গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজের অনেক পদে অধ্যাপক নেওয়া হবে
মেডিক্যাল কলেজের নাম : গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
আরো নিয়োগ দেওয়া হবে : একাধিক হাসপাতালে।
পদগুলোর নাম : বিশেষজ্ঞ, সিনিয়র রেজিষ্ট্রারার, রেজিস্ট্রারার, সহকারী রেজিস্ট্রারার, লেকচারার।
বিভাগগুলোর নাম : জেনারেল সার্জারি, কার্ডিয়াক সার্জারি, ইউরোলজি, অর্থপেডিকস, হেপাট্রোবিলারি সার্জারি, ট্রান্সপ্ল্যান্ট সার্জারি, স্পাইনাল সার্জারি, আই অ্যান্ড ইএনটি, গাইনি-অবসট্রেট্রিকস, নেফ্রোলজি, অনকোলজি (ক্যান্সার), মেন্টাল হেলথ, রেসপিরাটোরি মেডিসিন, গ্যাস্ট্রো-এন্টারোলজি, ক্রিটিক্যাল মেডিসিন, ইমার্জেন্সি কেয়ার, ইন্টারনাল মেডিসিন, নিওনাথলজি পেডিয়াট্রিকস, রেডিওলজি অ্যান্ড ইউএসজি, রেডিওথেরাপি, কার্ডিওলজি (জেনারেল অ্যান্ড ইন্টারভেনশনাল), মেডিক্যাল ফিজিক্স, কোলন সার্জারি।
নিয়োগের শর্ত : প্রতি বছর একটি নির্দিষ্ট সময় ছাত্র, ছাত্রীদের নিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অবস্থান করতে হবে।
বেতন : আকষণীয় বেতন দেওয়া হবে।
সুবিধাদি : বাসস্থান, শিক্ষা ছুটি, গবেষণা ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
উল্লেখ্য : আলোচনার মাধ্যমে বেতন ও সুবিধাদি নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম : শিক্ষাগত যোগ্যতা অনুসারে পদানুসারে ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। তাতে শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (বিবাহিত নারী হলে), সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলো উল্লেখ করতে হবে। কোনো গবেষণা থেকে থাকলে উল্লেখ করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। সব শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সাটিফিকেট দিতে হবে। গবেষণার কপি সত্যায়িত আকারে দিতে হবে। আবেদনে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দিতে হবে। একটি পাসপোর্ট আকারের রঙিন ছবি যুক্ত করতে হবে।
নিয়োগ দেওয়া হবে : জরুরীভিত্তিতে।
আবেদন করতে হবে : বরাবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, জাতীয় স্মৃতিসৌধের পশ্চিমে অবস্থিত, সাভার, নলাম, ঢাকা।
মোবাইল : ০১৭০০-৫৯৫২৫৭।
যেকোনো তথ্য জানতে ফোন করুন : ০১৮৬১১১২১১১, পরিচালক, গনস্বাস্থ্য নগর হাসপাতাল, বাড়ি, ১৪/ই, রোড-৬, ধানমন্ডি, ঢাকা।
ওএফএস।