কুমিল্লার সেবাধর্মী প্রতিষ্ঠান নেবে ব্যবস্থাপক-হিসাবরক্ষক
প্রতিষ্ঠানের নাম : আবদুল জলিল সরকার স্মৃতি ট্রাস্ট।
ধরন : অসহায় জনের সেবা সহায়তা প্রতিষ্ঠান।
নিয়োগ দেওয়া হবে : এই প্রতিষ্ঠানের আর্ত মানবতার সেবায় পরিচালিত প্রতিষ্ঠানগুলো তত্বাবধানের জন্য।
পদের সংখ্যা : একটি।
বেতন, ভাতা : আকষণীয় বেতন ও সুবিধা প্রদান করা হবে।
আবেদন করবেন : যোগ্যতাসম্পন্ন কর্মী হতে ইচ্ছুক।
পদের নাম : ব্যবস্থাপক কাম হিসাবরক্ষক।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো প্রতিষ্ঠান থেকে বাণিজ্যের যেকোনো শাখা থেকে অন্তত বিবিএ, বিকম বা বিএসএস পাশ।
বেতন : আলোচনাসাপেক্ষে।
সুবিধা : বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় থাকা ও খাওয়া।
অগ্রাধিকার লাভ করবেন : প্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও হিসাবরক্ষকের কাজে অভিজ্ঞ প্রার্থীরা।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে শিক্ষাগত যোগ্যতা অনুসারে। সেখানে নিজের নাম, পিতা, মাতা, শিক্ষাগত যোগ্যতাগুলো ইত্যাদি প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে সদ্য তোলা এক কপি পাসপোর্ট আকারের ছবি দিতে হবে সত্যায়িত করে। সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা উল্লেখের পর সেগুলোর সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না।
আবেদনের ঠিকানা : আবেদনপত্র ও সার্টিফিকেট এবং কর্মযোগ্যতার প্রত্যয়নপত্র ফেরৎ খামে বরাবর, সভাপতি মহোদয়, আবদুল জলিল সরকার স্মৃতি ট্রাস্ট, চান্দিনা পৌরসভা, ৩ নং ওয়ার্ড, গ্রাম : হারং, কুমিল্লা-এই ঠিকানায় পাঠাতে হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা মেইলে অথবা সরাসরি। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
ইমেইল ঠিকানা : khair 014227@gmail.com.
প্রয়োজনীয় মোবাইল নম্বর : ০১৮১২০৫৮৫৪২, ০১৭১২৮০৭৯৫০।
আবেদনের শেষ তারিখ : ২৭ জুলাই অফিস সময়ের মধ্যে।
ওএস।