হার্ট ফাউন্ডেশনের ফেনী শাখা নেবে ৫ বিশেষজ্ঞ চিকিৎসক
হাসপাতালের নাম : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনী।
ঠিকানা : রাজা’ঝির, দিঘীর উত্তর পাড়, ফেনী।
১. পদের নাম : সিনিয়র কনসালটেন্ট।
বিভাগের নাম : কার্ডিওলজি।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত এমবিবিএস পাশ ও কার্ডিওলজিতে উচ্চতর ডিগ্রি এবং প্রশিক্ষণ। সেগুলোর মধ্যে এমডি হতে হবে। এফসিপিএস বা এমআরসিপি যেকোনো ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কমযোগ্যতা : বিএমএন্ডডিসির নিবন্ধন থাকতে হবে।
বেতন, ভাতা : আলোচনা সাপেক্ষে। তবে মাসে সর্বনিম্ম দুই লাখ টাকা দেওয়া হবে।
চাকরি করবেন : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনী।
বিশেষ সুবিধা : অফিস সময় পরে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন তৈরি করতে হবে ইংরেজিতে। আবেদনের সঙ্গে তিন কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামীর নাম (নারী হলে), শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলো ভালোভাবে উল্লেখ করতে হবে। কোনো লেখা থাকলে কপি দিতে হবে, লিংকও দেওয়া যাবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত কপি দিতে হবে। সব সংযুক্তি সত্যায়িত হবে। আবেদনে মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্বের সত্যায়িত সনদ দিতে হবে। বিএমএন্ডডিসির রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে।
উল্লেখ্য : লিখিত পরীক্ষার পর সাক্ষাৎকার গ্রহণ করা হবে। তখন আসল কপিগুলো প্রদর্শন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৮ আগষ্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনের ঠিকানা : ই-মেইল : nhffeni@gmail.com. আবেদনের ফেরৎ খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। আবেদন করবেন-বরাবর, জনাব বাহার মিয়া, সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজা’ঝির, দিঘীর উত্তর পাড়, ফেনী।
ফোন নম্বর : ০১৮৪২৭৪৮৮১১, ০১৮২৯৬১৭১১০।
২. পদের নাম : সিনিয়র কনসালটেন্ট।
বিভাগের নাম : নিউরোলজি।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত এমবিবিএস পাশ ও নিউরোলজিতে উচ্চতর ডিগ্রি এবং প্রশিক্ষণ। সেগুলোর মধ্যে এমডি হতে হবে। এফসিপিএস বা এমআরসিপি যেকোনো ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কমযোগ্যতা : বিএমএন্ডডিসির নিবন্ধন থাকতে হবে।
বেতন, ভাতা : আলোচনা সাপেক্ষে। তবে মাসে সর্বনিম্ম দুই লাখ টাকা দেওয়া হবে।
চাকরি করবেন : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনী।
বিশেষ সুবিধা : অফিস সময় পরে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন তৈরি করতে হবে ইংরেজিতে। আবেদনের সঙ্গে তিন কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামীর নাম (নারী হলে), শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলো ভালোভাবে উল্লেখ করতে হবে। কোনো লেখা থাকলে কপি দিতে হবে, লিংকও দেওয়া যাবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত কপি দিতে হবে। সব সংযুক্তি সত্যায়িত হবে। আবেদনে মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্বের সত্যায়িত সনদ দিতে হবে। বিএমএন্ডডিসির রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে।
উল্লেখ্য : লিখিত পরীক্ষার পর সাক্ষাৎকার গ্রহণ করা হবে। তখন আসল কপিগুলো প্রদর্শন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৮ আগষ্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনের ঠিকানা : ই-মেইল : nhffeni@gmail.com. আবেদনের ফেরৎ খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। আবেদন করবেন-বরাবর, জনাব বাহার মিয়া, সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজা’ঝির, দিঘীর উত্তর পাড়, ফেনী।
ফোন নম্বর : ০১৮৪২৭৪৮৮১১, ০১৮২৯৬১৭১১০।
৩. পদের নাম : সিনিয়র কনসালটেন্ট।
বিভাগের নাম : ইর্ন্টানাল মেডিসিন।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত এমবিবিএস পাশ ও ইর্ন্টানাল মেডিসিনে উচ্চতর ডিগ্রি এবং প্রশিক্ষণ। সেগুলোর মধ্যে এমডি হতে হবে। এফসিপিএস বা এমআরসিপি যেকোনো ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কমযোগ্যতা : বিএমএন্ডডিসির নিবন্ধন থাকতে হবে।
বেতন, ভাতা : আলোচনা সাপেক্ষে। তবে মাসে সর্বনিম্ম দুই লাখ টাকা দেওয়া হবে।
চাকরি করবেন : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনী।
বিশেষ সুবিধা : অফিস সময় পরে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন তৈরি করতে হবে ইংরেজিতে। আবেদনের সঙ্গে তিন কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামীর নাম (নারী হলে), শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলো ভালোভাবে উল্লেখ করতে হবে। কোনো লেখা থাকলে কপি দিতে হবে, লিংকও দেওয়া যাবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত কপি দিতে হবে। সব সংযুক্তি সত্যায়িত হবে। আবেদনে মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্বের সত্যায়িত সনদ দিতে হবে। বিএমএন্ডডিসির রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে।
উল্লেখ্য : লিখিত পরীক্ষার পর সাক্ষাৎকার গ্রহণ করা হবে। তখন আসল কপিগুলো প্রদর্শন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৮ আগষ্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনের ঠিকানা : ই-মেইল : nhffeni@gmail.com. আবেদনের ফেরৎ খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। আবেদন করবেন-বরাবর, জনাব বাহার মিয়া, সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজা’ঝির, দিঘীর উত্তর পাড়, ফেনী।
ফোন নম্বর : ০১৮৪২৭৪৮৮১১, ০১৮২৯৬১৭১১০।
৪. পদের নাম : সিনিয়র কনসালটেন্ট।
বিভাগের নাম : রেসপিরোলজি বা পালেমোনোলজি।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত এমবিবিএস পাশ ও রেসপিরোলজি বা পালেমোনোলজিতে উচ্চতর ডিগ্রি এবং প্রশিক্ষণ। সেগুলোর মধ্যে এমডি হতে হবে। এফসিপিএস বা এমআরসিপি যেকোনো ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কমযোগ্যতা : বিএমএন্ডডিসির নিবন্ধন থাকতে হবে।
বেতন, ভাতা : আলোচনা সাপেক্ষে। তবে মাসে সর্বনিম্ম দুই লাখ টাকা দেওয়া হবে।
চাকরি করবেন : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনী।
বিশেষ সুবিধা : অফিস সময় পরে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন তৈরি করতে হবে ইংরেজিতে। আবেদনের সঙ্গে তিন কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামীর নাম (নারী হলে), শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলো ভালোভাবে উল্লেখ করতে হবে। কোনো লেখা থাকলে কপি দিতে হবে, লিংকও দেওয়া যাবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত কপি দিতে হবে। সব সংযুক্তি সত্যায়িত হবে। আবেদনে মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্বের সত্যায়িত সনদ দিতে হবে। বিএমএন্ডডিসির রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে।
উল্লেখ্য : লিখিত পরীক্ষার পর সাক্ষাৎকার গ্রহণ করা হবে। তখন আসল কপিগুলো প্রদর্শন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৮ আগষ্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনের ঠিকানা : ই-মেইল : nhffeni@gmail.com. আবেদনের ফেরৎ খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। আবেদন করবেন-বরাবর, জনাব বাহার মিয়া, সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজা’ঝির, দিঘীর উত্তর পাড়, ফেনী।
ফোন নম্বর : ০১৮৪২৭৪৮৮১১, ০১৮২৯৬১৭১১০।
৫. পদের নাম : আরএমও (রেসিডেন্ট মেডিক্যাল অফিসার) বা আবাসিক চিকিৎসা কর্মকর্তা।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : এমবিবিএস পাশ।
কমযোগ্যতা : বিএমএন্ডডিসির নিবন্ধন থাকতে হবে।
বেতন, ভাতা : আলোচনা সাপেক্ষে। তবে মাসে সর্বনিম্ম ৫০ হাজার টাকা দেওয়া হবে।
চাকরি করবেন : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনী।
বিশেষ সুবিধা : অফিস সময় পরে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন তৈরি করতে হবে ইংরেজিতে। আবেদনের সঙ্গে তিন কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামীর নাম (নারী হলে), শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলো ভালোভাবে উল্লেখ করতে হবে। কোনো লেখা থাকলে কপি দিতে হবে, লিংকও দেওয়া যাবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত কপি দিতে হবে। সব সংযুক্তি সত্যায়িত হবে। আবেদনে মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্বের সত্যায়িত সনদ দিতে হবে। বিএমএন্ডডিসির রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে।
উল্লেখ্য : লিখিত পরীক্ষার পর সাক্ষাৎকার গ্রহণ করা হবে। তখন আসল কপিগুলো প্রদর্শন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৮ আগষ্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনের ঠিকানা : ই-মেইল : nhffeni@gmail.com. আবেদনের ফেরৎ খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। আবেদন করবেন-বরাবর, জনাব বাহার মিয়া, সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজা’ঝির, দিঘীর উত্তর পাড়, ফেনী।
ফোন নম্বর : ০১৮৪২৭৪৮৮১১, ০১৮২৯৬১৭১১০।
ছবি : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ওয়েব সাইটের চিলড্রেন হার্ট বিভাগ থেকে নেওয়া।
ওএস।