২২টি পদে জনবল নিয়োগ করবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ ২২০১।
১. পদের নাম : উপ-পরিচালক।
পদের সংখ্যা : একটি, স্থায়ী রাজস্ব। বয়স : আবেদন জমা দেবার হিসেবে ৪৫ বছরের মধ্যে।
বেতন, ভাতা : ২০১৫ জাতীয় বেতন স্কেল অনুসারে ৫ম গ্রেডে ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৯শ ৮০ টাকা বেতন দেওয়া হবে। পদানুসারে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সব সুবিধা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মৎস্যবিজ্ঞান বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে নূন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ নিয়ে অনার্স ও মাস্টার্স। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়।
কমযোগ্যতা : সংশ্লিষ্ট যেকোনো গবেষণা প্রতিষ্ঠানে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা অথবা প্রশাসন ও উন্নয়ন বিষয়ে অন্তত ১০ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা।
গবেষণা যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালোমানের জাতীয় বা আন্তর্জাতিক গবেষণা জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ছয়টি গবেষণাপত্রের প্রকাশনা।
আবেদন ফরম : www.fri.gov.bd/site/forms/31fb0e39-c907-4750-9c20-ad1111023bb1/সরকারী-চাকরীর-আবেদন-ফরম -এই আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে।
আবেদনের নিয়ম : ১শ টাকা মূল্যর অফেরৎযোগ্য পোস্টাল অর্ডার বা সোনালী ব্যাংক লিমিটেড, মৎস্য গবেষণা ইনস্টিটিউট শাখা থেকে ১শ টাকার ডিমান্ড ড্রাফট বরাবর, মহা-পরিচালক মহোদয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ ২২০১-এই ঠিকানায় করতে হবে। এরপর পূরণকৃত আবেদন ফরমটি জমা দিতে হবে তার সঙ্গে।
উল্লেখ্য : আবেদনপত্রটি পত্র যোগাযোগের ঠিকানা দিয়ে-নাম, মোবাইল, মেইল, বর্তমান যোগাযোগের ঠিকানা, পদের নাম লিখে; ১০ টাকার অব্যবহৃত ডাকটিকেটে ৪.৫-১০.০০ আকারের ফেরৎ খামে প্রদান করতে হবে। নিয়মানুসারে চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
বলাবাহুল্য : ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, ভুল বা মিথ্যা তথ্য দেওয়া, স্বাক্ষরহীন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য হবে না। সরকারী চাকরির কোটা নীতিমালা অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিকে পাশ করতে হবে।
আবেদনের ঠিকানা : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ ২২০১। আবেদনের শেষ তারিখ ৭ আগস্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
জমা দিতে হবে : আবেদন ফরমের সঙ্গে তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট, কর্মযোগ্যতার সার্টিফিকেট সত্যায়িত, প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে সত্যায়িত সার্টিফিকেট, গবেষণা জার্নালগুলোর সত্যায়িত কপি, নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি, কর্মঅভিজ্ঞতার সনদ সত্যায়িত, মুক্তিযোদ্ধার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি। নির্ধারিত তারিখের পর আবেদন বাতিল হবে।
খেয়াল করুন : লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করতে হবে। কোনো পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে।
২. পদের নাম : কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : দুটি স্থায়ী রাজস্ব, তিনটি অস্থায়ী রাজস্ব।
বয়স : আবেদন জমা দেবার হিসেবে ৩০ বছরের মধ্যে।
বেতন, ভাতা : ২০১৫ জাতীয় বেতন স্কেল অনুসারে ১৩তম গ্রেডে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫শ ৯০ টাকা বেতন দেওয়া হবে। পদানুসারে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সব সুবিধা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের যেকোনো বিভাগ থেকে অন্তত দ্বিতীয় শ্রেণীর অনাস বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। কর্মযোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করতে পারতে হবে। স্টান্ডার্ড অ্যাপটিচুড টেস্ট বা মানসম্পন্ন যোগ্যতার ব্যবহারিক পরীক্ষায় পাশ করতে হবে।
আবেদন ফরম : www.fri.gov.bd/site/forms/31fb0e39-c907-4750-9c20-ad1111023bb1/সরকারী-চাকরীর-আবেদন-ফরম -এই আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে।
জমা দিতে হবে : আবেদন ফরমের সঙ্গে তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট, কর্মযোগ্যতা থেকে থাকলে সার্টিফিকেট সত্যায়িত, প্রশিক্ষণ যোগ্যতা বা কম্পিউটার টাইপিংয়ের সত্যায়িত সার্টিফিকেট, নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি, মুক্তিযোদ্ধার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি। নির্ধারিত তারিখের পর আবেদন বাতিল হবে।
খেয়াল করুন : লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষায় পাশ করতে হবে। কোনো পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে।
আবেদনের নিয়ম : ১শ টাকা মূল্যর অফেরৎযোগ্য পোস্টাল অর্ডার বা সোনালী ব্যাংক লিমিটেড, মৎস্য গবেষণা ইনস্টিটিউট শাখা থেকে ১শ টাকার ডিমান্ড ড্রাফট বরাবর, মহা-পরিচালক মহোদয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ ২২০১-এই ঠিকানায় করতে হবে। এরপর পূরণকৃত আবেদন ফরমটি জমা দিতে হবে তার সঙ্গে।
উল্লেখ্য : আবেদনপত্রটি পত্র যোগাযোগের ঠিকানা দিয়ে-নাম, মোবাইল, মেইল, বর্তমান যোগাযোগের ঠিকানা, পদের নাম লিখে; ১০ টাকার অব্যবহৃত ডাকটিকেটে ৪.৫-১০.০০ আকারের ফেরৎ খামে প্রদান করতে হবে। নিয়মানুসারে চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
বলাবাহুল্য : ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, ভুল বা মিথ্যা তথ্য দেওয়া, স্বাক্ষরহীন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য হবে না। সরকারী চাকরির কোটা নীতিমালা অনুসরণ করা হবে।
আবেদনের ঠিকানা : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ ২২০১। আবেদনের শেষ তারিখ ৭ আগস্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
৩. পদের নাম : হ্যাচারি টেকনেশিয়ান।
পদের সংখ্যা : দুটি অস্থায়ী রাজস্ব।
বয়স : আবেদন জমা দেবার হিসেবে ৩০ বছরের মধ্যে।
বেতন, ভাতা : ২০১৫ জাতীয় বেতন স্কেল অনুসারে ১৬তম গ্রেডে ৯ হাজার ৩শ টাকা থেকে ২২ হাজার ৪শ ৯০ টাকা বেতন দেওয়া হবে। পদানুসারে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সব সুবিধা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাবোর্ডের বিজ্ঞান থেকে অন্তত দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ বা বিভাগে উচ্চমাধ্যমিকে পাশ হতে হবে। শিক্ষাজীবনের কোথাও তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়।
কর্মযোগ্যতা : সংশ্লিষ্ট যেকোনো গবেষণাগারে অন্তত পাঁচ বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন ফরম : www.fri.gov.bd/site/forms/31fb0e39-c907-4750-9c20-ad1111023bb1/সরকারী-চাকরীর-আবেদন-ফরম -এই আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে।
জমা দিতে হবে : আবেদন ফরমের সঙ্গে তিন কপি পাসপোট আকারের সত্যায়িত ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট, কর্মযোগ্যতার সার্টিফিকেট সত্যায়িত, নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি, মুক্তিযোদ্ধার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি। নির্ধারিত তারিখের পর আবেদন বাতিল হবে।
খেয়াল করুন : লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষায় পাশ করতে হবে। কোনো পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে।
আবেদনের নিয়ম : ১শ টাকা মূল্যর অফেরৎযোগ্য পোস্টাল অর্ডার বা সোনালী ব্যাংক লিমিটেড, মৎস্য গবেষণা ইনস্টিটিউট শাখা থেকে ১শ টাকার ডিমান্ড ড্রাফট বরাবর, মহা-পরিচালক মহোদয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ ২২০১-এই ঠিকানায় করতে হবে। এরপর পূরণকৃত আবেদন ফরমটি জমা দিতে হবে তার সঙ্গে।
উল্লেখ্য : আবেদনপত্রটি পত্র যোগাযোগের ঠিকানা দিয়ে-নাম, মোবাইল, মেইল, বর্তমান যোগাযোগের ঠিকানা, পদের নাম লিখে; ১০ টাকার অব্যবহৃত ডাকটিকেটে ৪.৫-১০.০০ আকারের ফেরৎ খামে প্রদান করতে হবে। নিয়মানুসারে চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
বলাবাহুল্য : ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, ভুল বা মিথ্যা তথ্য দেওয়া, স্বাক্ষরহীন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য হবে না। সরকারী চাকরির কোটা নীতিমালা অনুসরণ করা হবে।
আবেদনের ঠিকানা : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ ২২০১। আবেদনের শেষ তারিখ ৭ আগস্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
৪. পদের নাম : ল্যাব টেকনেশিয়ান।
পদের সংখ্যা : সাতটি অস্থায়ী রাজস্ব।
বয়স : আবেদন জমা দেবার হিসেবে ৩০ বছরের মধ্যে।
বেতন, ভাতা : ২০১৫ জাতীয় বেতন স্কেল অনুসারে ১৬তম গ্রেডে ৯ হাজার ৩শ টাকা থেকে ২২ হাজার ৪শ ৯০ টাকা বেতন দেওয়া হবে। পদানুসারে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সব সুবিধা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাবোর্ডের বিজ্ঞান থেকে অন্তত দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ বা বিভাগে উচ্চমাধ্যমিকে পাশ হতে হবে। শিক্ষাজীবনের কোথাও তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়।
কর্মযোগ্যতা : সংশ্লিষ্ট যেকোনো গবেষণাগারে অন্তত পাঁচ বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন ফরম : www.fri.gov.bd/site/forms/31fb0e39-c907-4750-9c20-ad1111023bb1/সরকারী-চাকরীর-আবেদন-ফরম -এই আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে।
জমা দিতে হবে : আবেদন ফরমের সঙ্গে তিন কপি পাসপোট আকারের সত্যায়িত ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট, কর্মযোগ্যতার সার্টিফিকেট সত্যায়িত, নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি, মুক্তিযোদ্ধার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি। নির্ধারিত তারিখের পর আবেদন বাতিল হবে।
খেয়াল করুন : লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষায় পাশ করতে হবে। কোনো পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে।
আবেদনের নিয়ম : ১শ টাকা মূল্যর অফেরৎযোগ্য পোস্টাল অর্ডার বা সোনালী ব্যাংক লিমিটেড, মৎস্য গবেষণা ইনস্টিটিউট শাখা থেকে ১শ টাকার ডিমান্ড ড্রাফট বরাবর, মহা-পরিচালক মহোদয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ ২২০১-এই ঠিকানায় করতে হবে। এরপর পূরণকৃত আবেদন ফরমটি জমা দিতে হবে তার সঙ্গে।
উল্লেখ্য : আবেদনপত্রটি পত্র যোগাযোগের ঠিকানা দিয়ে-নাম, মোবাইল, মেইল, বর্তমান যোগাযোগের ঠিকানা, পদের নাম লিখে; ১০ টাকার অব্যবহৃত ডাকটিকেটে ৪.৫-১০.০০ আকারের ফেরৎ খামে প্রদান করতে হবে। নিয়মানুসারে চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
বলাবাহুল্য : ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, ভুল বা মিথ্যা তথ্য দেওয়া, স্বাক্ষরহীন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য হবে না। সরকারী চাকরির কোটা নীতিমালা অনুসরণ করা হবে।
আবেদনের ঠিকানা : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ ২২০১। আবেদনের শেষ তারিখ ৭ আগস্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
৫. পদের নাম : হিসাব সহকারী কাম মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা : তিনটি স্থায়ী রাজস্ব।
বয়স : আবেদন জমা দেবার হিসেবে ৩০ বছরের মধ্যে।
বেতন, ভাতা : ২০১৫ জাতীয় বেতন স্কেল অনুসারে ১৬তম গ্রেডে ৯ হাজার ৩শ টাকা থেকে ২২ হাজার ৪শ ৯০ টাকা বেতন দেওয়া হবে। পদানুসারে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সব সুবিধা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে অন্তত দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ বা বিভাগে পাশ অথবা যেকোনো স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে অন্তত দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ বা বিভাগে উচ্চামাধ্যমিক যেকোনো শাখায় পাশ, হিসাব রক্ষণে বাস্তব কর্মঅভিজ্ঞতা। শিক্ষাজীবনের কোথাও তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়।
আবেদন ফরম : www.fri.gov.bd/site/forms/31fb0e39-c907-4750-9c20-ad1111023bb1/সরকারী-চাকরীর-আবেদন-ফরম -এই আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে।
জমা দিতে হবে : আবেদন ফরমের সঙ্গে তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট, কর্মযোগ্যতার সার্টিফিকেট সত্যায়িত, নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি, মুক্তিযোদ্ধার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি। নির্ধারিত তারিখের পর আবেদন বাতিল হবে।
খেয়াল করুন : লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষায় পাশ করতে হবে। কোনো পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে।
আবেদনের নিয়ম : ১শ টাকা মূল্যর অফেরৎযোগ্য পোস্টাল অর্ডার বা সোনালী ব্যাংক লিমিটেড, মৎস্য গবেষণা ইনস্টিটিউট শাখা থেকে ১শ টাকার ডিমান্ড ড্রাফট বরাবর, মহা-পরিচালক মহোদয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ ২২০১-এই ঠিকানায় করতে হবে। এরপর পূরণকৃত আবেদন ফরমটি জমা দিতে হবে তার সঙ্গে।
উল্লেখ্য : আবেদনপত্রটি পত্র যোগাযোগের ঠিকানা দিয়ে-নাম, মোবাইল, মেইল, বর্তমান যোগাযোগের ঠিকানা, পদের নাম লিখে; ১০ টাকার অব্যবহৃত ডাকটিকেটে ৪.৫-১০.০০ আকারের ফেরৎ খামে প্রদান করতে হবে। নিয়মানুসারে চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
বলাবাহুল্য : ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, ভুল বা মিথ্যা তথ্য দেওয়া, স্বাক্ষরহীন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য হবে না। সরকারী চাকরির কোটা নীতিমালা অনুসরণ করা হবে।
আবেদনের ঠিকানা : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ ২২০১। আবেদনের শেষ তারিখ ৭ আগস্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
৬. পদের নাম : ক্ষেত্র সহকারী।
পদের সংখ্যা : দুটি স্থায়ী রাজস্ব।
বয়স : আবেদন জমা দেবার হিসেবে ৩০ বছরের মধ্যে।
বেতন, ভাতা : ২০১৫ জাতীয় বেতন স্কেল অনুসারে ১৬তম গ্রেডে ৯ হাজার ৩শ টাকা থেকে ২২ হাজার ৪শ ৯০ টাকা বেতন দেওয়া হবে। পদানুসারে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সব সুবিধা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাবোর্ডের বিজ্ঞান থেকে অন্তত দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ বা বিভাগে উচ্চমাধ্যমিকে পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : সংশ্লিষ্ট কাজে অন্তত পাঁচ বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে অন্তত দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ বা বিভাগে পাশ অথবা যেকোনো স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে অন্তত দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ বা বিভাগে উচ্চামাধ্যমিক যেকোনো শাখায় পাশ, হিসাব রক্ষণে বাস্তব কর্মঅভিজ্ঞতা। শিক্ষাজীবনের কোথাও তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়।
আবেদন ফরম : www.fri.gov.bd/site/forms/31fb0e39-c907-4750-9c20-ad1111023bb1/সরকারী-চাকরীর-আবেদন-ফরম -এই আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে।
জমা দিতে হবে : আবেদন ফরমের সঙ্গে তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট, কর্মযোগ্যতার সার্টিফিকেট সত্যায়িত, প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে সত্যায়িত সার্টিফিকেট, নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি, মুক্তিযোদ্ধার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি। নির্ধারিত তারিখের পর আবেদন বাতিল হবে।
খেয়াল করুন : লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষায় পাশ করতে হবে। কোনো পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে।
আবেদনের নিয়ম : ১শ টাকা মূল্যর অফেরৎযোগ্য পোস্টাল অর্ডার বা সোনালী ব্যাংক লিমিটেড, মৎস্য গবেষণা ইনস্টিটিউট শাখা থেকে ১শ টাকার ডিমান্ড ড্রাফট বরাবর, মহা-পরিচালক মহোদয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ ২২০১-এই ঠিকানায় করতে হবে। এরপর পূরণকৃত আবেদন ফরমটি জমা দিতে হবে তার সঙ্গে।
উল্লেখ্য : আবেদনপত্রটি পত্র যোগাযোগের ঠিকানা দিয়ে-নাম, মোবাইল, মেইল, বর্তমান যোগাযোগের ঠিকানা, পদের নাম লিখে; ১০ টাকার অব্যবহৃত ডাকটিকেটে ৪.৫-১০.০০ আকারের ফেরৎ খামে প্রদান করতে হবে। নিয়মানুসারে চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
বলাবাহুল্য : ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, ভুল বা মিথ্যা তথ্য দেওয়া, স্বাক্ষরহীন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য হবে না। সরকারী চাকরির কোটা নীতিমালা অনুসরণ করা হবে।
আবেদনের ঠিকানা : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ ২২০১। আবেদনের শেষ তারিখ ৭ আগস্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
৭. পদের নাম : স্টোর কিপার।
পদের সংখ্যা : একটি স্থায়ী রাজস্ব।
বয়স : আবেদন জমা দেবার হিসেবে ৩০ বছরের মধ্যে।
বেতন, ভাতা : ২০১৫ জাতীয় বেতন স্কেল অনুসারে ১৬তম গ্রেডে ৯ হাজার ৩শ টাকা থেকে ২২ হাজার ৪শ ৯০ টাকা বেতন দেওয়া হবে। পদানুসারে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সব সুবিধা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে অন্তত দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ বা বিভাগে পাশ হতে হবে। এছাড়াও যেকোনো স্বীকৃত শিক্ষাবোর্ডের যেকোনো শাখায় অন্তত দ্বিতীয় শ্রেণীতে পাশ এবং ভান্ডার সংরক্ষণে অন্তত তিন বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোথাও তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়।
আবেদন ফরম : www.fri.gov.bd/site/forms/31fb0e39-c907-4750-9c20-ad1111023bb1/সরকারী-চাকরীর-আবেদন-ফরম -এই আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে।
জমা দিতে হবে : আবেদন ফরমের সঙ্গে তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট, কর্মযোগ্যতার সার্টিফিকেট সত্যায়িত, নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি, মুক্তিযোদ্ধার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি। নির্ধারিত তারিখের পর আবেদন বাতিল হবে।
জমা দিতে হবে : আবেদন ফরমের সঙ্গে তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট, কর্মযোগ্যতার সার্টিফিকেট সত্যায়িত, প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে সত্যায়িত সার্টিফিকেট, নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি, মুক্তিযোদ্ধার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি।
খেয়াল করুন : লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করতে হবে। কোনো পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে।
আবেদনের নিয়ম : ১শ টাকা মূল্যর অফেরৎযোগ্য পোস্টাল অর্ডার বা সোনালী ব্যাংক লিমিটেড, মৎস্য গবেষণা ইনস্টিটিউট শাখা থেকে ১শ টাকার ডিমান্ড ড্রাফট বরাবর, মহা-পরিচালক মহোদয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ ২২০১-এই ঠিকানায় করতে হবে। এরপর পূরণকৃত আবেদন ফরমটি জমা দিতে হবে তার সঙ্গে।
উল্লেখ্য : আবেদনপত্রটি পত্র যোগাযোগের ঠিকানা দিয়ে-নাম, মোবাইল, মেইল, বর্তমান যোগাযোগের ঠিকানা, পদের নাম লিখে; ১০ টাকার অব্যবহৃত ডাকটিকেটে ৪.৫-১০.০০ আকারের ফেরৎ খামে প্রদান করতে হবে। নিয়মানুসারে চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
বলাবাহুল্য : ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, ভুল বা মিথ্যা তথ্য দেওয়া, স্বাক্ষরহীন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য হবে না। সরকারী চাকরির কোটা নীতিমালা অনুসরণ করা হবে।
আবেদনের ঠিকানা : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ ২২০১। আবেদনের শেষ তারিখ ৭ আগস্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
৮. পদের নাম : মটর চালক।
পদের সংখ্যা : একটি স্থায়ী রাজস্ব।
বয়স : আবেদন জমা দেবার হিসেবে ৩০ বছরের মধ্যে।
বেতন, ভাতা : ২০১৫ জাতীয় বেতন স্কেল অনুসারে ১৬তম গ্রেডে ৯ হাজার ৩শ টাকা থেকে ২২ হাজার ৪শ ৯০ টাকা বেতন দেওয়া হবে। পদানুসারে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সব সুবিধা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাবোর্ডের যেকোনো শাখায় অন্তত জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ হবে হবে এবং হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন ফরম : www.fri.gov.bd/site/forms/31fb0e39-c907-4750-9c20-ad1111023bb1/সরকারী-চাকরীর-আবেদন-ফরম -এই আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে।
জমা দিতে হবে : আবেদন ফরমের সঙ্গে তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট, কর্মযোগ্যতার সার্টিফিকেট সত্যায়িত, বৈধ ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত সার্টিফিকেট, নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি, মুক্তিযোদ্ধার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি।
খেয়াল করুন : লিখিত ও মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় পাশ করতে হবে। কোনো পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে।
আবেদনের নিয়ম : ১শ টাকা মূল্যর অফেরৎযোগ্য পোস্টাল অর্ডার বা সোনালী ব্যাংক লিমিটেড, মৎস্য গবেষণা ইনস্টিটিউট শাখা থেকে ১শ টাকার ডিমান্ড ড্রাফট বরাবর, মহা-পরিচালক মহোদয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ ২২০১-এই ঠিকানায় করতে হবে। এরপর পূরণকৃত আবেদন ফরমটি জমা দিতে হবে তার সঙ্গে।
উল্লেখ্য : আবেদনপত্রটি পত্র যোগাযোগের ঠিকানা দিয়ে-নাম, মোবাইল, মেইল, বর্তমান যোগাযোগের ঠিকানা, পদের নাম লিখে; ১০ টাকার অব্যবহৃত ডাকটিকেটে ৪.৫-১০.০০ আকারের ফেরৎ খামে প্রদান করতে হবে। নিয়মানুসারে চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
বলাবাহুল্য : ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, ভুল বা মিথ্যা তথ্য দেওয়া, স্বাক্ষরহীন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য হবে না। সরকারী চাকরির কোটা নীতিমালা অনুসরণ করা হবে।
আবেদনের ঠিকানা : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ ২২০১। আবেদনের শেষ তারিখ ৭ আগস্ট, ২০২২ অফিস সময়ের মধ্যে।
ওএস।