ডেনিশ দূতাবাস নেবে জলবায়ু, সবুজায়ন ও কৃষি উন্নয়ন প্রকল্প উপদেষ্টা
দূতাবাসের নাম : ডেনমার্ক দূতাবাস।
পদের নাম : ক্লাইমেট, গ্রিন অ্যানাজি অ্যান্ড এগ্রিকালচারাল গ্রোথ প্রগ্রাম অ্যাডভাইজর।
ওয়েব সাইট লিংক : www. bangladesh.um.dk/en/about-us/job-opportunities/job-vacancy. এই ওয়েব লিংকে আবেদনের বিস্তারিত, কর্মপ্রক্রিয়া সবই জানা যাবে।
নিয়োগ দেওয়া হবে : পূর্ণকালীনভাবে, স্থানীয় কর্মী নিয়োগ দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ : ১ আগষ্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনের ঠিকানা : বাংলাদেশে ডেনিশ দূতাবাস, গুলশান ২, ঢাকা-১২১২।
কাজ করবেন : বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে।
আবেদনের যোগ্যতা : পরিবেশ বা জলবায়ু, পরিবেশ বিজ্ঞান, উন্নয়ন অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স।
কর্মঅভিজ্ঞতা : অন্তত সাত বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে উন্নয়ন খাতে। কর্ম এলাকা হলো জলবায়ু পরিবর্তন বা সবুজায়ন।
উল্লেখ্য : তিন মাসের প্রবেশনারী সময় হিসেবে গণ্য করা হবে। এরপর চাকরিতে পূর্ণকালীন নিয়োগ দেওয়া হবে পারফরমেন্সের ভিত্তিতে।
কাজ করতে হবে : সপ্তাহে ৩৭ ঘন্টা।
আবেদন করবেন : ইংরেজিতে, প্রার্থীকে ইংরেজিতে দক্ষ হতে হবে। শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অভিজ্ঞতাগুলোর উল্লেখ করতে হবে ও সেগুলোর সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। এজন্য প্রার্থী দায়ী থাকবেন। ছবি, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত করে আবেদনে প্রদান করতে হবে। আবেদনে নাম, মেইল, মোবাইল ও যোগাযোগের ঠিকানা দিতে হবে।
আবেদন পৌঁছানোর ঠিকানা : dacambapplication@um.dk.
আবেদনের ওপর উল্লেখ করতে হবে : Climate, Green Energy and Agricultural Growth – (your name).
সুযোগ, সুবিধা ও বেতন, ভাতা : দূতাবাসের নিয়মানুসারে প্রদান করা হবে।
ওএস।