প্রধান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ-পরিচালক নেবে বিপিআই
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই)।
বিভাগের নাম : খনিজ ও জ্বালানি সম্পদ বিভাগ।
ঠিকানা : প্লট-৫-এ, সেক্টর-৮, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।
মেইল : bpi.gov.bd.
১. পদের নাম : প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।
পদের সংখ্যা : একটি।
গ্রেড : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই)’র চতুর্থ গ্রেড লাভ করবেন।
শুরুর বেতন হবে ৫০ হাজার থেকে ৭১ হাজার ২শ টাকা। এছাড়াও এই প্রতিষ্ঠানের সব সুবিধা প্রদান করা হবে।
বয়স : প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪৫ বছর। তবে অধিকতর উপযুক্ত প্রার্থীর ক্ষেত্রে বয়স তিন বছর পর্যন্ত শিথিল করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ব, ভূতত্ব ও খনিবিদ্যা, খনিবিদ্যা, ভূ-পদাথবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বা তৎসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে অনার্স বা সমমানের সিজিপিএ ও প্রথম শ্রেণীতে মাস্টার্স বা সমমানের সিজিপিএ। তবে যারা প্রথম শ্রেণী লাভ করবেন উভয় পরীক্ষায় তারা অগ্রাধিকার পাবেন। এছাড়াও পিএইডি প্রার্থীদের অধিকতর যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। এই বিবেচনা বলবৎ থেকে পেট্রোলিয়াম, কেমিক্যাল, মেকানিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বা তৎসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে অন্তত প্রথম শ্রেণীর অনার্স বা সিজিপিএধারীরা আবেদন করবেন। উল্লেখ্য, শিক্ষাজীবনের কোথাও কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য নয়।
কর্মঅভিজ্ঞতা : পেট্রোলিয়াম বা যেকোনো খনিজ সম্পদ অনুসন্ধানের বৈজ্ঞানিক কর্ম, উন্নয়ন কার্যক্রম বা গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন গবেষণা কর্মে অন্তত ১২ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। যাদের পিএইচডি আছে তাদের ৯ বছরের কর্মঅভিজ্ঞতা গ্রহণযোগ্য।
কর্মযোগ্যতা : পেট্রোলিয়াম বা যেকোনো ধরণের খনিজ সম্পদ অনুসন্ধান, উন্নয়ন ও গবেষণা কর্মে এবং অন্যান্য প্রয়োজনীয় কার্যাবলীতে পরামর্শ প্রদানের যোগ্যতাসম্পন্ন হতে হবে।
গবেষণা যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে অন্তত দুটি আন্তর্জাতিক মানের সায়েন্টিফিক জার্নালে অন্তত দুটি স্টান্ডার্ড টেকনিক্যাল বা মানসম্পন্ন বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হতে হবে।
আবেদনের নিয়ম : ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে) ইত্যাদি সব তথ্য প্রদান করতে হবে। টাইপ করা এই আবেদনে সব কর্ম ও প্রশিক্ষণ এবং প্রকাশনা ও বৈজ্ঞানিক কার্যক্রম এবং আবিষ্কারের নাম থেকে থাকলে ভালোভাবে উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য কার্যক্রমের যোগ্যতাগুলোর সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে দুই কপি পাসপোর্ট আকারের সত্য তোলা রঙিন ছবি যুক্ত করতে হবে। আবেদনে মেইল, মোবাইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। সব বৈজ্ঞানিক প্রবন্ধ ও প্রকাশনা থেকে থাকলে ভালোভাবে উল্লেখ করতে হবে ও সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। পারলে বইয়ের মূল কপি একটি করে প্রদান করতে হবে। সব কর্মসম্পাদনের সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান গ্রহণযোগ্য হবে না। চাকরিরত প্রার্থীদের কতৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বয়সের কোনো এফিডেভিডও গ্রহণযোগ্য নয়। ৭ জুলাই, ২০২২ এই আবেদন ইস্যু হওয়ার তারিখ থেকে প্রতিটি শূণ্য স্থায়ী পদে বয়স গণনা করা হবে। কোনো ধরণের সুপারিশ অগ্রহণযোগ্যতা হিসেবে গণ্য হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দিতে হবে।
আবেদন করবেন : যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে বরাবর পরিচালক মহোদয়, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই), মাধ্যম বিভাগীয় প্রধান-খনিজ ও জ্বালানি সম্পদ বিভাগ, প্লট-৫-এ, সেক্টর-৮, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০-এই ঠিকানায় ৯শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে ও আবেদনের সেটের সঙ্গে প্রদান করতে হবে। বাছাই প্রার্থীদের এই অর্থ লিখিত ও মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার ফি হিসেবে গণ্য হবে।
আবেদনের নিয়ম : ব্যাংক ড্রাফটসহ আবেদন ১১ আগষ্ট, ২০২২ তারিখ সকাল ১০টা থেকে বিকাল পাঁচটার অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই), খনিজ ও জ্বালানি সম্পদ বিভাগ, ঠিকানা : প্লট-৫-এ, সেক্টর-৮, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০-এ ডাক মারফত বা সরাসরি জমা দেওয়া যাবে। প্রয়োজনে ফোন করতে পারেন : পরিচালক প্রশাসন ও প্রশিক্ষণ-৪১০৯০০৩৫।
২. ২. পদের নাম : উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা।
পদের সংখ্যা : একটি।
গ্রেড : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই)’র ষষ্ঠ গ্রেড লাভ করবেন।
শুরুর বেতন হবে ৩৫ হাজার ৫শ থেকে ৬৭ হাজার ১০শ টাকা। এছাড়াও এই প্রতিষ্ঠানের সব সুবিধা প্রদান করা হবে।
বয়স : প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর। তবে অধিকতর উপযুক্ত প্রার্থীর ক্ষেত্রে বয়স তিন বছর পর্যন্ত শিথিল করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ব, ভূ-পদার্থবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে অনার্স বা সমমানের সিজিপিএ ও প্রথম শ্রেণীতে অনার্স ও মাস্টাস বা সমমানের সিজিপিএ। তবে যারা প্রথম শ্রেণী লাভ করবেন উভয় পরীক্ষায়, তারা অগ্রাধিকার পাবেন। এছাড়াও পিএইডি প্রার্থীদের অধিকতর যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। এই বিবেচনা বলবৎ থেকে পেট্রোলিয়াম, কেমিক্যাল, মেকানিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে অন্তত প্রথম শ্রেণীর অনার্স বা সিজিপিএধারীরা আবেদন করবেন। উল্লেখ্য, শিক্ষাজীবনের কোথাও কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য নয়।
কর্মঅভিজ্ঞতা : পেট্রোলিয়াম বা যেকোনো খনিজ সম্পদ অনুসন্ধানের বৈজ্ঞানিক কর্ম, উন্নয়ন কার্যক্রম, গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন গবেষণা কর্মে অন্তত ৬ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। যাদের পিএইচডি আছে তাদের ৩ বছরের কর্মঅভিজ্ঞতা গ্রহণযোগ্য।
কর্মযোগ্যতা : পেট্রোলিয়াম বা যেকোনো ধরণের খনিজ সম্পদ অনুসন্ধান, উন্নয়ন ও গবেষণা কর্মে এবং অন্যান্য প্রয়োজনীয় কার্যাবলীতে পরামর্শ প্রদানের যোগ্যতাসম্পন্ন হতে হবে।
গবেষণা যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক মানের সায়েন্টিফিক জার্নালে স্টান্ডার্ড টেকনিক্যাল বা মানসম্পন্ন বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হতে হবে।
আবেদনের নিয়ম : ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে) ইত্যাদি সব তথ্য প্রদান করতে হবে। টাইপ করা এই আবেদনে সব কর্ম ও প্রশিক্ষণ এবং প্রকাশনা ও বৈজ্ঞানিক কার্যক্রম এবং আবিষ্কারের নাম থেকে থাকলে ভালোভাবে উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত করে প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে দুই কপি পাসপোর্ট আকারের সত্য তোলা রঙিন ছবি যুক্ত করতে হবে। আবেদনে মেইল, মোবাইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। সব বৈজ্ঞানিক প্রবন্ধ ও প্রকাশনা থেকে থাকলে ভালোভাবে উল্লেখ করতে হবে ও সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। পারলে বইয়ের মূল কপি একটি করে প্রদান করতে হবে। সব প্রশিক্ষণ ও কমসম্পাদনের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান গ্রহণযোগ্য হবে না। চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বয়সের কোনো এফিডেভিডও গ্রহণযোগ্য নয়। ৭ জুলাই, ২০২২ এই আবেদন ইস্যু হওয়ার তারিখ থেকে প্রতিটি শূণ্য স্থায়ী পদে বয়স গণনা করা হবে। কোনো ধরণের সুপারিশ অগ্রহণযোগ্যতা হিসেবে গণ্য হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দিতে হবে।
আবেদন করবেন : যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে বরাবর পরিচালক মহোদয়, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই), মাধ্যম বিভাগীয় প্রধান, খনিজ ও জ্বালানি সম্পদ বিভাগ, প্লট-৫-এ, সেক্টর-৮, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০-এই ঠিকানায় ৭শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে ও আবেদনের সেটের সঙ্গে প্রদান করতে হবে। বাছাই প্রার্থীদের এই অথ লিখিত ও মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার ফি হিসেবে গণ্য হবে।
আবেদনের নিয়ম : ব্যাংক ড্রাফটসহ আবেদন ১১ আগষ্ট, ২০২২ তারিখ সকাল ১০টা থেকে বিকাল পাঁচটার অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই), খনিজ ও জ্বালানি সম্পদ বিভাগ, ঠিকানা : প্লট-৫-এ, সেক্টর-৮, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০-এ ডাক মারফত বা সরাসরি জমা দেওয়া যাবে। প্রয়োজনে ফোন করতে পারেন : পরিচালক প্রশাসন ও প্রশিক্ষণ-৪১০৯০০৩৫।
৩. পদের নাম : উপ-পরিচালক।
পদের সংখ্যা : একটি।
গ্রেড : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই)’র ষষ্ঠ গ্রেড লাভ করবেন।
শুরুর বেতন হবে ৩৫ হাজার ৫শ থেকে ৬৭ হাজার ১০শ টাকা। এছাড়াও এই প্রতিষ্ঠানের সব সুবিধা প্রদান করা হবে।
বয়স : প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের যেকোনো বিষয় থেকে দ্বিতীয় শ্রেণীতে অনার্স বা মাস্টার্স। তবে যারা প্রথম শ্রেণী লাভ করবেন উভয় পরীক্ষায়, তারা অগ্রাধিকার পাবেন। এছাড়াও বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী ও এমবিএধারীরা আবেদন করতে পারবেন। উল্লেখ্য, শিক্ষাজীবনের কোথাও কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য নয়।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো ভালো ও প্রতিষ্ঠিত কম্পানি বা প্রতিষ্ঠানে অন্তত আট বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে প্রশাসন বিভাগ।
আবেদনের নিয়ম : ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে) ইত্যাদি সব তথ্য প্রদান করতে হবে। টাইপ করা এই আবেদনে সব কর্ম ও প্রশিক্ষণ এবং প্রকাশনা বা লেখা থেকে থাকলে ভালোভাবে উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত করে প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে দুই কপি পাসপোর্ট আকারের সত্য তোলা রঙিন ছবি যুক্ত করতে হবে। আবেদনে মেইল, মোবাইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। সব কর্মযোগ্যতার সত্যায়িত কপি দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান গ্রহণযোগ্য হবে না। চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বয়সের কোনো এফিডেভিডও গ্রহণযোগ্য নয়। ৭ জুলাই, ২০২২ এই আবেদন ইস্যু হওয়ার তারিখ থেকে প্রতিটি শূণ্য স্থায়ী পদে বয়স গণনা করা হবে। কোনো ধরণের সুপারিশ অগ্রহণযোগ্যতা হিসেবে গণ্য হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দিতে হবে।
আবেদন করবেন : যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে বরাবর পরিচালক মহোদয়, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই), মাধ্যম বিভাগীয় প্রধান, খনিজ ও জ্বালানি সম্পদ বিভাগ, প্লট-৫-এ, সেক্টর-৮, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০-এই ঠিকানায় ৭শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে ও আবেদনের সেটের সঙ্গে প্রদান করতে হবে। বাছাই প্রার্থীদের এই অথ লিখিত ও মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার ফি হিসেবে গণ্য হবে।
আবেদনের নিয়ম : ব্যাংক ড্রাফটসহ আবেদন ১১ আগষ্ট, ২০২২ তারিখ সকাল ১০টা থেকে বিকাল পাঁচটার অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই), খনিজ ও জ্বালানি সম্পদ বিভাগ, ঠিকানা : প্লট-৫-এ, সেক্টর-৮, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০-এ ডাক মারফত বা সরাসরি জমা দেওয়া যাবে। প্রয়োজনে ফোন করতে পারেন : পরিচালক প্রশাসন ও প্রশিক্ষণ-৪১০৯০০৩৫।
ওএস।