৫ কর্মকর্তা নেবে গানার্স ইংলিশ স্কুল
বিদ্যালয়ের নাম : গানার্স ইংলিশ স্কুল।
ঠিকানা : হালিশহর, চট্টগ্রাম।
ধরণ : বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি স্বায়ত্বশাসিত বিদ্যালয়।
১. পদের নাম : সহকারী শিক্ষক। পদের সংখ্যা :একটি।
বিভাগের নাম : গণিত।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে অন্তত দ্বিতীয় শ্রেণীতে অনার্স ও মাস্টার্স পাশ হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। জুনিয়র শিক্ষক হিসেবে কোনো স্বীকৃত বিদ্যালয়ে অন্তত পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইংরেজিতে দক্ষ হতে হবে।
আবেদনের নিয়ম : ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি দিতে হবে। সেখানে সব শিক্ষাগত, কর্ম ও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের বিবরণ উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সব সার্টিফিকেট সত্যায়িত করে জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্রও জমা দিতে হবে সত্যায়িত আকারে।
আবেদন করার ঠিকানা : গানার্স ইংলিশ স্কুল, আর্টিলারি সেন্টার-হালিশহর, চট্টগ্রাম এই ঠিকানায় ৫শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে বরাবর, অধ্যক্ষ, গানার্স ইংলিশ স্কুল, আর্টিলারি সেন্টার, হালিশহর-ঠিকানায় আবেদনপত্র ফেরৎ খামে প্রদান করতে হবে। এছাড়াও আর্টিলারি সেন্টার এবং বিদ্যালয়ের এক নম্বর গেটে রক্ষিত নিধারিত বাক্সে আবেদনপত্র জমা দেওয়া যাবে সরাসরি। খামের ওপর নিজের নাম, পদের নাম, মোবাইল ও মেইল এবং যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।
যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন : অ্যাডমিন অফিসার বা প্রশাসনিক কর্মকর্তা-মোবাইল : ১৭৬৯২৫৩৯৬৬-এই নম্বরে।
বেতন, ভাতা : শুরুতে মূল বেতন লাভ করবেন ১৬ হাজার টাকা। প্রভিডেন্ট ফান্ড ও এই বিদ্যালয়ের সব সুবিধা দেওয়া হবে।
উল্লেখ্য : লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না।
২. পদের নাম : প্রশাসনিক কর্মকর্তা। পদের সংখ্যা :একটি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদের যেকোনো বিভাগে অন্তত দ্বিতীয় শ্রেণীতে বিবিএ পাশ হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে অন্তত পাঁচ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
অগ্রাধিকার : অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বা এমবিএ পাশ কর্মকর্তা নিয়োগে অগ্রাধিকার পাবেন। সেনা কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে।
আবেদনের নিয়ম : ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি দিতে হবে। সেখানে সব শিক্ষাগত, কর্মঅভিজ্ঞতার বিবরণ উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সব সার্টিফিকেট সত্যায়িত করে জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্রও জমা দিতে হবে সত্যায়িত আকারে।
আবেদন করার ঠিকানা : গানার্স ইংলিশ স্কুল, আর্টিলারি সেন্টার, হালিশহর, চট্টগ্রাম-এই ঠিকানায় ৫শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে বরাবর, অধ্যক্ষ, গানার্স ইংলিশ স্কুল, আর্টিলারি সেন্টার, হালিশহর-এই ঠিকানায় আবেদনপত্র ফেরৎ খামে প্রদান করতে হবে। এছাড়াও আর্টিলারি সেন্টার এবং বিদ্যালয়ের এক নম্বর গেটে রক্ষিত নির্ধারিত বাক্সে আবেদনপত্র জমা দেওয়া যাবে সরাসরি। খামের ওপর নিজের নাম, পদের নাম, মোবাইল ও মেইল এবং যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।
যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন : অ্যাডমিন অফিসার বা প্রশাসনিক কর্মকর্তা-মোবাইল : ১৭৬৯২৫৩৯৬৬-এই নম্বরে।
বেতন, ভাতা : শুরুতে মূল বেতন লাভ করবেন ১৬ হাজার টাকা। প্রভিডেন্ট ফান্ড ও এই বিদ্যালয়ের সব সুবিধা দেওয়া হবে।
উল্লেখ্য : লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না।
৩. পদের নাম : সহকারী হিসাবরক্ষক। পদের সংখ্যা :একটি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদের যেকোনো বিভাগে অথবা বিজ্ঞানের যেকোনো বিভাগে অন্তত দ্বিতীয় শ্রেণীতে পাশ হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সহকারী হিসাবরক্ষক হিসেবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে অন্তত তিন বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। সহকারী হিসাবরক্ষক হিসেবে প্রয়োজনীয় কর্মঅভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে। প্রার্থীর কম্পিউটার টাইপের গতি ইংরেজি ও বাংলায় ৩০ ও ২৫ হতে হবে। আর্মি ক্লারিক্যাল কোরের অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম : ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি দিতে হবে। সেখানে সব শিক্ষাগত, কর্ম অভিজ্ঞতার বিবরণ উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সব সার্টিফিকেট সত্যায়িত করে জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্রও জমা দিতে হবে সত্যায়িত আকারে।
আবেদন করার ঠিকানা : গানার্স ইংলিশ স্কুল, আর্টিলারি সেন্টার, হালিশহর, চট্টগ্রাম-এই ঠিকানায় ৩শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে বরাবর, অধ্যক্ষ, গানার্স ইংলিশ স্কুল, আর্টিলারি সেন্টার, হালিশহর-এই ঠিকানায় আবেদনপত্র ফেরৎ খামে প্রদান করতে হবে। এছাড়াও আর্টিলারি সেন্টার এবং বিদ্যালয়ের এক নম্বর গেটে রক্ষিত নির্ধারিত বাক্সে আবেদনপত্র জমা দেওয়া যাবে সরাসরি। খামের ওপর নিজের নাম, পদের নাম, মোবাইল ও মেইল এবং যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।
যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন : অ্যাডমিন অফিসার বা প্রশাসনিক কর্মকর্তা-মোবাইল : ১৭৬৯২৫৩৯৬৬-এই নম্বরে।
বেতন, ভাতা : শুরুতে মূল বেতন লাভ করবেন ৯ হাজার টাকা। প্রভিডেন্ট ফান্ড ও এই বিদ্যালয়ের সব সুবিধা দেওয়া হবে।
উল্লেখ্য : লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না।
৪. পদের নাম : নিরাপত্তারক্ষী। পদের সংখ্যা :দুইটি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে যেকোনো বিভাগে অন্তত এসএসসি পাশ হতে হবে।
অগ্রাধিকার : নিরাপত্তারক্ষী হিসেবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি দিতে হবে। সেখানে সব শিক্ষাগত, কর্মঅভিজ্ঞতার বিবরণ উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সব সার্টিফিকেট সত্যায়িত করে জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্রও জমা দিতে হবে সত্যায়িত আকারে।
আবেদন করার ঠিকানা : গানার্স ইংলিশ স্কুল, আর্টিলারি সেন্টার, হালিশহর, চট্টগ্রাম-এই ঠিকানায় ২শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে বরাবর, অধ্যক্ষ, গানার্স ইংলিশ স্কুল, আর্টিলারি সেন্টার, হালিশহর-এই ঠিকানায় আবেদনপত্র ফেরৎ খামে প্রদান করতে হবে। এছাড়াও আর্টিলারি সেন্টার এবং বিদ্যালয়ের এক নম্বর গেটে রক্ষিত নির্ধারিত বাক্সে আবেদনপত্র জমা দেওয়া যাবে সরাসরি। খামের ওপর নিজের নাম, পদের নাম, মোবাইল ও মেইল এবং যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।
যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন : অ্যাডমিন অফিসার বা প্রশাসনিক কর্মকর্তা-মোবাইল : ১৭৬৯২৫৩৯৬৬-এই নম্বরে।
বেতন, ভাতা : শুরুতে মূল বেতন লাভ করবেন ৯ হাজার টাকা। প্রভিডেন্ট ফান্ড ও এই বিদ্যালয়ের সব সুবিধা দেওয়া হবে।
উল্লেখ্য : লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না।
ওএস।