ঢাকার নিকেতন সোসাইটি নেবে সুপারভাইজর ও সিকিউরিটি গার্ড
অলাভজনক সমাজ উন্নয়ন সংগঠনের নাম : নিকেতন ওয়েলফেয়ার সোসাইটি।
ঠিকানা : গুলশান নিকেতন, মহাখালীর পাশে, ঢাকা-১২১২।
১. পদের নাম : সিকিউরিটি সুপারভাইজর।
পদের সংখ্যা : অনুল্লেখ্য তবে প্রয়োজন অনুসারে কটি পদে নিয়োগ দেওয়া হবে।
কর্মযোগ্যতা : বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশের অবসরপ্রাপ্ত ও সক্ষম যেকোনো সামরিক বাহিনীর প্রার্থী হলে বিচার, বিবেচনার মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। বেতন, ভাতায়ও সুবিধা লাভ করবেন।
থাকা, খাওয়া : নিকেতন ওয়েলফেয়ার সোসাইটি প্রদান করবে।
বেতন : শুরুতে বেতন দেওয়া হবে ১৮ থেকে ২০ হাজার টাকা। এছাড়াও ইদ, পহেলা বৈশাখ, পূজায় বোনাস দেওয়া হবে।
কাজ করবেন : দিনে ১২ ঘন্টা।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত এসএসসি বা এইচএসসি পাশ।
কর্মযোগ্যতা : অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে কর্মযোগ্যতা অন্তত ৭ বছর যেকোনো প্রতিষ্ঠানের সিকিউরিটি সুপারভাইজর পদে কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
উল্লেখ্য : কর্মরত আবেদনকারীরা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন।
আবেদনের নিয়ম : একটি বাংলায় পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণযোগ্যতার সবগুলো সালানুসারে প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য গ্রহণযোগ্য নয়। আবেদনপত্রে এক কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি দিতে হবে সত্যায়িত করে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে। স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে ভালোভাবে।
প্রার্থীর বয়স : সামরিক বাহিনীর কর্মচারী বা কর্মকর্তা বাদে অন্যান্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
নিয়োগ প্রদান করা হবে : সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে।
নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় : ২৩ জুলাই, ২০২২, শনিবার বিকাল ৪টায়।
অফিসের ঠিকানা : নিকেতন ওয়েলফেয়ার সোসাইটি, গুলশান নিকেতন, মহাখালীর পাশে। ব্লক-এ, রোড-৪, বাড়ি ১৫২, ঢাকা-১২১২।
২. পদের নাম : সিকিউরিটি গার্ড।
পদের সংখ্যা : অনুল্লেখ্য তবে প্রয়োজন অনুসারে অনেক পদে নিয়োগ দেওয়া হবে।
কমযোগ্যতা : আনসার, ভিডিপির অবসরপ্রাপ্ত ও সক্ষম যেকোনো অবসর নেওয়া সামরিক প্রার্থী হলে বিচার, বিবেচনার মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। বেতন, ভাতায়ও সুবিধা লাভ করবেন।
থাকা, খাওয়া : নিকেতন ওয়েলফেয়ার সোসাইটি প্রদান করবে।
বেতন : শুরুতে বেতন দেওয়া হবে ১৩ হাজার টাকা। এছাড়াও ইদ, পহেলা বৈশাখ, পূজায় বোনাস দেওয়া হবে।
কাজ করবেন : দিনে ১২ ঘন্টা।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত এসএসসি বা এইচএসসি পাশ।
কমযোগ্যতা : অন্যান্য প্রাথীদের ক্ষেত্রে কর্মযোগ্যতা অন্তত ২ বছর যেকোনো প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড পদে কমঅভিজ্ঞতা থাকতে হবে। তাদের বয়স ২০ থেকে ২৪ বছর।
উল্লেখ্য : কর্মরত আবেদনকারীরা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন।
আবেদনের নিয়ম : একটি বাংলায় পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণযোগ্যতার সবগুলো সালানুসারে প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য গ্রহণযোগ্য নয়। আবেদনপত্রে এক কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি দিতে হবে সত্যায়িত করে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে। স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে ভালোভাবে।
নিয়োগ প্রদান করা হবে : সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে।
নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় : ২৩ জুলাই, ২০২২, শনিবার বিকাল ৪টায়।
অফিসের ঠিকানা : নিকেতন ওয়েলফেয়ার সোসাইটি, গুলশান নিকেতন, মহাখালীর পাশে। ব্লক-এ, রোড-৪, বাড়ি ১৫২, ঢাকা-১২১২।
ওএস।