ধানমন্ডিতে ইবনে সিনা নেবে পিআইসিসিইউ ও মেডিক্যাল কনসালটেন্ট
প্রতিষ্ঠানের নাম : দি ইবনে সিনা ট্রাস্ট্র।
প্রধান কার্যালয় : বাড়ি ৪৮, রোড-৯/এ, ধানমন্ডি, আ/এ, ঢাকা-১২০৯।
১. পদের নাম : পিআইসিসিইউ বা পেডিয়াট্রিক ইনসেনটিভ কেয়ার ইউনিট কনসালটেন্ট।
পদের সংখ্যা : অনুল্লেখ্য।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস। এমডি বা এফসিপিএস অতিরিক্ত যোগ্যতা হিসেবে গ্রহণ করা হবে।
প্রাধান্য দেওয়া হবে : ব্রিটেনের রয়্যাল কলেজ ফিজিশিয়ানসের অধীনে এমআরসিপি ডিগ্রি থাকলে নিয়োগ, উচ্চতর বেতন, কমিশন ও সুযোগ-সুবিধায় নিয়মানুসারে অতিরিক্ত প্রাধান্য দেওয়া হবে।
কর্মযোগ্যতা : প্রতিষ্ঠিত যেকোনো হাসপাতালের আইসিইউতে অন্তত পাঁচ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
বেতন, ভাতা : অভিজ্ঞতা ও কর্মযোগ্যতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে শিক্ষাগত যোগ্যতা অনুসারে একটি নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), শিক্ষাগত ও কর্মযোগ্যতাগুলোর সব বিস্তারিত এবং ভালোভাবে সালানুসারে উল্লেখ করতে হবে। প্রশিক্ষণ ও কর্মযোগ্যতাগুলো দিতে হবে। সব উচ্চতর ডিগ্রি ভালোভাবে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতাসহ সব সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। বিএমএন্ডডিসির রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। মেডিক্যাল জার্নালে বা অন্য কোথাও প্রকাশিত লেখাগুলোর সত্যায়িত কপি বা সেট আবেদনে প্রদান করতে হবে। কোনো বই থেকে থাকলে উল্লেখ করতে হবে ও পারলে কপি দিতে হবে। আবেদনের সঙ্গে সত্যায়িত দুই কপি রঙিন ছবি, মেইল, মোবাইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সার্টিফিকেটও দিতে হবে।
উল্লেখ্য : অভিজ্ঞতা এবং যোগ্যতা অনুসারে বয়সও শিথিল করা হবে।
আবেদন পৌছাতে হবে : মেইলে, ডাকযোগে ও সরাসরি এই প্রতিষ্ঠানে এসে আবেদন প্রদান করা যাবে। প্রয়োজনে মোবাইল করতে পারেন: ০১৭৬৬৬৩৩০১২, ০১৮১৭১৪৪৬১১। মেইল ঠিকানা :info@ibnssinatrust.com.
আবেদনের ঠিকানা : বরাবর, সেক্রেটারি মহোদয়, দি ইবনে সিনা ট্রাস্ট, প্রধান কার্যালয়, বাড়ি ৪৮, রোড-৯/এ, ধানমন্ডি, আ/এ, ঢাকা-১২০৯।
আবেদনের শেষ তারিখ : ৩১ জুলাই, ২০২২, অফিস সময়ের মধ্যে। ফেরৎ খামের ওপর নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
২. পদের নাম : মেডিক্যাল অফিসার বা শিক্ষানবিশ চিকিৎসক।
পদের সংখ্যা : অনুল্লেখ্য।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস। এমডি অন্য কোনো কোর্স, অতিরিক্ত যোগ্যতা, গ্রহণ করা হবে।
কর্মযোগ্যতা : সমপদে ভালো চিকিৎসক হিসেবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও সন্ধানী, বাঁধনের সঙ্গে কাজ করা গ্রহণযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বেতন, ভাতা : সার্টিফিকেট, অভিজ্ঞতা ও কর্মযোগ্যতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে শিক্ষাগত যোগ্যতা অনুসারে একটি নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী হলে), শিক্ষাগত ও কর্মযোগ্যতাগুলোর সব বিস্তারিত এবং ভালোভাবে সালানুসারে উল্লেখ করতে হবে। প্রশিক্ষণ ও কর্মযোগ্যতাগুলো দিতে হবে। সব উচ্চতর ডিগ্রি ভালোভাবে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতাসহ সব সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। বিএমএন্ডডিসির রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। মেডিক্যাল জার্নালে, অন্য কোথাও প্রকাশিত লেখাগুলোর সত্যায়িত কপি বা সেট আবেদনে প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে সত্যায়িত দুই কপি রঙিন ছবি, মেইল, মোবাইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সার্টিফিকেটও দিতে হবে।
বয়স : সবোচ্চ ৩০ বছর।
আবেদন পৌছাতে হবে : মেইলে, ডাকযোগে ও সরাসরি এই প্রতিষ্ঠানে এসে আবেদন প্রদান করা যাবে। প্রয়োজনে মোবাইল করতে পারেন: ০১৭৬৬৬৩৩০১২, ০১৮১৭১৪৪৬১১। মেইল : info@ibnssinatrust.com.
আবেদনের ঠিকানা : বরাবর, সেক্রেটারি মহোদয়, দি ইবনে সিনা ট্রাস্ট, প্রধান কার্যালয়, বাড়ি ৪৮, রোড-৯/এ, ধানমন্ডি, আ/এ, ঢাকা-১২০৯।
আবেদনের শেষ তারিখ : ৩১ জুলাই, ২০২২, অফিস সময়ের মধ্যে। ফেরৎ খামের ওপর নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
ওএস।