ইসলামী বিশ্ববিদ্যালয় নেবে দুই প্রভাষক ও এক সহকারী অধ্যাপক
বিশ্ববিদ্যালয়ের নাম : ইসলামী বিশ্ববিদ্যালয়।
১. বিভাগের নাম : মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম।
পদের নাম : সহকারী অধ্যাপক।
পদের সংখ্যা : একটি।
নিয়োগের ধরণ : স্থায়ী।
বেতন স্কেল : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ষষ্ঠ গ্রেডে বেতন লাভ করবেন। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব সুবিধা প্রদেয় হবে।
আবেদনের নিয়ম :www.iu.ac.bd ওয়েবসাইট এবং আবেদন ফরম, নিয়োগের শর্তাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, অগ্রণী ব্যাংকে পাওয়া যাবে। এই বিষয়ে যোগাযোগ করতে পারেন অফিসের ফোনে +৮৮০২৪৭৭৮৬৭০৪, মোবাইলে ০১৭১৭৪৯০৪ (ওয়েসাইটে প্রদান করা), ইমেইল- registrar@iu.ac.bd এই ঠিকানায়। সাধারণত একটি পূর্ণ আবেদনপত্র পূরণ করতে হয় শিক্ষাগত যোগ্যতা অনুসারে। সেখানে সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা উল্লেখ করতে হয়। নিজের পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে সত্যায়িত করে। সব শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সনদ যুক্ত করতে হয়। কোনো লেখা বা গবেষণা থাকলে উল্লেখ করতে হয় ও সত্যায়িত করে যুক্ত করতে হয়। অন্তত তিনটি প্রভাষক হিসেবে গবেষণা থাকতে হয়। মোট আট সেট আবেদনপত্র তৈরি করতে হয় এভাবে। আবেদনের কোথাও কোনো মিথ্যা বা ভুল দেওয়ার নিয়ম নেই। চাকরি জীবনের যেকোনো পর্যায়ে প্রমাণিত হলে শাস্তিমূলক আইনী ব্যবস্থার মুখোমুখি হতে হয়। নিয়মানুসারে অন্তত ৫.০ এসএসসি ও এইচএসসির সিজিপিএর মধ্যে ৪.২৫ পেতে হয়। অনার্স ও মাস্টার্সের যেকোনো স্বীকৃত এবং ভালো বিশ্ববিদ্যালয় থেকে ৪.০ সিজিপিএর মধ্যে ৩.৫০ পেতে হয়। প্রথম শ্রেণীতে প্রথম অনার্স ও মাস্টার্স লেভেলের ছাত্র বা ছাত্রীর এসএসসি বা এইচএসসির যেকোনো একটির ফলাফল যোগ্যতার নিয়ম শিথিল করা হয়। একই ফলাফলধারীদের মধ্যে উচ্চতর ডিগ্রি বা অর্জন বিশেষ যোগ্যতা হিসেবে অগ্রাধিকার দেওয়া হয়। প্রভাষক হিসেবে অন্তত তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হয় যেকোনো ভালো বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও আয়োজনে কর্মকান্ড বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। পিএইচডিধারী হলে অগ্রাধিকার দেওয়া হয়।
আবেদনের উপায় : ইসলামী বিশ্ববিদ্যালয়, কুস্টিয়া, রেজিষ্ট্রার মহোদয়-এই ঠিকানা বরাবর অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে সাড়ে ৭শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে অফেরৎযোগ্য। সেটি আবেদনের সেটের সঙ্গে যুক্ত করে সরাসরি বা ডাক মাধ্যমে প্রদান করতে হবে। খামের ওপর নিজের নাম, পদের নাম, মেইল ও মোবাইল এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে। মাধ্যম দিতে হবে বিভাগীয় প্রধান, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম।
আবেদনের শেষ তারিখ : অফিস চলার সময়, ৩ আগষ্ট ২০২২।
বিভাগের নাম : মাস কমিউনিকেশন অ্যান্ড জানালিজম।
২. পদের নাম : প্রভাষক।
পদের সংখ্যা : দুটি।
নিয়োগের ধরণ : স্থায়ী।
বেতন স্কেল : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকার মধ্যে বেতন লাভ করবেন। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব সুবিধা প্রদেয় হবে।
আবেদনের নিয়ম :www.iu.ac.bd ওয়েবসাইট এবং আবেদন ফরম, নিয়োগের শর্তাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, অগ্রণী ব্যাংকে পাওয়া যাবে। এই বিষয়ে যোগাযোগ করতে পারেন অফিসের ফোন +৮৮০২৪৭৭৮৬৭০৪, মোবাইলে ০১৭১৭৪৯০৪ (ওয়েসাইটে প্রদান করা), ইমেইল- registrar@iu.ac.bd এই ঠিকানায়। সাধারণত একটি পূর্ণ আবেদনপত্র পূরণ করতে হবে শিক্ষাগত যোগ্যতা অনুসারে। সেখানে সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা উল্লেখ করতে হয়। নিজের পাসপোট আকারের ছবি যুক্ত করতে সত্যায়িত করে। সব শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সনদ যুক্ত করতে হয়। কোনো লেখা বা গবেষণা থাকলে উল্লেখ করতে হয় ও সত্যায়িত করে যুক্ত করতে হয়। মোট আট সেট আবেদনপত্র তৈরি করতে হয় এভাবে। আবেদনের কোথাও কোনো মিথ্যা বা ভুল দেওয়ার নিয়ম নেই। চাকরি জীবনের যেকোনো পর্যায়ে প্রমাণিত হলে শাস্তিমূলক আইনী ব্যবস্থার মুখোমুখি হতে হয়। নিয়মানুসারে অন্তত ৫.০ এসএসসি ও এইচএসসির সিজিপিএর মধ্যে ৪.২৫ পেতে হয়। অনার্স ও মাস্টার্সের যেকোনো স্বীকৃত এবং ভালো বিশ্ববিদ্যালয় থেকে ৪.০ সিজিপিএর মধ্যে ৩.৫০ পেতে হয়। প্রথম শ্রেণীতে প্রথম অনার্স ও মাস্টার্স লেভেলের ছাত্র বা ছাত্রীর এসএসসি বা এইচএসসির যেকোনো একটির ফলাফল যোগ্যতার নিয়ম শিথিল করা হয়। একই ফলাফলধারীদের মধ্যে উচ্চতর ডিগ্রি বা অর্জন বিশেষ যোগ্যতা হিসেবে অগ্রাধিকার দেওয়া হয়। সহ-শিক্ষাকার্যক্রমে অর্জন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।
আবেদনের উপায় : ইসলামী বিশ্ববিদ্যালয় কুস্টিয়া, রেজিষ্ট্রার মহোদয়-এই ঠিকানা বরাবর অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে সাড়ে ৭শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে অফেরৎযোগ্য। সেটি আবেদনের সেটের সঙ্গে যুক্ত করে সরাসরি বা ডাক মাধ্যমে প্রদান করতে হবে। খামের ওপর নিজের নাম, পদের নাম, মেইল ও মোবাইল এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে। মাধ্যম দিতে হবে বিভাগীয় প্রধান, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম।
আবেদনের শেষ তারিখ : অফিস চলার সময়, ৩ আগষ্ট ২০২২।
৩. বিভাগের নাম : ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোটর্স সায়েন্স।
পদের নাম : প্রভাষক।
পদের সংখ্যা : দুটি।
নিয়োগের ধরণ : স্থায়ী
বেতন স্কেল : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকার মধ্যে বেতন লাভ করবেন। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব সুবিধা প্রদেয় হবে।
আবেদনের নিয়ম :www.iu.ac.bd ওয়েবসাইট এবং আবেদন ফরম, নিয়োগের শর্তাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, অগ্রণী ব্যাংকে পাওয়া যাবে। এই বিষয়ে যোগাযোগ করতে পারেন অফিসের ফোনে +৮৮০২৪৭৭৮৬৭০৪, মোবাইল ০১৭১৭৪৯০৪ (ওয়েসাইটে প্রদান করা), ইমেইল- registrar@iu.ac.bd এই ঠিকানায়। সাধারণত একটি পূর্ণ আবেদনপত্র পূরণ করতে হবে শিক্ষাগত যোগ্যতা অনুসারে। সেখানে সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা উল্লেখ করতে হয়। নিজের পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে সত্যায়িত করে। সব শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ এবং খেলার অর্জনের যোগ্যতার সত্যায়িত সনদ যুক্ত করতে হয়। কোনো লেখা বা গবেষণা থাকলে উল্লেখ করতে হয় ও সত্যায়িত করে যুক্ত করতে হয়। মোট আট সেট আবেদনপত্র তৈরি করতে হয় এভাবে। আবেদনের কোথাও কোনো মিথ্যা বা ভুল দেওয়ার নিয়ম নেই। চাকরি জীবনের যেকোনো পর্যায়ে প্রমাণিত হলে শাস্তিমূলক আইনী ব্যবস্থার মুখোমুখি হতে হয়। নিয়মানুসারে অন্তত ৫.০ এসএসসি ও এইচএসসির সিজিপিএর মধ্যে ৪.২৫ পেতে হয়। অনাস ও মাস্টাসের যেকোনো স্বীকৃত এবং ভালো বিশ্ববিদ্যালয় থেকে ৪.০ সিজিপিএর মধ্যে ৩.৫০ পেতে হয়। প্রথম শ্রেণীতে প্রথম অনার্স ও মাস্টার্স লেভেলের ছাত্র বা ছাত্রীর এসএসসি বা এইচএসসির যেকোনো একটির ফলাফল যোগ্যতার নিয়ম শিথিল করা হয়। একই ফলাফলধারীদের মধ্যে উচ্চতর ডিগ্রি বা অর্জন বিশেষ যোগ্যতা হিসেবে অগ্রাধিকার দেওয়া হয়। এই বিভাগের কার্যক্রম ও খেলার সাফল্য বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।
আবেদনের উপায় : ইসলামী বিশ্ববিদ্যালয় কুস্টিয়া, রেজিষ্ট্রার মহোদয়-এই ঠিকানা বরাবর অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে সাড়ে ৭শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে অফেরৎযোগ্য। সেটি আবেদনের সেটের সঙ্গে যুক্ত করে সরাসরি বা ডাক মাধ্যমে প্রদান করতে হবে। খামের ওপর নিজের নাম, পদের নাম, মেইল ও মোবাইল এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে। মাধ্যম দিতে হবে বিভাগীয় প্রধান, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোটর্স সায়েন্স।
আবেদনের শেষ তারিখ : অফিস চলার সময়, ৩ আগষ্ট ২০২২।
ওএস।