দিনাজপুরের সেনাবাহিনীর কলেজ খোলাহাটি নেবে অধ্যক্ষ
উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নাম : খোলাহাটি কলেজ (সেনাবাহিনী পরিচালিত)।
ঠিকানা : বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস, পাবর্তীপুর, দিনাজপুর (সাবেক খোলাহাটি ক্যান্টনমেন্ট বা সেনানিবাস)।
পদের নাম : অধ্যক্ষ।
পদের সংখ্যা : একটি।
বেতন : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে গ্রেড ৪-এ ৫০ হাজার টাকা থেকে ৭১ হাজার ২শ টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও এই প্রতিষ্ঠানের সব সুবিধা অধ্যক্ষ পদে প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে অন্তত অনার্স ও মাস্টার্স। শিক্ষাগত জীবনের একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়।
কমঅভিজ্ঞতা : যেকোনো ভালো ডিগ্রি বা সমমানের এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ বা উপাধ্যক্ষ পদে অন্তত তিন বছর অথবা এমপিওভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে অন্তত পাঁচ বছরের কর্মকাল থাকতে হবে। এই কমযোগ্যতাসহ অন্তত ১৫ বছরের শিক্ষকতা ও প্রশাসন কর্মের অভিজ্ঞতা প্রয়োজন। এই যোগ্যতাগুলোসহ বিএড, এমএড ডিগ্রিধারী হতে হবে।
অগ্রাধিকার : যে প্রাথীর সহশিক্ষা, বিদ্যালয় ব্যবস্থাপনা, শিক্ষা প্রশাসন ও ফলাফলে ভালো কর্মঅভিজ্ঞতা আছে, নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম : ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। আবেদনে শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের, পিতা, মাতা, স্বামী (নারী হলে), সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা এবং সহ-শিক্ষা ও প্রশাসনের কোনো সার্টিফিকেট, কাজ থেকে থাকলে, ফলাফল জনিত কোনো পুরস্কার বা অর্জন থাকলে এবং শিক্ষক হিসেবে কোনো উল্লেখযোগ্য সাফল্য বা পুরষ্কার পেলে, শিক্ষকতার কোনো প্রশিক্ষণ থাকলে, উল্লেখ করতে হবে ও সবই সত্যায়িত সার্টিফিকেট আকারে দিতে হবে। নিজের কোনো সৃজনশীলতা যেমন কবিতা, গান, গল্প, প্রবন্ধ ইত্যাদি কর্ম থেকে থাকলে দিতে হবে ও থাকলে কপি বা বই যুক্ত করতে হবে। কোনো গুণ থাকলে জানাতে হবে।
আবেদন করবেন : শিক্ষকতায় নিবেদিত প্রাণ ও গুণী এবং বাংলাদেশের স্থায়ী নাগরিকরা। ছাত্রবান্ধব হতে হবে।
আবেদনের জন্য : শহীদ মাহবুব সেনানিবাস, পাবর্তীপুর, দিনাজপুরের সোনালী ব্যাংকের শাখাটির ঠিকানায় বরাবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ, খোলাহাটি কলেজ, পাবর্তীপুর হিসাব নম্বর-১৮৩২৫৩৪০২৯৫৯২-এ তিন হাজার টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে ও আবেদনের পূর্ণ সেটের সঙ্গে জমা দিতে হবে।
উল্লেখ্য : বাছাই প্রার্থীদের লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশনে অংশ নিতে হবে।
আবেদন করবেন : ডাকযোগে বা কুরিয়ারে। চাইলে এই উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে এসে ঘুরে যেতে পারেন। তবে সেনাবাহিনীর কলেজে আবেদন ডাকেই নিয়োগ বিজ্ঞাপনানুসারে দিতে হবে। এই কলেজের কোড নম্বর হলো-৩৪৩১।
আবেদনের শেষ সময় : ১১ আগষ্ট, ২০২২, অফিস সময়ের মধ্যে।
ছবি : প্রতীকী।
ওএস।