গণস্বাস্থ্য কেন্দ্র ৩০ প্যারামেডিক নেবে
এনজিও’র নাম : গণস্বাস্থ্য কেন্দ্র।
নিয়োগ দেওয়া হবে : বরাবরের মতো অধূমপায়ী কর্মী।
চাকরি করবেন : প্রশিক্ষণার্থী প্যারামেডিক পদে।
পদের সংখ্যা : ৩০টি।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত এইচএসসি পাশ হতে হবে বিজ্ঞান শাখা থেকে।
ধরণ : অত্র প্রতিষ্ঠান সমতায় বিশ্বাস করে বলে নারী, আদিবাসী, এতিম, প্রতিবন্ধীতায় আক্রান্ত যেকোনো ধরণের যোগ্য ও সক্ষম নারী এবং পুরুষ আবেদনের যোগ্য।
সুবিধাদি প্রদান করা হবে : নিয়োগ লাভের পর গণ বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ দান করা হবে।
বেতন, ভাতা : নিয়োগের পর প্রশিক্ষণকালে বেতন হবে প্রতিজনের ৮ থেকে ১০ হাজার টাকা। দুই বছর প্রশিক্ষণকাল হিসেবে গণ্য করা হবে। এই সময়েও পদানুসারে গণস্বাস্থ্য কেন্দ্রের সকল সুবিধাদি প্রদান করা হবে। এরপর প্রতিজনের বেতন হবে ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে। আগ্রহ ও সক্ষমতা অনুসারে বেতনে উন্নতি এবং অধিকতর সুবিধাদি প্রদান করা হবে। এই পদে জনপ্রতি ২০ থেকে ৪০ হাজার টাকা বেতন দান করা হবে।
নিয়োগের ধরণ : অন্তত তিন বছর চুক্তি অনুসারে গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন বিভাগ, গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতাল, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং সারা দেশের সাব সেন্টারগুলোতে প্রয়োজনানুসারে বাধ্যতামূলকভাবে চাকরি করতে হবে।
আবেদনের নিয়ম : দুই কপি সত্যায়িত ছবিসহ প্রার্থীদের একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সব উল্লেখ করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না এবং এজন্য প্রার্থী দায়ী থাকবেন। সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। নারী হলে স্বামী বা পিতার নাম উল্লেখ করতে হবে। সেভাবে নিজ, নিজ ধরণ আবেদনে প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ডের কাউন্সিলরের কাছ থেকে নেওয়া সনদপত্র সত্যায়িত আকারে দিতে হবে। আবেদন প্রার্থীদের নিজের হাতে লিখতে হবে। কোনো অতিরিক্ত যোগ্যতা, প্রশিক্ষণ, আগ্রহ ও অর্জন থেকে থাকলে অবেদনে উল্লেখ করতে হবে এবং বিবেচনাযোগ্য।
আবেদন করবেন : যেকোনো তফসিলী ব্যাংক থেকে ৫শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে সেট আকারে।
আবেদনের শেষ তারিখ : ৩০ জুলাই, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনের ঠিকানা : ডাক মারফত বা হাতে, হাতে বরাবর, পরিচালক মহোদয়, স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিভাগ, গণম্বাস্থ্য কেন্দ্র, পোস্ট-মির্জানগর, সাভার, ঢাকা-১৩৪৪, ভায়া সাভার ক্যান্টনমেন্ট।
ওএস।