শিক্ষক নেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
বিশ্ববিদ্যালয়ের নাম: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
ধরণ : বাংলাদেশের অন্যতম প্রধান ও সেরা বেসরকারী বিশ্ববিদ্যালয়।
১. পদের নাম: অধ্যাপক।
বিভাগের নাম: সিভিল ইঞ্জিনিয়ারিং।
পদের সংখ্যা: একটি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত পিএইচডি। শিক্ষাজীবনের কোথাও তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এসএস বা এইচএসসিতে অন্তত প্রথম বিভাগ এবং অনার্স ও মাস্টার্স প্রথম শ্রেণী থাকতে হবে আাবেদনের জন্য। তুলনামূলক ভালো ফলাফলধারীরা বিশ্ববিদ্যালয় অধ্যাপনায় প্রাধান্য লাভ করেন। পিএইচডি হলেে এসএসসি বা এইচএসসির যেকোনো একটি পাবলিক পরীক্ষার ফলাফল শিথিল করা হবে নিয়মানুসারে।
গবেষণা যোগ্যতা : অন্তত ১০টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। চারটি প্রকাশিত হতে হবে আন্তর্জাতিক যেকোনো গবেষণা জার্নালে। সবশেষ পাঁচ বছরের মধ্যে চারটি প্রকাশনা থাকতে হবে। আবেদনকারীকে প্রতিটি গবেষণার পূর্ণ বা অন্তত অর্ধেকের লেখক হতে হবে। প্রবন্ধগুলোর মান নিয়োগের ক্ষেত্রে বিবেচনা করা হবে। কোনো বই থেকে থাকলে লিখতে হবে ও পারলে কপি দিতে হবে। সব গবেষণা প্রবন্ধের সত্যায়িত কপি প্রদান করতে হবে। লিংক দিতে পারেন প্রয়োজনে।
শিক্ষণ যোগ্যতা : অন্তত ১০ বছর পূর্ণকালীন শিক্ষকতা থাকতে হবে বিশ্ববিদ্যালয়ে। পাঁচ বছর সহযোগী অধ্যাপক হিসেবে কর্মকাল থাকতে হবে। তিন বছরও বিবেচনা করা হবে।
বেতন ভাতা : জাতীয় বেতন স্কেল অনুসারে ঢাকার নামকরা এই বেসরকারী বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বেতন ও সব ভাতা যথাসময়ে পূর্ণরূপে প্রদান করবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সব সুবিধা প্রদান করা হবে।
আবেদন করার নিয়ম: https://jobs.ewubd.edu/index.php?documentid=job-details.php&jobid=261 এই অনলাইন ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না এবং এজন্য প্রার্থী দায়ী থাকবেন।
উল্লেখ্য : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। নারী হলে স্বামীর নাম লিখতে হবে। সব শিক্ষাগত, কর্ম, গবেষণা, প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে উল্লেখ করতে হবে। সহ-শিক্ষা কার্যক্রমে সহায়তা ও ছাত্রবান্ধব শিক্ষক অগ্রাধিকার লাভ করবেন। সব শিক্ষাগত, প্রশিক্ষণ, গবেষণা, অর্জন ও সহ-শিক্ষায় সাহায্যের সাফল্যের সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে। চাকরিজীবী হলে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। কর্ম সমতায় বিশ্বাস করে এই প্রতিষ্ঠান। লিঙ্গ সমতায়ও।
আবেদনের শেষ তারিখ: ১১ আগষ্ট, অফিস সময়ের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের ঠিকানা: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, হাতির ঝিলের উল্টো দিকে, রামপুরা ব্রিজ, আফতাবনগর, জহিরুল ইসলাম সিটির প্রবেশ পথে, হাতের বামে, প্লট এ/২, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৭৫৫৫৮৭২২৪, ০১৮১৫১৯৩৩০৯৪।
২. পদের নাম: সহকারী অধ্যাপক।
বিভাগের নাম: সিভিল ইঞ্জিনিয়ারিং।
পদের সংখ্যা: একটি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীতে প্রথম বা মেধাতালিকায় ভালো অবস্থান। ভালো শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোথাও তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এসএস বা এইচএসসিতে অন্তত প্রথম বিভাগ বা সমমানের জিপিএ এবং অনার্স ও মাস্টার্স প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে আাবেদনের জন্য। তুলনামূলক ভালো ফলাফলধারীরা বিশ্ববিদ্যালয় অধ্যাপনায় প্রাধান্য লাভ করেন। পিএইচডি হলেে এসএসসি বা এইচএসসির যেকোনো একটি পাবলিক পরীক্ষার ফলাফল শিথিল করা হবে নিয়মানুসারে। পিএইচডিধারী হতে হবে।
গবেষণা যোগ্যতা : অন্তত ১টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে মানসম্পন্ন যেকোনো গবেষণা জার্নালে। আবেদনকারীকে গবেষণার পূর্ণ লেখক হতে হবে। প্রবন্ধ বা প্রবন্ধসমূহের মান নিয়োগের ক্ষেত্রে বিবেচনা করা হবে। তাই গবেষণা প্রবন্ধের সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রয়োজনে লিংক দিতে পারেন। কোনো বই থেকে থাকলে লিখতে হবে ও পারলে কপি দিতে হবে।
শিক্ষণ যোগ্যতা : অন্তত তিন বছর পূর্ণকালীন প্রভাষক পদে শিক্ষকতা থাকতে হবে বিশ্ববিদ্যালয়ে। যাদের ভালো ডিগ্রি, অসাধারণ শিক্ষকতা ও গবেষণাধর্মী কাজের দারুণ রেকর্ড আছে তাদের যোগ্যতানুসারে নিয়োগ দেওয়া হবে।
বেতন ভাতা : জাতীয় বেতন স্কেল অনুসারে ঢাকার নামকরা এই বেসরকারী বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপকের বেতন ও সব ভাতা যথাসময়ে পূর্ণরূপে প্রদান করবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সব সুবিধা প্রদান করা হবে।
আবেদন করার নিয়ম : https://jobs.ewubd.edu/index.php?documentid=job-details.php&jobid=262 এই অনলাইন ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না এবং এজন্য প্রার্থী দায়ী থাকবেন।
উল্লেখ্য : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। নারী হলে স্বামীর নাম লিখতে হবে। সব শিক্ষাগত, কর্ম, গবেষণা, প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে উল্লেখ করতে হবে। সহ-শিক্ষা কার্যক্রমে সহায়তা ও ছাত্রবান্ধব শিক্ষক অগ্রাধিকার লাভ করবেন। সব শিক্ষাগত, প্রশিক্ষণ, গবেষণা, অর্জন ও সহ-শিক্ষায় সাহায্যের সাফল্যের সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে। চাকরিজীবী হলে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। কর্ম সমতায় বিশ্বাস করে এই প্রতিষ্ঠান। লিঙ্গ সমতায়ও।
আবেদনের শেষ তারিখ : ১১ আগষ্ট, অফিস সময়ের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের ঠিকানা : ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, হাতির ঝিলের উল্টো দিকে, রামপুরা ব্রিজ, আফতাবনগর, জহিরুল ইসলাম সিটির প্রবেশ পথে, হাতের বামে, প্লট এ/২, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৭৫৫৫৮৭২২৪, ০১৮১৫১৯৩৩০৯৪।
৩. পদের নাম : প্রভাষক।
বিভাগের নাম : সিভিল ইঞ্জিনিয়ারিং।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত ও কর্মগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীতে প্রথম বা মেধাতালিকায় ভালো অবস্থানে। ভালো ফল ও ভালো ছাত্র বা ছাত্রী নিয়োগে প্রাধান্য লাভ করবেন।
গবেষণা যোগ্যতা : শিক্ষকের সঙ্গে যৌথ বা নিজের কোনো গবেষণা প্রবন্ধ মানসম্পন্ন যেকোনো দৈনিক, গবেষণা জার্নাল বা কোথাও থেকে থাকলে অগ্রাধিকার বিবেচনা করা হয়। আবেদনকারীকে গবেষণার অন্তত অর্ধেক লেখক হতে হবে। প্রবন্ধ বা প্রবন্ধসমূহের মান নিয়োগের ক্ষেত্রে বিবেচনা করা হবে। গবেষণা প্রবন্ধের সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রয়োজনে লিংক দিতে পারেন। কোনো বই থেকে থাকলে লিখতে হবে ও পারলে কপি দিতে হবে।
শিক্ষণ যোগ্যতা : যার অত্যন্ত ভালো ফলাফল, অসাধারণ ছাত্রজীবনের দারুণ রেকর্ড আছে তাকেই যোগ্যতানুসারে নিয়োগ দেওয়া হবে।
বেতন ভাতা : জাতীয় বেতন স্কেল অনুসারে ঢাকার নামকরা এই বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রভাষকের বেতন ও সব ভাতা যথাসময়ে পূর্ণরূপে প্রদান করবে। ইস্ট ওয়েস্ট ইউনিভাসিটির সব সুবিধা প্রদান করা হবে।
আবেদন করার নিয়ম : https://jobs.ewubd.edu/index.php?documentid=job-details.php&jobid=263-এই অনলাইন ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না এবং এজন্য প্রার্থী দায়ী থাকবেন।
উল্লেখ্য : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। নারী বিবাহিত হলে স্বামীর নাম লিখতে হবে। সব শিক্ষাগত, কর্ম, গবেষণা, প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে উল্লেখ করতে হবে। সহ-শিক্ষা কার্যক্রমে সহায়তা ও ছাত্রবান্ধব প্রার্থী অগ্রাধিকার লাভ করবেন। সব শিক্ষাগত, প্রশিক্ষণ, গবেষণা, অর্জন ও সহ-শিক্ষা : খেলা, সংগঠন ইত্যাদিতে সাফল্যের সত্যায়িত সার্টিফিকেট থাকলে প্রদান করতে হবে। চাকরিজীবী হলে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। কর্ম সমতায় বিশ্বাস করে এই প্রতিষ্ঠান। লিঙ্গ সমতায়ও।
আবেদনের শেষ তারিখ : ১১ আগষ্ট, অফিস সময়ের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের ঠিকানা : ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, হাতির ঝিলের উল্টো দিকে, রামপুরা ব্রিজ, আফতাবনগর, জহিরুল ইসলাম সিটির প্রবেশ পথে, প্লট এ/২, হাতের বামে, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৭৫৫৫৮৭২২৪, ০১৮১৫১৯৩৩০৯৪।
৪. বিভাগের নাম : জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ো-কেমিস্ট্রি।
পদের নাম : সহকারী অধ্যাপক।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ো-কেমিস্ট্রি বা সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম বা মেধাতালিকায় ভালো অবস্থান। ভালো শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোথাও তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এসএস বা এইচএসসিতে অন্তত প্রথম বিভাগ বা সমমানের জিপিএ এবং অনার্স ও মাস্টার্স প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে আাবেদনের জন্য। তুলনামূলক ভালো ফলাফলধারীরা বিশ্ববিদ্যালয় অধ্যাপনায় প্রাধান্য লাভ করেন। পিএইচডি হলেে এসএসসি বা এইচএসসির যেকোনো একটি পাবলিক পরীক্ষার ফলাফল শিথিল করা হবে নিয়মানুসারে। পিএইচডিধারী হতে হবে।
গবেষণা যোগ্যতা : অন্তত ১টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে মানসম্পন্ন যেকোনো গবেষণা জার্নালে। আবেদনকারীকে গবেষণার পূর্ণ লেখক হতে হবে। প্রবন্ধ বা প্রবন্ধসমূহের মান নিয়োগের ক্ষেত্রে বিবেচনা করা হবে। তাই গবেষণা প্রবন্ধের সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রয়োজনে লিংক দিতে পারেন। কোনো বই থেকে থাকলে লিখতে হবে ও পারলে কপি দিতে হবে।
শিক্ষণ যোগ্যতা : অন্তত তিন বছর পূর্ণকালীন প্রভাষক পদে শিক্ষকতা থাকতে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ো-কেমিস্ট্রিতে যেকোনো বিশ্ববিদ্যালয়ে। যার ভালো ডিগ্রি, অসাধারণ শিক্ষকতা ও গবেষণাধর্মী কাজের দারুণ রেকর্ড আছে তাকে যোগ্যতানুসারে নিয়োগ দেওয়া হবে।
বেতন ভাতা : জাতীয় বেতন স্কেল অনুসারে ঢাকার নামকরা এই বেসরকারী বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপকের বেতন ও সব ভাতা যথাসময়ে পূর্ণরূপে প্রদান করবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সব সুবিধা প্রদান করা হবে।
আবেদন করার নিয়ম : https://jobs.ewubd.edu/index.php?documentid=job-details.php&jobid=258 এই অনলাইন ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না এবং এজন্য প্রার্থী দায়ী থাকবেন।
উল্লেখ্য : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। নারী বিবাহিত হলে স্বামীর নাম লিখতে হবে। সব শিক্ষাগত, কর্ম, গবেষণা, প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে উল্লেখ করতে হবে। সহ-শিক্ষা কার্যক্রমে সহায়তা ও ছাত্রবান্ধব শিক্ষক অগ্রাধিকার লাভ করবেন। সব শিক্ষাগত, প্রশিক্ষণ, গবেষণা, অর্জন ও সহ-শিক্ষায় সাহায্যের সাফল্যের সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে। চাকরিজীবী হলে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। কর্ম সমতায় বিশ্বাস করে এই প্রতিষ্ঠান। লিঙ্গ সমতায়ও।
আবেদনের শেষ তারিখ : ১১ আগষ্ট, অফিস সময়ের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের ঠিকানা : ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, হাতির ঝিলের উল্টো দিকে, রামপুরা ব্রিজ, আফতাবনগর, জহিরুল ইসলাম সিটির প্রবেশ পথে, হাতের বামে, প্লট এ/২, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৭৫৫৫৮৭২২৪, ০১৮১৫১৯৩৩০৯৪।
৫. পদের নাম : সহকারী অধ্যাপক।
বিভাগের নাম : কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম বা মেধাতালিকায় ভালো অবস্থান। ভালো শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোথাও তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এসএসসি বা এইচএসসিতে অন্তত প্রথম বিভাগ বা সমমানের জিপিএ এবং অনার্স ও মাস্টার্স প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে আাবেদনের জন্য। তুলনামূলক ভালো ফলাফলধারীরা বিশ্ববিদ্যালয় অধ্যাপনায় প্রাধান্য লাভ করেন। পিএইচডি হলেে এসএসসি বা এইচএসসির যেকোনো একটি পাবলিক পরীক্ষার ফলাফল শিথিল করা হবে নিয়মানুসারে। পিএইচডিধারী হতে হবে।
গবেষণা যোগ্যতা : অন্তত ১টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে মানসম্পন্ন যেকোনো গবেষণা জার্নালে। আবেদনকারীকে গবেষণার পূর্ণ লেখক হতে হবে। প্রবন্ধ বা প্রবন্ধসমূহের মান নিয়োগের ক্ষেত্রে বিবেচনা করা হবে। তাই গবেষণা প্রবন্ধের সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রয়োজনে লিংক দিতে পারেন। কোনো বই থেকে থাকলে লিখতে হবে ও পারলে কপি দিতে হবে।
শিক্ষণ যোগ্যতা : অন্তত তিন বছর পূর্ণকালীন প্রভাষক পদে শিক্ষকতা থাকতে হবে বিশ্ববিদ্যালয়ে। যার ভালো ডিগ্রি, অসাধারণ শিক্ষকতা ও গবেষণাধর্মী কাজের দারুণ রেকর্ড আছে তাকে যোগ্যতানুসারে নিয়োগ দেওয়া হবে।
বেতন ভাতা : জাতীয় বেতন স্কেল অনুসারে ঢাকার নামকরা এই বেসরকারী বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপকের বেতন ও সব ভাতা যথাসময়ে পূর্ণরূপে প্রদান করবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সব সুবিধা প্রদান করা হবে।
আবেদন করার নিয়ম : https://jobs.ewubd.edu/index.php?documentid=job-details.php&jobid=262 এই অনলাইন ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না এবং এজন্য প্রার্থী দায়ী থাকবেন।
উল্লেখ্য : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। নারী হলে স্বামীর নাম লিখতে হবে। সব শিক্ষাগত, কর্ম, গবেষণা, প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে উল্লেখ করতে হবে। সহ-শিক্ষা কার্যক্রমে সহায়তা, যথা-বিভিন্ন কম্পিউটার বা বিজ্ঞানভিত্তিক প্রকল্প তৈরি ও সহায়তা প্রদান, অলিম্পিয়াডের কাজ, ছাত্রবান্ধব শিক্ষক অগ্রাধিকার লাভ করবেন। সব শিক্ষাগত, প্রশিক্ষণ, গবেষণা, আবিষ্কার, অর্জন ও সহ-শিক্ষায় সাহায্যের সাফল্যের সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে। চাকরিজীবী হলে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। কর্ম সমতায় বিশ্বাস করে এই প্রতিষ্ঠান। লিঙ্গ সমতায়ও।
আবেদনের শেষ তারিখ : ১১ আগষ্ট, অফিস সময়ের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের ঠিকানা : ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, হাতির ঝিলের উল্টো দিকে, রামপুরা ব্রিজ, আফতাবনগর, জহিরুল ইসলাম সিটির প্রবেশ পথে, হাতের বামে, প্লট এ/২, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৭৫৫৫৮৭২২৪, ০১৮১৫১৯৩৩০৯৪।
৬. পদের নাম : প্রভাষক।
বিভাগের নাম : কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম বা মেধাতালিকায় ভালো অবস্থান। বেশি ভালো ফল ও ভালো ছাত্র বা ছাত্রী নিয়োগে প্রাধান্য লাভ করবেন।
গবেষণা যোগ্যতা : শিক্ষকের সঙ্গে যৌথ বা নিজের কোনো আবিস্কার বা উদ্ভাবন-রোবট ইত্যাদি যেকোনো ক্ষেত্রে এই বিশেষ ও অনন্য যোগ্যতা বা দৈনিক, গবেষণা জার্নাল অথবা কোথাও লেখা থেকে থাকলে অগ্রাধিকার বিবেচনা করা হয়। আবিস্কারের কর্মী হলেও হবে। এই যোগ্যতাগুলো নিয়োগের ক্ষেত্রে বিবেচনা করা হবে। গবেষণা প্রবন্ধের সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রয়োজনে লিংক দিতে পারেন। কোনো বই থেকে থাকলে লিখতে হবে ও পারলে কপি দিতে হবে। আবিষ্কারের বিষয়ে সুস্পষ্ট উল্লেখ ও সত্যাায়িত সার্টিফিকেট দিতে হবে। অলিম্পিয়াডের অর্জন থাকলে জানাতে হবে।
বেতন ভাতা : জাতীয় বেতন স্কেল অনুসারে ঢাকার নামকরা এই বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রভাষকের বেতন ও সব ভাতা যথাসময়ে পূর্ণরূপে প্রদান করবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সব সুবিধা প্রদান করা হবে।
আবেদন করার নিয়ম : https://jobs.ewubd.edu/index.php?documentid=job-details.php&jobid=257 এই অনলাইন ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না এবং এজন্য প্রার্থী দায়ী থাকবেন।
উল্লেখ্য : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। নারী বিবাহিত হলে স্বামীর নাম লিখতে হবে। সব শিক্ষাগত, কর্ম, গবেষণা, আবিস্কার, প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত, প্রশিক্ষণ, গবেষণা, অর্জন ও সহ-শিক্ষা যথা আবিস্কার এবং গবেষণা, সংগঠন ইত্যাদিতে সাফল্যের সত্যায়িত সার্টিফিকেট থাকলে প্রদান করতে হবে। চাকরিজীবী হলে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। কর্ম সমতায় বিশ্বাস করে এই প্রতিষ্ঠান। লিঙ্গ সমতায়ও।
আবেদনের শেষ তারিখ : ১১ আগষ্ট, অফিস সময়ের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের ঠিকানা : ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, হাতির ঝিলের উল্টো দিকে, রামপুরা ব্রিজ, আফতাবনগর, জহিরুল ইসলাম সিটির প্রবেশ পথে, প্লট এ/২, হাতের বামে, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৭৫৫৫৮৭২২৪, ০১৮১৫১৯৩৩০৯৪।
৭. পদের নাম : সহকারী অধ্যাপক।
বিভাগের নাম : ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম বা মেধাতালিকায় ভালো অবস্থান। ভালো শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোথাও তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এসএসসি বা এইচএসসিতে অন্তত প্রথম বিভাগ বা সমমানের জিপিএ এবং অনার্স ও মাস্টার্স প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে আাবেদনের জন্য। তুলনামূলক ভালো ফলাফলধারীরা বিশ্ববিদ্যালয় অধ্যাপনায় প্রাধান্য লাভ করেন। পিএইচডি হলে এসএসসি বা এইচএসসির যেকোনো একটি পাবলিক পরীক্ষার ফলাফল শিথিল করা হবে নিয়মানুসারে। পিএইচডিধারী হতে হবে।
গবেষণা যোগ্যতা : অন্তত ১টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে মানসম্পন্ন যেকোনো গবেষণা জার্নালে। আবেদনকারীকে গবেষণার পূর্ণ লেখক হতে হবে। প্রবন্ধ বা প্রবন্ধসমূহের মান নিয়োগের ক্ষেত্রে বিবেচনা করা হবে। তাই গবেষণা প্রবন্ধের সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রয়োজনে লিংক দিতে পারেন। প্রকাশিত লেখারও। কোনো বই থেকে থাকলে লিখতে হবে ও পারলে কপি দিতে হবে।
শিক্ষণ যোগ্যতা : অন্তত তিন বছর পূর্ণকালীন প্রভাষক পদে শিক্ষকতা থাকতে হবে বিশ্ববিদ্যালয়ে। যাদের ভালো ডিগ্রি, অসাধারণ শিক্ষকতা ও গবেষণাধর্মী কাজের দারুণ রেকর্ড আছে তাদের যোগ্যতানুসারে নিয়োগ দেওয়া হবে।
বেতন ভাতা : জাতীয় বেতন স্কেল অনুসারে ঢাকার নামকরা এই বেসরকারী বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপকের বেতন ও সব ভাতা যথাসময়ে পূর্ণরূপে প্রদান করবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সব সুবিধা প্রদান করা হবে।
আবেদন করার নিয়ম : https://jobs.ewubd.edu/index.php?documentid=job-details.php&jobid=262 এই অনলাইন ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না এবং এজন্য প্রার্থী দায়ী থাকবেন।
উল্লেখ্য : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। নারী হলে স্বামীর নাম লিখতে হবে। সব শিক্ষাগত, কর্ম, গবেষণা, প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে উল্লেখ করতে হবে। সহ-শিক্ষা কার্যক্রমে সহায়তা, যথা-বিভিন্ন কম্পিউটার বা বিজ্ঞানভিত্তিক প্রকল্প তৈরি ও সহায়তা প্রদান এবং ছাত্রবান্ধব শিক্ষক অগ্রাধিকার লাভ করবেন। সব শিক্ষাগত, প্রশিক্ষণ, গবেষণা, আবিষ্কার, অর্জন ও সহ-শিক্ষায় সাহায্যের সাফল্যের সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে। চাকরিজীবী হলে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। কর্ম সমতায় বিশ্বাস করে এই প্রতিষ্ঠান। লিঙ্গ সমতায়ও।
আবেদনের শেষ তারিখ : ১১ আগষ্ট, অফিস সময়ের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের ঠিকানা : ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, হাতির ঝিলের উল্টো দিকে, রামপুরা ব্রিজ, আফতাবনগর, জহিরুল ইসলাম সিটির প্রবেশ পথে, হাতের বামে, প্লট এ/২, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৭৫৫৫৮৭২২৪, ০১৮১৫১৯৩৩০৯৪।
৮. পদের নাম : প্রভাষক।
বিভাগের নাম : ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম বা মেধাতালিকায় ভালো অবস্থান। ভালো ফল ও ভালো ছাত্র বা ছাত্রী নিয়োগে প্রাধান্য লাভ করবেন।
গবেষণা যোগ্যতা : শিক্ষকের সঙ্গে যৌথ বা নিজের কোনো আবিস্কার বা উদ্ভাবন রোবট ইত্যাদি যেকোনো ক্ষেত্র-এই বিশেষ ও অনন্য যোগ্যতা, দৈনিক, গবেষণা জার্নাল অথবা কোথাও লেখা থেকে থাকলে অগ্রাধিকার বিবেচনা করা হয়। আবিস্কারের কর্মী হলেও হবে। এই যোগ্যতাগুলো নিয়োগের ক্ষেত্রে বিবেচনা করা হবে। গবেষণা প্রবন্ধের সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রয়োজনে লিংক দিতে পারেন। কোনো বই থেকে থাকলে লিখতে হবে ও পারলে কপি দিতে হবে। আবিষ্কারের বিষয়ে সুস্পষ্ট উল্লেখ ও সত্যাায়িত সার্টিফিকেট দিতে হবে। অলিম্পিয়াডের অর্জন থাকলে জানাতে হবে।
শিক্ষণ যোগ্যতা : যার অত্যন্ত ভালো ফলাফল, অসাধারণ ছাত্রজীবন ও গবেষণাধর্মী বা আবিষ্কারের দারুণ রেকর্ড আছে, তাকে যোগ্যতানুসারে নিয়োগ দেওয়া হবে।
বেতন ভাতা : জাতীয় বেতন স্কেল অনুসারে ঢাকার নামকরা এই বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রভাষকের বেতনাদি ও সব ভাতা যথাসময়ে পূর্ণরূপে প্রদান করবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সব সুবিধা প্রদান করা হবে।
আবেদন করার নিয়ম : https://jobs.ewubd.edu/index.php?documentid=job-details.php&jobid=257 এই অনলাইন ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না এবং এজন্য প্রার্থী দায়ী থাকবেন।
উল্লেখ্য : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। নারী বিবাহিত হলে স্বামীর নাম লিখতে হবে। সব শিক্ষাগত, কর্ম, গবেষণা, আবিস্কার, প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত, প্রশিক্ষণ, গবেষণা, অর্জন ও সহ-শিক্ষা যথা আবিস্কার এবং গবেষণা, সংগঠন ইত্যাদিতে সাফল্যের সত্যায়িত সার্টিফিকেট থাকলে প্রদান করতে হবে। চাকরিজীবী হলে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। কর্ম সমতায় বিশ্বাস করে এই প্রতিষ্ঠান। লিঙ্গ সমতায়ও।
আবেদনের শেষ তারিখ : ১১ আগষ্ট, অফিস সময়ের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের ঠিকানা : ইস্ট ওয়েস্ট ইউনিভাসিটি, হাতির ঝিলের উল্টো দিকে, রামপুরা ব্রিজ, আফতাবনগর, জহিরুল ইসলাম সিটির প্রবেশ পথে, প্লট এ/২, হাতের বামে, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৭৫৫৫৮৭২২৪, ০১৮১৫১৯৩৩০৯৪।
৯. পদের নাম : সহকারী অধ্যাপক।
বিভাগের নাম : সমাজবিজ্ঞান।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম বা মেধাতালিকায় ভালো অবস্থান। ভালো শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোথাও তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এসএসসি বা এইচএসসিতে অন্তত প্রথম বিভাগ বা সমমানের জিপিএ এবং অনার্স ও মাস্টার্স প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে আাবেদনের জন্য। তুলনামূলক ভালো ফলাফলধারীরা বিশ্ববিদ্যালয় অধ্যাপনায় প্রাধান্য লাভ করেন। পিএইচডি হলে এসএসসি বা এইচএসসির যেকোনো একটি পাবলিক পরীক্ষার ফলাফল শিথিল করা হবে নিয়মানুসারে। পিএইচডিধারী হতে হবে।
গবেষণা যোগ্যতা : গবেষণা পরিচালনার বিশেষ ও অনন্য যোগ্যতা, দৈনিক, গবেষণা জার্নাল অথবা কোথাও লেখা থেকে থাকলে অগ্রাধিকার বিবেচনা করা হবে। অন্তত দুটি আন্তর্জাতিক কনফারেন্সের কার্যধারায় উপস্থাপিত ও গ্রহণযোগ্য গবেষণা প্রবন্ধ থাকতে হবে। একটি জার্নালে রচিত হতে হবে। কোনো পত্রিকা বা মানসম্পন্ন কোনো সাময়িকীতে গবেষণা প্রবন্ধ লিখলেও সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রয়োজনে লিংক দিতে পারেন। কোনো বই থেকে থাকলে লিখতে হবে ও পারলে কপি দিতে হবে। সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে।
শিক্ষণ যোগ্যতা : অন্তত তিন বছরের প্রভাষক পদে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে। পিএইচডি থাকতে হবে।
বেতন ভাতা : জাতীয় বেতন স্কেল অনুসারে ঢাকার নামকরা এই বেসরকারী বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপকের বেতন ও সব ভাতা যথাসময়ে পূর্ণরূপে প্রদান করবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সব সুবিধা প্রদান করা হবে।
আবেদন করার নিয়ম : https://jobs.ewubd.edu/index.php?documentid=job-details.php&jobid=251 এই অনলাইন ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না এবং এজন্য প্রার্থী দায়ী থাকবেন।
উল্লেখ্য : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। নারী বিবাহিত হলে স্বামীর নাম লিখতে হবে। সব শিক্ষাগত, কর্ম, গবেষণা, প্রশিক্ষণ যোগ্যতা উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত, প্রশিক্ষণ, গবেষণা, অর্জন ও সহ-শিক্ষার সাফল্যের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। চাকরিজীবী হলে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। কর্ম সমতায় বিশ্বাস করে এই প্রতিষ্ঠান। লিঙ্গ সমতায়ও।
আবেদনের শেষ তারিখ : ১১ আগষ্ট, অফিস সময়ের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের ঠিকানা : ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, হাতির ঝিলের উল্টো দিকে, রামপুরা ব্রিজ, আফতাবনগর, জহিরুল ইসলাম সিটির প্রবেশ পথে, প্লট এ/২, হাতের বামে, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৭৫৫৫৮৭২২৪, ০১৮১৫১৯৩৩০৯৪।
১০. পদের নাম : প্রভাষক।
বিভাগের নাম : সমাজবিজ্ঞান।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞানে বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম বা মেধাতালিকায় ভালো অবস্থান। অসাধারণ ভালো ফল ও ভালো ছাত্র বা ছাত্রী শিক্ষক নিয়োগ লাভ করবেন।
গবেষণা যোগ্যতা : গবেষণা করার বিশেষ ও অনন্য যোগ্যতা, শিক্ষকের সঙ্গে গবেষণা করা, দৈনিক, গবেষণা জার্নাল অথবা কোথাও লেখা থেকে থাকলে অগ্রাধিকার বিবেচনা করা হবে। কোনো পত্রিকা বা মানসম্পন্ন কোনো সাময়িকীতে গবেষণা প্রবন্ধ লিখলেও সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রয়োজনে লিংক দিতে পারেন। কোনো বই থেকে থাকলে লিখতে হবে ও পারলে কপি দিতে হবে। সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে।
বেতন ভাতা : জাতীয় বেতন স্কেল অনুসারে ঢাকার নামকরা এই বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রভাষকের বেতন ও সব ভাতা যথাসময়ে পূর্ণরূপে প্রদান করবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সব সুবিধা প্রদান করা হবে।
আবেদন করার নিয়ম : https://jobs.ewubd.edu/index.php?documentid=job-details.php&jobid=252 এই অনলাইন ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না এবং এজন্য প্রার্থী দায়ী থাকবেন।
উল্লেখ্য : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। নারী বিবাহিত হলে স্বামীর নাম লিখতে হবে। সব শিক্ষাগত, কর্ম, গবেষণা, প্রশিক্ষণ যোগ্যতা উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত, প্রশিক্ষণ, গবেষণা, অর্জন ও সহ-শিক্ষার সাফল্যের সত্যায়িত সার্টিফিকেট থাকলে প্রদান করতে হবে। চাকরিজীবী হলে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। কর্ম সমতায় বিশ্বাস করে এই প্রতিষ্ঠান। লিঙ্গ সমতায়ও।
আবেদনের শেষ তারিখ : ১১ আগষ্ট, অফিস সময়ের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের ঠিকানা : ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, হাতির ঝিলের উল্টো দিকে, রামপুরা ব্রিজ, আফতাবনগর, জহিরুল ইসলাম সিটির প্রবেশ পথে, প্লট এ/২, হাতের বামে, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৭৫৫৫৮৭২২৪, ০১৮১৫১৯৩৩০৯৪।
১১. পদের নাম : সহকারী অধ্যাপক।
বিভাগের নাম : ইংরেজি।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে প্রথম শ্রেণীতে প্রথম বা মেধাতালিকায় ভালো অবস্থান। ভালো শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোথাও তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এসএসসি বা এইচএসসিতে অন্তত প্রথম বিভাগ বা সমমানের জিপিএ এবং অনার্স ও মাস্টার্স প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে আাবেদনের জন্য। তুলনামূলক ভালো ফলাফলধারীরা বিশ্ববিদ্যালয় অধ্যাপনায় প্রাধান্য লাভ করেন। পিএইচডি হলে এসএসসি বা এইচএসসির যেকোনো একটি পাবলিক পরীক্ষার ফলাফল শিথিল করা হবে নিয়মানুসারে। পিএইচডিধারী হতে হবে।
গবেষণা যোগ্যতা : শ্রেণী পরিচালনার বিশেষ ও অনন্য যোগ্যতা তো বটেই, দৈনিক, গবেষণা জার্নাল অথবা কোথাও লেখা থেকে থাকলে অগ্রাধিকার বিবেচনা করা হবে। অন্তত দুটি আন্তর্জাতিক কনফারেন্সের কার্যধারায় উপস্থাপিত ও গ্রহণযোগ্য গবেষণা প্রবন্ধ থাকতে হবে। একটি জার্নালে রচিত হতে হবে। কোনো পত্রিকা বা মানসম্পন্ন কোনো সাময়িকীতে গবেষণা প্রবন্ধ লিখলেও সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রয়োজনে লিংক দিতে পারেন। কোনো বই থেকে থাকলে লিখতে হবে ও পারলে কপি দিতে হবে। সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে।
শিক্ষণ যোগ্যতা : অন্তত তিন বছরের প্রভাষক পদে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে।
বেতন ভাতা : জাতীয় বেতন স্কেল অনুসারে ঢাকার নামকরা এই বেসরকারী বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপকের বেতন ও সব ভাতা যথাসময়ে পূর্ণরূপে প্রদান করবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সব সুবিধা প্রদান করা হবে।
আবেদন করার নিয়ম : https://jobs.ewubd.edu/index.php?documentid=job-details.php&jobid=248 এই অনলাইন ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না এবং এজন্য প্রার্থী দায়ী থাকবেন।
উল্লেখ্য : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। নারী বিবাহিত হলে স্বামীর নাম লিখতে হবে। সব শিক্ষাগত, কর্ম, গবেষণা, প্রশিক্ষণ যোগ্যতা, লেখার উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত, প্রশিক্ষণ, গবেষণা, অর্জন ও সহ-শিক্ষার সাফল্যের সত্যায়িত সার্টিফিকেটাদি প্রদান করতে হবে। চাকরিজীবী হলে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। কর্ম সমতায় বিশ্বাস করে এই প্রতিষ্ঠান। লিঙ্গ সমতায়ও।
আবেদনের শেষ তারিখ : ১১ আগষ্ট, অফিস সময়ের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের ঠিকানা : ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, হাতির ঝিলের উল্টো দিকে, রামপুরা ব্রিজ, আফতাবনগর, জহিরুল ইসলাম সিটির প্রবেশ পথে, প্লট এ/২, হাতের বামে, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৭৫৫৫৮৭২২৪, ০১৮১৫১৯৩৩০৯৪।
১২. পদের নাম : প্রভাষক।
বিভাগের নাম : ইংরেজি।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে প্রথম শ্রেণীতে প্রথম বা মেধাতালিকায় ভালো অবস্থান। অসাধারণ ভালো ফল ও ভালো ছাত্র বা ছাত্রী শিক্ষক নিয়োগ লাভ করবেন।
গবেষণা যোগ্যতা : পাঠ ও পাঠদানের বিশেষ ও অনন্য যোগ্যতা, দৈনিক, গবেষণা জার্নাল অথবা কোথাও লেখা থেকে থাকলে অগ্রাধিকার বিবেচনা করা হবে। কোনো পত্রিকা বা মানসম্পন্ন কোনো সাময়িকীতে গবেষণা প্রবন্ধ লিখলেও সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রয়োজনে লিংক দিতে পারেন। কোনো বই থেকে থাকলে লিখতে হবে ও পারলে কপি দিতে হবে। সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে।
বেতন ভাতা : জাতীয় বেতন স্কেল অনুসারে ঢাকার নামকরা এই বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রভাষকের বেতন ও সব ভাতা যথাসময়ে পূর্ণরূপে প্রদান করবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সব সুবিধা প্রদান করা হবে।
আবেদন করার নিয়ম : https://jobs.ewubd.edu/index.php?documentid=job-details.php&jobid=250 এই অনলাইন ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না এবং এজন্য প্রার্থী দায়ী থাকবেন।
উল্লেখ্য : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। নারী বিবাহিত হলে স্বামীর নাম লিখতে হবে। সব শিক্ষাগত, কর্ম, গবেষণা, প্রশিক্ষণ যোগ্যতা উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত, প্রশিক্ষণ, গবেষণা, অর্জন ও সহ-শিক্ষার সাফল্যের সত্যায়িত সার্টিফিকেট থাকলে প্রদান করতে হবে। চাকরিজীবী হলে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। কর্ম সমতায় বিশ্বাস করে এই প্রতিষ্ঠান। লিঙ্গ সমতায়ও।
আবেদনের শেষ তারিখ : ১১ আগষ্ট, অফিস সময়ের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের ঠিকানা : ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, হাতির ঝিলের উল্টো দিকে, রামপুরা ব্রিজ, আফতাবনগর, জহিরুল ইসলাম সিটির প্রবেশ পথে, প্লট এ/২, হাতের বামে, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৭৫৫৫৮৭২২৪, ০১৮১৫১৯৩৩০৯৪।
ওএস।