা থেকে ৬৯ হাজার ৮শ ৫০ টাকার মধ্যে।
ভাতা : ইউজিসির সুবিধা অনুসারে আবাসন ও পদানুসারে সকল সুবিধা প্রদেয় হবে।
বয়স : অনুর্ধ্ব ৪৫ বছর।
পদের সংখ্যা : দুইটি।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে ইংরেজিতে। এক কপি সত্যায়িত ছবি দিতে হবে পাসপোর্ট আকারের সদ্য তোলা। আবেদনে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সব উল্লেখ করতে হবে। যোগাযোগের মেইল ও মোবাইল, ঠিকানা এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। বেসরকারী উন্নয়নধর্মী সংস্থা, বেসরকারী বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে ভালো কাজ করা অভিজ্ঞতাধারীরা অগ্রাধিকার লাভ করবেন। সব শিক্ষা, কর্ম, প্রশিক্ষণ যোগ্যতাগুলো ও গবেষণার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। কোনো ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে ইউজিসি গণ্য করবে।
উল্লেখ্য : আবেদনের জন্য চাইলে ইউসিজির ঠিকানায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা, ১২০৭, ফোন : ৮৮-০২-৫৮১৬০২৪০, ফ্যাক্স: ৮৮-০২-৫৮১৬০২১৯ ও মেইল: info@ugc.gov.bd -এ যোগাযোগ করতে পারেন।
৫. পদের নাম : উপ-পরিচালক।
চাকরি করবেন: আইটি বিভাগে, আইটি ইঞ্জিনিয়ার পদে।
আবেদনের শেষ তারিখ : ২৮ আগষ্ট অফিস সময়ের মধ্যে।
বেতন : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ৪৩ হাজার টাকা থেকে ৬৯ হাজার ৮শ ৫০ টাকার মধ্যে।
ভাতা : ইউজিসির সুবিধা অনুসারে আবাসন ও পদানুসারে সকল সুবিধা প্রদেয় হবে।
বয়স : অনুর্ধ্ব ৪৫ বছর।
পদের সংখ্যা : দুইটি।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে ইংরেজিতে। এক কপি সত্যায়িত ছবি দিতে হবে পাসপোর্ট আকারের সদ্য তোলা। আবেদনে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সব ভালোভাবে উল্লেখ করতে হবে। যোগাযোগের মেইল ও মোবাইল, ঠিকানা এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। বেসরকারী ভালো প্রতিষ্ঠানের আইটি বিভাগে কাজ করা পদের চাহিদা পূর্ণ করা ব্যক্তিরা অগ্রাধিকার লাভ করবেন। সব শিক্ষা, কর্ম, প্রশিক্ষণ, গবেষণা, লেখা (থেকে থাকলে) যোগ্যতাগুলোর সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। কোনো ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে ইউজিসি গণ্য করবে।
উল্লেখ্য : আবেদনের জন্য চাইলে ইউজিসির ঠিকানায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা, ১২০৭, ফোন : ৮৮-০২-৫৮১৬০২৪০, ফ্যাক্স: ৮৮-০২-৫৮১৬০২১৯ ও মেইল: info@ugc.gov.bd -এ যোগাযোগ করতে পারেন।
৬. পদের নাম : উপ-পরিচালক।
চাকরি করবেন: আইটি বিভাগে, সিস্টেম অ্যানালিস্ট পদে।
আবেদনের শেষ তারিখ : ২৮ আগষ্ট অফিস সময়ের মধ্যে।
বেতন : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ৪৩ হাজার টাকা থেকে ৬৯ হাজার ৮শ ৫০ টাকার মধ্যে।
ভাতা : ইউজিসির সুবিধা অনুসারে আবাসন ও পদানুসারে সকল সুবিধা প্রদেয় হবে।
বয়স : অনুর্ধ্ব ৪৫ বছর।
পদের সংখ্যা : দুইটি।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে ইংরেজিতে। এক কপি সত্যায়িত ছবি দিতে হবে পাসপোর্ট আকারের সদ্য তোলা। আবেদনে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সব ভালোভাবে উল্লেখ করতে হবে। যোগাযোগের মেইল ও মোবাইল, ঠিকানা এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। বেসরকারী প্রতিষ্ঠানের আইটি বিভাগে চাহিদা মোতাবেক কাজ করা ব্যক্তিরা অগ্রাধিকার লাভ করবেন। সব শিক্ষা, কর্ম, প্রশিক্ষণ, গবেষণা, লেখা (থেকে থাকলে) যোগ্যতাগুলোর সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। কোনো ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে ইউজিসি গণ্য করবে।
উল্লেখ্য : আবেদনের জন্য চাইলে ইউজিসির ঠিকানায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা, ১২০৭, ফোন : ৮৮-০২-৫৮১৬০২৪০, ফ্যাক্স: ৮৮-০২-৫৮১৬০২১৯ ও মেইল: info@ugc.gov.bd -এ যোগাযোগ করতে পারেন।
ওএস।