পায়রা বন্দরে এসআইসি পাইলট নেওয়া হবে
প্রতিষ্ঠানের নাম : পায়রা বন্দর কর্তৃপক্ষ।
পদের নাম : সিনিয়র ইন্ডিভিজ্যুয়াল কনসালটেন্ট (পাইলট) বা এসআইসি পাইলট।
নিয়োগ দেওয়া হবে : অস্থায়ীভাবে, বাংলাদেশের নাগরিকদের।
পদের সংখ্যা : একটি।
বেতন : ১ লাভ ২৫ হাজার টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)।
আবেদনের যোগ্যতা : কমপক্ষে ক্লাস ওয়ান (ডেক) ধারী হতে হবে ও বিদেশগামী জাহাজে কমপক্ষে ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে চিফ অফিসার হিসেবে অন্তত ১ বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে সব তথ্য প্রদান করতে হবে। শিক্ষাগত, বয়স ও চাকরি জীবনের প্রয়োজনীয় সনদ, জাতীয়তা বা নাগরিকত্বের সত্যায়িত সনদ একটি সেট আকারে তৈরি করতে হবে সত্যায়িত করে। মূল কপিগুলোও আনতে হবে। বিএমএন্ডডিসির রেজিষ্টর্রে চিকিৎসকের শারিরীক যোগ্যতার প্রত্যয়নপত্র আবেদনের সঙ্গে দাখিল করতে হবে।
মৌখিক পরীক্ষা হবে : ২ আগষ্ট, ২০২২ তারিখে, সকাল ১০টায় পায়রা বন্দর কর্তৃপক্ষের ঢাকা লিয়াজোঁ অফিসে। ঠিকানা-আল আমিন মিলেনিয়াম টাওয়ার, লেভেল ৭, ৭৫ ও ৭৬ কাকরাইল ঢাকা-১০০০।
উল্লেখ্য : মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না। আবেদনের কোথাও কোনো ঘষা, মাঝা ও ভুল তথ্য গ্রহণযোগ্য নয়। প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাজ করবেন : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দরে আসা জাহাজগুলোতে পাইলটেজ সেবাদানকারী হিসেবে।
ওএস।