হু নেবে বাজেট ও ফিনান্স এক্সিকিউটিভ

প্রতিষ্ঠানের নাম : বিশ্ব সাস্থ্য সংস্থা ( ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন-হু)
নিয়োগ দেওয়া হবে : এক্সিকিউটিভ অ্যাসিসটেন্ট (বাজেট ও ফিনান্স)।
নিয়োগের কল নম্বর: ২২০৬৬০৪।
চাকরি করবেন : জরুরী স্বাস্থ্য সেবা প্রকল্পে।
কর্মদায়িত্ব : আন্তর্জাতিক কর্মকৌশল সমন্বয়, দেশগুলোকে কাজে সাহায্য, যেকোনো ধরণের প্রার্দুভাবজনিত রোগে জরুরী ভিত্তিতে সাহায্য, প্রতিরোধ ও উদ্ধার ও জরুরী সেবা দানের বিভাগের বাজেট ও ফিনান্স শাখায়।
নিয়োগের মেয়াদ : ১২ মাস। চুক্তি বাড়তে পারে।
নিয়োগ দেওয়া হবে : অস্থায়ীভিত্তিতে কর্মী আইন ৪২০.৪ অনুসারে।
চাকরি করবেন : কক্সবাজারে।
বেতন ও ভাতা : অত্যন্ত উচ্চমানের।
আবেদনের লিংকগুলো :
- WHO Careers Website: Careers at WHO
- Vacancies (staff member access): https://careers.who.int/careersection/in/jobsearch.ftl
- Vacancies (external candidate access): https://careers.who.int/careersection/ex/jobsearch.ftl
ওএফএস।
